ক্রীড়া ডেস্ক
জয়ের রেশ নিয়ে ধর্মশালায় দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে মুদ্রার উল্টো পিঠ দেখেছে বাংলাদেশ। একই মাঠে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জিতলেও ইংল্যান্ডের কাছে গতকাল ১৩৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে।
ম্যাচে জয়-পরাজয় স্বাভাবিক ব্যাপার হলেও ব্যাটিং পিচে বাংলাদেশের এমন পরাজয়ে কিছু প্রশ্ন উঠেছে। ক্রিকইনফোর ম্যাচ-পরবর্তী আলোচনায় তেমনি কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছেন ওয়াসিম জাফর। ক্রীড়া ওয়েবসাইটটির ক্রিকেট বিশ্লেষকের মতে, মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দেওয়াটা ছিল অবাক করার মতো ঘটনা।
মাহমুদউল্লাহকে বাদ দেওয়ার বিষয়টি বুঝতে পারছেন না বলে জানিয়েছেন জাফর। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক এই পরামর্শক কোচ বলেছেন, ‘টসের সিদ্ধান্তটা বুঝতে পেরেছি। তারা আগের ম্যাচেও আফগানিস্তানের বিপক্ষে বোলিং করেছে। মাঠে কিছুটা আদ্রর্তার কথা হয়তো ভেবেছিল। দিনের ম্যাচে আপনিও উইকেটে কিছুটা আর্দ্রতার আশা করতেই পারেন। বাংলাদেশের দুর্দান্ত এক পেস বোলিং আক্রমণ রয়েছে। তাই বুঝতে পেরেছি। তবে রিয়াদকে বাদ দেওয়ায় অবাক হয়েছি। ইংল্যান্ডের একাদশে বেশির ভাগ ব্যাটার ডানহাতি। এমন দলের বিপরীতে অফ স্পিনার একাদশে নিয়েছে তারা। মাঠও ছোট ছিল। এমন সিদ্ধান্তে অবাক হয়েছি।’
আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেললেও ব্যাটিং করার সুযোগ পাননি মাহমুদউল্লাহ। গতকাল তো তাঁকে একাদশেই রাখেনি বাংলাদেশ। তাঁর পরিবর্তে সুযোগ পাওয়া শেখ মেহেদী হাসান অবশ্য ভালোই করেছেন, ৭১ রানে ৪ উইকেট নিয়ে দলের সেরা বোলার তিনি। তবু কৌশলের দিক থেকে মেহেদীকে নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াসিম। ব্যাটিং অর্ডারের পরিবর্তনকেও বাংলাদেশের হারের কারণ হিসেবে দেখছেন ভারতের সাবেক ব্যাটার।
জয়ের রেশ নিয়ে ধর্মশালায় দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে মুদ্রার উল্টো পিঠ দেখেছে বাংলাদেশ। একই মাঠে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জিতলেও ইংল্যান্ডের কাছে গতকাল ১৩৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে।
ম্যাচে জয়-পরাজয় স্বাভাবিক ব্যাপার হলেও ব্যাটিং পিচে বাংলাদেশের এমন পরাজয়ে কিছু প্রশ্ন উঠেছে। ক্রিকইনফোর ম্যাচ-পরবর্তী আলোচনায় তেমনি কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছেন ওয়াসিম জাফর। ক্রীড়া ওয়েবসাইটটির ক্রিকেট বিশ্লেষকের মতে, মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দেওয়াটা ছিল অবাক করার মতো ঘটনা।
মাহমুদউল্লাহকে বাদ দেওয়ার বিষয়টি বুঝতে পারছেন না বলে জানিয়েছেন জাফর। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক এই পরামর্শক কোচ বলেছেন, ‘টসের সিদ্ধান্তটা বুঝতে পেরেছি। তারা আগের ম্যাচেও আফগানিস্তানের বিপক্ষে বোলিং করেছে। মাঠে কিছুটা আদ্রর্তার কথা হয়তো ভেবেছিল। দিনের ম্যাচে আপনিও উইকেটে কিছুটা আর্দ্রতার আশা করতেই পারেন। বাংলাদেশের দুর্দান্ত এক পেস বোলিং আক্রমণ রয়েছে। তাই বুঝতে পেরেছি। তবে রিয়াদকে বাদ দেওয়ায় অবাক হয়েছি। ইংল্যান্ডের একাদশে বেশির ভাগ ব্যাটার ডানহাতি। এমন দলের বিপরীতে অফ স্পিনার একাদশে নিয়েছে তারা। মাঠও ছোট ছিল। এমন সিদ্ধান্তে অবাক হয়েছি।’
আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেললেও ব্যাটিং করার সুযোগ পাননি মাহমুদউল্লাহ। গতকাল তো তাঁকে একাদশেই রাখেনি বাংলাদেশ। তাঁর পরিবর্তে সুযোগ পাওয়া শেখ মেহেদী হাসান অবশ্য ভালোই করেছেন, ৭১ রানে ৪ উইকেট নিয়ে দলের সেরা বোলার তিনি। তবু কৌশলের দিক থেকে মেহেদীকে নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াসিম। ব্যাটিং অর্ডারের পরিবর্তনকেও বাংলাদেশের হারের কারণ হিসেবে দেখছেন ভারতের সাবেক ব্যাটার।
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
২৬ মিনিট আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
২ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
২ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
২ ঘণ্টা আগে