ওপরে আল্লাহ আছেন, মাহমুদউল্লাহর উদ্যাপন
কাগিসো রাবাদার বলে অন সাইডে ২ রান নিয়ে মাহমুদউল্লাহ পৌঁছালেন ৯৯ রানে। পরের শর্ট বলে ফাইন লেগে খেলে সিঙ্গেলে তিনি পৌঁছে গেলেন সেঞ্চুরিতে! জানতেন, এই সেঞ্চুরি দলের জয় এনে দিচ্ছে না। তবু লাফ দিয়ে উদ্যাপন করেছেন, এরপর ড্রেসিংরুমের দিকে আঙুল দিয়ে ইশারা করেছেন ওপরের দিকে। দিয়েছেন সিজদা। মাহমুদউল্লাহর এই