Ajker Patrika

সাকিবের কাছে মাহমুদউল্লাহর বিষয়টি অপ্রাসঙ্গিক

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১০: ২৩
সাকিবের কাছে মাহমুদউল্লাহর বিষয়টি অপ্রাসঙ্গিক

শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ম্যাচটি ছিল বাঁচামরার। জিততে পারলে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনাল খেলার সুযোগ থাকত। তবে সেই সুযোগ আর নেই। গতকাল শ্রীলঙ্কার কাছে ২১ রানে হেরে যাওয়ায়।

২৫৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরুর পরও শেষে ফিনিশিংয়ের অভাবে ম্যাচ জেতা হয়নি বাংলাদেশের। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচ জিতিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাই এভাবে ম্যাচ হারায় স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তিনি দলে থাকলে বাংলাদেশ জিততে পারত কি না।

গতকাল সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহর বিষয়ে সরাসরি এমন কোনো প্রশ্ন না হলেও অভিজ্ঞ ব্যাটারের জায়গায় যাঁরা খেলেছেন, তাতে বাংলাদেশ সন্তুষ্ট কি না, তা জানতে চাওয়া হয়েছিল সাকিব আল হাসানের কাছে। তবে মাহমুদউল্লাহর বিষয়টি অপ্রাসঙ্গিক বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, ‘সর্বশেষ তিন সিরিজে রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) ছিলেন না। তখন আপনারা এসব কথা বলেছেন কি না, জানি না। কিন্তু এখন বলছেন। আমার মনে হয় বিষয়টা অপ্রাসঙ্গিক। তাঁর জায়গায় দলে এসেছিল তাওহীদ হৃদয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত