নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনেক আলোচনার পর বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দুর্দান্ত পারফরম্যান্স করে অনেক কিছুর জবাবও দিয়েছেন এই অলরাউন্ডার। তাঁকে ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ দলের সেরা পারফরমারই বলা যায়।
তবে বিশ্বকাপ থেকে ফিরে দুঃসংবাদই দিয়েছেন মাহমুদউল্লাহ। পড়েছেন কাঁধের চোটে। আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে তাঁকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র জানিয়েছে, মাহমুদউল্লাহর চোটের যে ধরন, তাতে পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে।
যদিও মাহমুদউল্লাহর চোট নিয়ে প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী কথা বলতে চাইলেন না। তিনি বলেছেন, ‘আমি এ ব্যাপারে কিছু বলতে পারব না। যা বলার বোর্ডকে বলেছি। তারা বলবেন।’
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু অবশ্য জানিয়েছেন, কাল স্ক্যানের পর মাহমুদউল্লাহর চোটের অবস্থা জানা যাবে। নান্নু আজকের পত্রিকাকে বলেছেন, ‘নিউজিল্যান্ড সফরে মাহমুদউল্লাকে পাওয়া যাবে কি না, এটা এখন বলা যাচ্ছে না। কাল স্ক্যান রিপোর্ট পেলে তার ওপর নির্ভর করে বোঝা যাবে—সে থাকবে কি থাকবে না। রিপোর্ট পেলে কাল সংবাদমাধ্যমকেও জানিয়ে দেওয়া হবে।’
বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কাঁধে চোট পান মাহমুদউল্লাহ। ব্যাটিংয়ে রান নেওয়ার সময় ডাইভ দিতে গিয়ে চোট পেয়েছিলেন। চলতি বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে ৮ ম্যাচ খেলে ৭ ইনিংসে সর্বোচ্চ ৩২৮ রান মাহমুদউল্লাহর। নজরকাড়া গড় ৫৪.৬৬, স্ট্রাইক রেট ৯১.৬২।
নিজেদের মাঠে দুই টেস্টের সিরিজের পর আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। কিউইদের বিপক্ষে ১৭, ২০ ও ২৩ ডিসেম্বর ওয়ানডে ম্যাচগুলো খেলবে বাংলাদেশ। ৩ টি-টোয়েন্টি খেলবে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর।
অনেক আলোচনার পর বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দুর্দান্ত পারফরম্যান্স করে অনেক কিছুর জবাবও দিয়েছেন এই অলরাউন্ডার। তাঁকে ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ দলের সেরা পারফরমারই বলা যায়।
তবে বিশ্বকাপ থেকে ফিরে দুঃসংবাদই দিয়েছেন মাহমুদউল্লাহ। পড়েছেন কাঁধের চোটে। আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে তাঁকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র জানিয়েছে, মাহমুদউল্লাহর চোটের যে ধরন, তাতে পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে।
যদিও মাহমুদউল্লাহর চোট নিয়ে প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী কথা বলতে চাইলেন না। তিনি বলেছেন, ‘আমি এ ব্যাপারে কিছু বলতে পারব না। যা বলার বোর্ডকে বলেছি। তারা বলবেন।’
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু অবশ্য জানিয়েছেন, কাল স্ক্যানের পর মাহমুদউল্লাহর চোটের অবস্থা জানা যাবে। নান্নু আজকের পত্রিকাকে বলেছেন, ‘নিউজিল্যান্ড সফরে মাহমুদউল্লাকে পাওয়া যাবে কি না, এটা এখন বলা যাচ্ছে না। কাল স্ক্যান রিপোর্ট পেলে তার ওপর নির্ভর করে বোঝা যাবে—সে থাকবে কি থাকবে না। রিপোর্ট পেলে কাল সংবাদমাধ্যমকেও জানিয়ে দেওয়া হবে।’
বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কাঁধে চোট পান মাহমুদউল্লাহ। ব্যাটিংয়ে রান নেওয়ার সময় ডাইভ দিতে গিয়ে চোট পেয়েছিলেন। চলতি বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে ৮ ম্যাচ খেলে ৭ ইনিংসে সর্বোচ্চ ৩২৮ রান মাহমুদউল্লাহর। নজরকাড়া গড় ৫৪.৬৬, স্ট্রাইক রেট ৯১.৬২।
নিজেদের মাঠে দুই টেস্টের সিরিজের পর আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। কিউইদের বিপক্ষে ১৭, ২০ ও ২৩ ডিসেম্বর ওয়ানডে ম্যাচগুলো খেলবে বাংলাদেশ। ৩ টি-টোয়েন্টি খেলবে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৪ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৭ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৮ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৯ ঘণ্টা আগে