Ajker Patrika

অপেক্ষা ফুরোল মাহমুদউল্লাহর 

অপেক্ষা ফুরোল মাহমুদউল্লাহর 

আন্তর্জাতিক ক্রিকেটে মাহমুদউল্লাহ রিয়াদের ফেরা নিয়ে অনেক দিন ধরেই ছিল অনিশ্চয়তা। সে অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে ফিরেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে। সেই সিরিজে রেকর্ডও করে ফেলেছেন তিনি। 

বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু হয়েছে ২১ সেপ্টেম্বর। মিরপুরে প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেস্তে গেছে, বাংলাদেশও ব্যাটিংয়ের সুযোগ পায়নি। এরপর ২৩ সেপ্টেম্বর একই মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাহমুদউল্লাহ করেছেন ৪৯ রান। তাতে ওয়ানডেতে বাংলাদেশি ব্যাটারের স্কোর হয় ৪৯৯৯ রান। সেই মিরপুরেই আজ অপেক্ষা ফুরোল মাহমুদউল্লাহর। ইনিংসের ১৬ তম ওভারের শেষ বলে লকি ফার্গুসনকে পয়েন্টে ঠেলে নিয়েছেন ১ রান। ওয়ানডেতে বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে ৫০০০ রান করে ফেলেছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশি এই ব্যাটারের লেগেছে ২২১ ম্যাচ আর ইনিংসের হিসাবে ১৯২ তম ইনিংস। মাহমুদউল্লাহর আগে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম-এই তিন বাংলাদেশি ওয়ানডেতে ৫০০০ রান করেছেন। 

তৃতীয় ওয়ানডেতে আজ মাহমুদউল্লাহ ২৭ বলে ২১ রান করে আউট হয়েছেন। তাতে ওয়ানডেতে তাঁর রান ৫০২০। আর আন্তর্জাতিক ক্রিকেটে মাহমুদউল্লার রান ১০০৫৬। ৮৩৫৭ রান করে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ওয়ানডেতে সর্বোচ্চ রানসংগ্রাহক তামিম ইকবাল। তিনি খেলেছেন ২৪৩ ওয়ানডে। ৭৪০৬ রান করে এই তালিকায় দ্বিতীয় মুশফিকুর রহিম। ৭৩৮৪ রান করে তৃতীয় সাকিব আল হাসান। তামিম, সাকিবের কেউই খেলছেন না আজ। আর মুশফিক ১৮ রান করে আউট হয়েছেন। 

ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ চার রানসংগ্রাহক: 
তামিম ইকবাল: ২৪৩ ম্যাচ; ৮৩৫৭ রান
মুশফিকুর রহিম: ২৫৬ ম্যাচ; ৭৪০৬ রান 
সাকিব আল হাসান: ২৪০ ম্যাচ; ৭৩৮৪ রান 
মাহমুদুল্লাহ রিয়াদ: ২২১ ম্যাচ; ৫০১১ রান

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত