Ajker Patrika

তামিমের রেকর্ড ভেঙে বাংলাদেশকে টানছেন মাহমুদউল্লাহ

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ২১: ৫৮
তামিমের রেকর্ড ভেঙে বাংলাদেশকে টানছেন মাহমুদউল্লাহ

গত এশিয়া কাপে দর্শক হয়ে ছিলেন। বিশ্বকাপেও জায়গা পাওয়া নিয়ে ছিল সংশয়। সেই সংশয় কাটিয়ে দলে জায়গা পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদই এখন পর্যন্ত চলতি বিশ্বকাপের সেরা পারফরমার। 

আজ যখন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩৮৩ রানের লক্ষ্য তাড়া করে ধুঁকছে বাংলাদেশ, সেই কঠিন সময়ে আরেকবার দাঁড়িয়ে গেলেন মাহমুদউল্লাহ। দলীয় ৪২ রানে চতুর্থ উইকেট হিসেবে মুশফিকুর রহিম ফেরার পর মাঠে নামেন এই মিডল অর্ডার ব্যাটার। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮.২ ওভারে ৬ উইকেটে ১২২ রান করেছে বাংলাদেশ। তার মধ্যে ৩৯ রানই মাহমুদউল্লাহর। তাঁকে সঙ্গ দিচ্ছেন নাসুম আহমেদ (১৯)। আগের দুই ম্যাচে নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে যথাক্রমে ৪১* ও ৪৬ রানের ইনিংস খেলেছিলেন মাহমুদউল্লাহ। 

আজও ত্রিশোর্ধ্ব ইনিংস খেলার পথে নতুন এক মাইলফলকে পা রাখলেন মাহমুদউল্লাহ। তামিম ইকবালকে টপকে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশিদের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনে উঠে এলেন তিনি। ২৯ ইনিংসের তামিমের রান ৭১৮ আর ২১ ইনিংসে ৭৪১*। এই তালিকায় ১২০২ রান নিয়ে সাকিব আল হাসান শীর্ষে। মুশফিকের রান ১০৪২।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত