Ajker Patrika

‘মাহমুদউল্লাহ-মুশফিকের পারফরম্যান্স তরুণদের জন্য অনুপ্রেরণার’

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ৩৭
Thumbnail image

মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ—বাংলাদেশের জার্সিতে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন তাঁরা খেলেছেন ২০২২-এর ১ সেপ্টেম্বর। টি-টোয়েন্টির চাহিদা অনুযায়ী ইনিংস খেলতে পারেন না বলে দুজনেই পড়েন সমালোচনার মুখে। মুশফিক তো আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরেই গেলেন। অন্যদিকে মাহমুদউল্লাহ ব্রাত্য। 

বাংলাদেশের অন্যতম দুই তারকা ক্রিকেটার মুশফিক, মাহমুদউল্লাহ ২০২৪ বিপিএলে খেলছেন ফরচুন বরিশালের হয়ে। মুশফিক ও মাহমুদউল্লাহর বয়স ৩৬ ও ৩৭ বছর। ৫ ম্যাচে ২০২ রান করে এবারের বিপিএলে সর্বোচ্চ রানসংগ্রাহক মুশফিক। করেছেন ২ ফিফটি। গড় ৫০.৫০ ও স্ট্রাইকরেট ১৩৩.৭৭। তামিমকে ছাড়িয়ে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ ৩০৮৪ রান করেছেন মুশফিক। অন্যদিকে মুশফিকের চেয়ে মাহমুদউল্লাহ প্রায় ১০০-এর মতো কম রান করেছেন। ৫ ম্যাচে করেন ১০৪ রান। গড় ও স্ট্রাইকরেট ৩৪.৬৭ ও স্ট্রাইকরেট ১৬৫.০৭। ‘বয়স যে শুধুই একটি সংখ্যা’—বহু পুরোনো এই প্রবাদটিই যেন মনে করিয়ে দিচ্ছেন বাংলাদেশের অভিজ্ঞ এই দুই ক্রিকেটার। এবারের বিপিএলে দুর্দান্ত ঢাকার কোচের দায়িত্বে থাকা খালেদ মাহমুদ সুজন যেন তাই বোঝাতে চাই। সিলেটে আজ সংবাদমাধ্যমকে সুজন বলেন, ‘মুশফিক-রিয়াদের পারফরম্যান্স আমাদের ছোটদের জন্য সাহস জোগাতে পারে। বড় ভাইরা যদি এভাবে খেলতে পারে, এটা সবার জন্য শিক্ষা হতে পারে।’ 

বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান করেন মুশফিকুর রহিম। ছবি: আজকের পত্রিকা ২০২৩ বিশ্বকাপ থেকেই মাহমুদউল্লাহ আছেন দারুণ ছন্দে। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে ৮ ম্যাচে ৫৪.৬৭ গড় ও ৯১.৬২ স্ট্রাইকরেটে করেন ৩২৮ রান। যা গত বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান। ১টি করে সেঞ্চুরি ও ফিফটি ছিল তাঁর। এবারের বিপিএলে তাঁর ১৬৫.০৭ স্ট্রাইকরেটে বোঝা যায়, টি-টোয়েন্টিতেও তাঁর ঝোড়ো ইনিংস খেলার সামর্থ্য রয়েছে। যার মধ্যে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে গত পরশু ২৪ বলে করেন ৫১ রান। অন্যদিকে ১ জুন শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মাহমুদউল্লাহকে সেই বিশ্বকাপের দলেও চিন্তা করছেন সুজন, ‘রিয়াদের যে অভিজ্ঞতা বা যে ছন্দে আছে, তার পজিশনে তাকে চ্যালেঞ্জ করার মতো প্লেয়ার আর নাই। অবশ্যই রিয়াদ অটোচয়েজ হতে পারে বিশ্বকাপের দলে। সেভাবেই চিন্তা করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত