Ajker Patrika

মুশফিক-মাহমুদউল্লাহকে শিরোপা উৎসর্গ তামিমের

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০১ মার্চ ২০২৪, ২৩: ৫৩
মুশফিক-মাহমুদউল্লাহকে শিরোপা উৎসর্গ তামিমের

খেলোয়াড় হিসেবে আগেও বিপিএল শিরোপা জিতেছেন তামিম ইকবাল। তাই শিরোপার আনন্দটা তার কাছে নতুন কিছু নয়। আক্ষেপটা যাঁদের, তাঁদেরকেই শিরোপা উৎসর্গ করলেন এবারের বিপিএল জয়ী ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ভাগ করে দিলেন কৃতিত্বটাও। 

কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৬ উইকেটে হারিয়ে বিপিএলের প্রথম শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। ব্যাটিংয়ে সর্বোচ্চ রান আর নেতৃত্বগুণে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। যদিও তামিমের দাবি, এই শিরোপা জিততে খুব বেশি খাটতে হয়নি তাঁকে। 

তামিম কৃতিত্বটা ভাগ করে দিয়েছেন তাঁর অভিজ্ঞ সতীর্থ মুশফিকুর রহিমকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বরিশাল অধিনায়ক মঞ্চে ডেকে নেন মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদকে। মুশফিককে উদ্দেশ্য করে তামিম বলেছেন, ‘মুশি মাঠে বিরাট কাজ করেছে। সে সব সময় ফিল্ডার পাল্টেছে। এটা তারই ট্রফি। আমি অধিনায়ক হওয়ার কারণে কৃতিত্বটা দেওয়া হচ্ছে। এই ধরনের টুর্নামেন্টে অনেক চাপ থাকে। মুশি আমার থেকে চাপ দূর করেছে। এটা মুশি, রিয়াদসহ (মাহমুদউল্লাহ) বাকিদের ছাড়া সম্ভব হতো না।’ 

ক্যারিয়ারের সায়াহ্নে এসে প্রথমবারের মতো বিপিএলের স্বাদ পেলেন মুশফিক ও মাহমুদউল্লাহ। এর আগে দুইবার ফাইনাল খেলেও শিরোপা জেতা হয়নি অভিজ্ঞ দুই ক্রিকেটারের। শিরোপাটা তাই তাঁদেরকেই উৎসর্গ করেছেন তামিম, ‘এই শিরোপা আমি তাদের (মুশফিক-মাহমুদউল্লাহ) উৎসর্গ করছি। এটা মুশি, রিয়াদসহ (মাহমুদউল্লাহ) বাকিদের ছাড়া সম্ভব হতো না।’ 

তামিমকে প্রশংসায় ভাসিয়েছেন মুশফিক-মাহমুদউল্লাহও। মুশফিক বলেন, ‘এটা আমার তৃতীয় ফাইনাল এবং প্রথমবার জিতলাম। খুব ভালো নেতৃত্ব দেওয়ার জন্য তামিমকে ধন্যবাদ।’ মাহমুদউল্লাহর কথা, ‘সত্যি খুব ভালো অনুভূতি হচ্ছে। সবার প্রথমে আমি তামিমকে ধন্যবাদ দিতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত