ক্রীড়া ডেস্ক
বয়স ও ছন্দহীনতার অজুহাত দেখিয়ে বাংলাদেশ দল একের পর এক সিরিজে বসিয়ে রেখেছিল মাহমুদউল্লাহ রিয়াদকে। এতে করে বিশ্বকাপে সুযোগ পাবেন কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য সুযোগ পেয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।
বিশ্বকাপে সুযোগ পেয়েই প্রায় বাতিলের খাতায় ফেলে দেওয়া কর্তাব্যক্তিদের ব্যাটে জবাব দিচ্ছেন মাহমুদউল্লাহ। বয়স ৩৭ হওয়ায় শেষটাও রাঙাচ্ছেন দুর্দান্তভাবে। বিশ্বকাপে তাঁকে এভাবে ফিরে পেতে অনেকেই অনুপ্রেরণা জুগিয়েছেন। সেই অনুপ্রেরণা জোগানোর তালিকায় আছেন বাংলাদেশি ব্যাটারের ছেলে রাইদও।
মাহমুদউল্লাহকে কীভাবে রাইদ অনুপ্রেরণা জুগিয়েছেন তার একটি ভিডিও বাংলাদেশের টিম মিটিংয়ে দেখানো হয়েছে। ভিডিও বার্তায় রাইদ বলেছেন, ‘জানি এবারের বিশ্বকাপকে তুমি স্পেশাল করে রাখতে চাও। বিশ্বাস করি তুমি পারবে। শুভকামনা, তুমি আমার নায়ক।’ সতীর্থদের সঙ্গে ভিডিও দেখার সময় মাহমুদউল্লাহ ছেলের উদ্দেশে উড়ন্ত চুমু দিয়েছেন।
মাহমুদউল্লাহর ছেলের তৈরি ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন বাংলাদেশি ব্যাটারের স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টিও। ভিডিওতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করা মাহমুদউল্লাহর সেঞ্চুরি উদ্যাপনের মুহূর্তও ধারণ করা হয়েছে। এবারের বিশ্বকাপে সতীর্থরা যখন ব্যর্থ, তখন দুর্দান্ত ছন্দে তিনি। ৬ ম্যাচে ২৭৪ রান নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তুলে নিয়েছেন বিশ্বকাপ ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরিও।
তবে মাহমুদউল্লাহ নিজে দুর্দান্ত খেললেও বাংলাদেশের পারফরম্যান্স হতাশার। সবার আগে টুর্নামেন্ট থেকে ছিটকে তো গেছেই, এখন শঙ্কা জেগেছে আগামী চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ পাবেন কিনা সাকিব আল হাসানরা। সুযোগ পেতে হলে পরের দুই ম্যাচেই জিততে হবে। সঙ্গে অন্যদের অমঙ্গল কামনা করতে হবে। কেননা, বিশ্বকাপের পয়েন্ট তালিকায় শীর্ষ ৮ দলের মধ্যে থাকতে হবে। বর্তমানে ৭ ম্যাচে ২ পয়েন্টে ৯ নম্বরে। রাইদ বাবাকে অনুপ্রেরণা জুগিয়েছেন, এবার চাচ্চুদের জোগাতে পারেন কি না, সেটাই দেখার বিষয়!
বয়স ও ছন্দহীনতার অজুহাত দেখিয়ে বাংলাদেশ দল একের পর এক সিরিজে বসিয়ে রেখেছিল মাহমুদউল্লাহ রিয়াদকে। এতে করে বিশ্বকাপে সুযোগ পাবেন কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য সুযোগ পেয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।
বিশ্বকাপে সুযোগ পেয়েই প্রায় বাতিলের খাতায় ফেলে দেওয়া কর্তাব্যক্তিদের ব্যাটে জবাব দিচ্ছেন মাহমুদউল্লাহ। বয়স ৩৭ হওয়ায় শেষটাও রাঙাচ্ছেন দুর্দান্তভাবে। বিশ্বকাপে তাঁকে এভাবে ফিরে পেতে অনেকেই অনুপ্রেরণা জুগিয়েছেন। সেই অনুপ্রেরণা জোগানোর তালিকায় আছেন বাংলাদেশি ব্যাটারের ছেলে রাইদও।
মাহমুদউল্লাহকে কীভাবে রাইদ অনুপ্রেরণা জুগিয়েছেন তার একটি ভিডিও বাংলাদেশের টিম মিটিংয়ে দেখানো হয়েছে। ভিডিও বার্তায় রাইদ বলেছেন, ‘জানি এবারের বিশ্বকাপকে তুমি স্পেশাল করে রাখতে চাও। বিশ্বাস করি তুমি পারবে। শুভকামনা, তুমি আমার নায়ক।’ সতীর্থদের সঙ্গে ভিডিও দেখার সময় মাহমুদউল্লাহ ছেলের উদ্দেশে উড়ন্ত চুমু দিয়েছেন।
মাহমুদউল্লাহর ছেলের তৈরি ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন বাংলাদেশি ব্যাটারের স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টিও। ভিডিওতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করা মাহমুদউল্লাহর সেঞ্চুরি উদ্যাপনের মুহূর্তও ধারণ করা হয়েছে। এবারের বিশ্বকাপে সতীর্থরা যখন ব্যর্থ, তখন দুর্দান্ত ছন্দে তিনি। ৬ ম্যাচে ২৭৪ রান নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তুলে নিয়েছেন বিশ্বকাপ ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরিও।
তবে মাহমুদউল্লাহ নিজে দুর্দান্ত খেললেও বাংলাদেশের পারফরম্যান্স হতাশার। সবার আগে টুর্নামেন্ট থেকে ছিটকে তো গেছেই, এখন শঙ্কা জেগেছে আগামী চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ পাবেন কিনা সাকিব আল হাসানরা। সুযোগ পেতে হলে পরের দুই ম্যাচেই জিততে হবে। সঙ্গে অন্যদের অমঙ্গল কামনা করতে হবে। কেননা, বিশ্বকাপের পয়েন্ট তালিকায় শীর্ষ ৮ দলের মধ্যে থাকতে হবে। বর্তমানে ৭ ম্যাচে ২ পয়েন্টে ৯ নম্বরে। রাইদ বাবাকে অনুপ্রেরণা জুগিয়েছেন, এবার চাচ্চুদের জোগাতে পারেন কি না, সেটাই দেখার বিষয়!
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৪ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৭ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৮ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৯ ঘণ্টা আগে