অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগেই টিম মিটিংয়ে অ্যালান ডোনাল্ড জানিয়ে দিয়েছেন যে বিশ্বকাপ শেষেই বাংলাদেশ দলের সঙ্গে তাঁর সম্পর্ক শেষ। বিদায় বলতে গিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ডোনাল্ড। এরপর গত পরশু পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ শেষে পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন ডোনাল্ড।
২০২২-এর ১ মার্চ থেকে এ বছরের ১১ নভেম্বর পর্যন্ত ২০ মাস কাজ করেছেন ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার আসার পরই শক্তিশালী হয়ে উঠতে থাকে বাংলাদেশের পেস বোলিং ইউনিট। শরীফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদের মতো তরুণ পেসাররা উঠে এসেছেন। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানরাও নিজেদের হারানো ছন্দ খুঁজে পেয়েছেন। পেসারদের নিয়ে কাজ করলেও ডোনাল্ড যেন পুরো বাংলাদেশ দলকে আপন করে নিয়েছিলেন।যেখানে ডোনাল্ডের সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদের কাজ করার প্রয়োজনই পড়েনি। মাহমুদউল্লাহ ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিন বোলিং করেন। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর আজ এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন, ‘একজন কিংবদন্তি ও ভদ্রলোক। অসাধারণ এক ব্যক্তি। আপনার সঙ্গে কাজ করে ভালো লেগেছে।’
২০১৮ থেকে ২০২১ পর্যন্ত তিন বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন তাসকিন। এরপর যখন তিনি ফিরেছেন, তখন থেকেই দুর্দান্ত খেলছেন। যেখানে ডোনাল্ড দায়িত্ব নেওয়ার পর তাঁর (তাসকিন) দারুণ উন্নতি হয়েছে। ২০২২-এর ১ মার্চ থেকে ২০২৩-এর ১১ নভেম্বর-এই সময়ে বাংলাদেশের পেসারদের মধ্যে ওয়ানডেতে সর্বোচ্চ ৪০ উইকেট পেয়েছেন। গত পরশু অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষেও তাসকিনের কাছে এসেছে ডোনাল্ডের অধীনে বাংলাদেশের পেসারদের পারফরম্যান্সের প্রসঙ্গ।
পুনের মিক্সড জোনে সাংবাদিকদের বলেন, ‘তিনি আমাদের ফাস্ট বোলিং করতে দারুণভাবে সাহায্য করেছেন। ভালো হোক বা খারাপ হোক, সব সময় পাশে থাকতেন। অনুপ্রাণিত করতেন। তাঁর সঙ্গে কাজ করে ব্যক্তিগতভাবে আমি খুব উপভোগ করেছি। তিনি তো চলে গেলেন। পেশাগত জীবন বলতে এটাই। সব কোচই দুই বছর, চার বছর পর যাবেন, আসবেন। তাঁর সামনের দিনগুলোর জন্য শুভকামনা রইল। ভবিষ্যতে আরও ভালো বোলিং কোচের আশায় রইলাম।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগেই টিম মিটিংয়ে অ্যালান ডোনাল্ড জানিয়ে দিয়েছেন যে বিশ্বকাপ শেষেই বাংলাদেশ দলের সঙ্গে তাঁর সম্পর্ক শেষ। বিদায় বলতে গিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ডোনাল্ড। এরপর গত পরশু পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ শেষে পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন ডোনাল্ড।
২০২২-এর ১ মার্চ থেকে এ বছরের ১১ নভেম্বর পর্যন্ত ২০ মাস কাজ করেছেন ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার আসার পরই শক্তিশালী হয়ে উঠতে থাকে বাংলাদেশের পেস বোলিং ইউনিট। শরীফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদের মতো তরুণ পেসাররা উঠে এসেছেন। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানরাও নিজেদের হারানো ছন্দ খুঁজে পেয়েছেন। পেসারদের নিয়ে কাজ করলেও ডোনাল্ড যেন পুরো বাংলাদেশ দলকে আপন করে নিয়েছিলেন।যেখানে ডোনাল্ডের সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদের কাজ করার প্রয়োজনই পড়েনি। মাহমুদউল্লাহ ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিন বোলিং করেন। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর আজ এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন, ‘একজন কিংবদন্তি ও ভদ্রলোক। অসাধারণ এক ব্যক্তি। আপনার সঙ্গে কাজ করে ভালো লেগেছে।’
২০১৮ থেকে ২০২১ পর্যন্ত তিন বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন তাসকিন। এরপর যখন তিনি ফিরেছেন, তখন থেকেই দুর্দান্ত খেলছেন। যেখানে ডোনাল্ড দায়িত্ব নেওয়ার পর তাঁর (তাসকিন) দারুণ উন্নতি হয়েছে। ২০২২-এর ১ মার্চ থেকে ২০২৩-এর ১১ নভেম্বর-এই সময়ে বাংলাদেশের পেসারদের মধ্যে ওয়ানডেতে সর্বোচ্চ ৪০ উইকেট পেয়েছেন। গত পরশু অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষেও তাসকিনের কাছে এসেছে ডোনাল্ডের অধীনে বাংলাদেশের পেসারদের পারফরম্যান্সের প্রসঙ্গ।
পুনের মিক্সড জোনে সাংবাদিকদের বলেন, ‘তিনি আমাদের ফাস্ট বোলিং করতে দারুণভাবে সাহায্য করেছেন। ভালো হোক বা খারাপ হোক, সব সময় পাশে থাকতেন। অনুপ্রাণিত করতেন। তাঁর সঙ্গে কাজ করে ব্যক্তিগতভাবে আমি খুব উপভোগ করেছি। তিনি তো চলে গেলেন। পেশাগত জীবন বলতে এটাই। সব কোচই দুই বছর, চার বছর পর যাবেন, আসবেন। তাঁর সামনের দিনগুলোর জন্য শুভকামনা রইল। ভবিষ্যতে আরও ভালো বোলিং কোচের আশায় রইলাম।’
প্রথমবারের এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। যদিও এখনো দল চূড়ান্ত হয়নি। সে লক্ষ্য হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে ট্রায়াল। ৬৩০ খেলোয়াড়ের মধ্যে প্রাথমিকভাবে ৫৩ জনকে বাছাই করা হয়েছে। যা পরে নামিয়ে আনা হবে ১৪ তে। এর মধ্যে ফুটসালে হেড কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। দায়িত্ব পেয়েছেন ইরানের সাঈদ খোদারাহমি
২৩ মিনিট আগেমাঠ হোক বা মাঠের বাইরে—যেকোনো কিছুতেই নেইমারকে নিয়ে এখন চলে কথাবার্তা। আলোচনায় থাকতেই যে তিনি বেশি পছন্দ করেন। এবার তিনি ‘ব্যাটম্যান’ সিনেমার সেই বিখ্যাত ব্যাটমোবাইল গাড়ি কিনেছেন ২৫ কোটি টাকা খরচ করে।
৪৪ মিনিট আগেমোস্তাফিজুর রহমানের বোলিংয়ে রীতিমতো খাবি খাচ্ছে পাকিস্তান। মিরপুর শেরেবাংলায় তাঁর স্লোয়ার-কাটারে বিভ্রান্ত হচ্ছেন পাকিস্তানি ব্যাটাররা। ছন্দে থাকা বাংলাদেশের এই বাঁহাতি পেসার গড়ে চলেছেন একাধিক রেকর্ড। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি হাতেনাতে।
২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই আন্দ্রে রাসেল জানিয়েছিলেন, সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ। জ্যামাইকায় বাংলাদেশ সময় আজ সকালে তাঁর বিদায়বেলায় গার্ড অব অনার দেন ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
৩ ঘণ্টা আগে