ইডেনে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার লড়াই
কলকাতার একটি দৈনিক গতকাল লিখেছে, খেলা বাদে বাংলাদেশ দলের ক্রিকেটাররা নাকি কেউ কারও সঙ্গে কথা বলেন না। এ তথ্য কতটা সঠিক, সেটি পর্যালোচনার জন্য ঠিক নয়, গতকাল ইডেনে দলের অনুশীলনে যে ছবি দেখা গেল, সে কারণেই প্রসঙ্গটা আনা। অনুশীলনের ফাঁকে সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ আর মুশফিকুর রহিম মাঠেই ধুমসে আড্ডা দি