খেলোয়াড় হিসেবে আগেও বিপিএল শিরোপা জিতেছেন তামিম ইকবাল। তাই শিরোপার আনন্দটা তার কাছে নতুন কিছু নয়। আক্ষেপটা যাঁদের, তাঁদেরকেই শিরোপা উৎসর্গ করলেন এবারের বিপিএল জয়ী ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ভাগ করে দিলেন কৃতিত্বটাও।
কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৬ উইকেটে হারিয়ে বিপিএলের প্রথম শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। ব্যাটিংয়ে সর্বোচ্চ রান আর নেতৃত্বগুণে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। যদিও তামিমের দাবি, এই শিরোপা জিততে খুব বেশি খাটতে হয়নি তাঁকে।
তামিম কৃতিত্বটা ভাগ করে দিয়েছেন তাঁর অভিজ্ঞ সতীর্থ মুশফিকুর রহিমকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বরিশাল অধিনায়ক মঞ্চে ডেকে নেন মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদকে। মুশফিককে উদ্দেশ্য করে তামিম বলেছেন, ‘মুশি মাঠে বিরাট কাজ করেছে। সে সব সময় ফিল্ডার পাল্টেছে। এটা তারই ট্রফি। আমি অধিনায়ক হওয়ার কারণে কৃতিত্বটা দেওয়া হচ্ছে। এই ধরনের টুর্নামেন্টে অনেক চাপ থাকে। মুশি আমার থেকে চাপ দূর করেছে। এটা মুশি, রিয়াদসহ (মাহমুদউল্লাহ) বাকিদের ছাড়া সম্ভব হতো না।’
ক্যারিয়ারের সায়াহ্নে এসে প্রথমবারের মতো বিপিএলের স্বাদ পেলেন মুশফিক ও মাহমুদউল্লাহ। এর আগে দুইবার ফাইনাল খেলেও শিরোপা জেতা হয়নি অভিজ্ঞ দুই ক্রিকেটারের। শিরোপাটা তাই তাঁদেরকেই উৎসর্গ করেছেন তামিম, ‘এই শিরোপা আমি তাদের (মুশফিক-মাহমুদউল্লাহ) উৎসর্গ করছি। এটা মুশি, রিয়াদসহ (মাহমুদউল্লাহ) বাকিদের ছাড়া সম্ভব হতো না।’
তামিমকে প্রশংসায় ভাসিয়েছেন মুশফিক-মাহমুদউল্লাহও। মুশফিক বলেন, ‘এটা আমার তৃতীয় ফাইনাল এবং প্রথমবার জিতলাম। খুব ভালো নেতৃত্ব দেওয়ার জন্য তামিমকে ধন্যবাদ।’ মাহমুদউল্লাহর কথা, ‘সত্যি খুব ভালো অনুভূতি হচ্ছে। সবার প্রথমে আমি তামিমকে ধন্যবাদ দিতে চাই।’
খেলোয়াড় হিসেবে আগেও বিপিএল শিরোপা জিতেছেন তামিম ইকবাল। তাই শিরোপার আনন্দটা তার কাছে নতুন কিছু নয়। আক্ষেপটা যাঁদের, তাঁদেরকেই শিরোপা উৎসর্গ করলেন এবারের বিপিএল জয়ী ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ভাগ করে দিলেন কৃতিত্বটাও।
কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৬ উইকেটে হারিয়ে বিপিএলের প্রথম শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। ব্যাটিংয়ে সর্বোচ্চ রান আর নেতৃত্বগুণে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। যদিও তামিমের দাবি, এই শিরোপা জিততে খুব বেশি খাটতে হয়নি তাঁকে।
তামিম কৃতিত্বটা ভাগ করে দিয়েছেন তাঁর অভিজ্ঞ সতীর্থ মুশফিকুর রহিমকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বরিশাল অধিনায়ক মঞ্চে ডেকে নেন মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদকে। মুশফিককে উদ্দেশ্য করে তামিম বলেছেন, ‘মুশি মাঠে বিরাট কাজ করেছে। সে সব সময় ফিল্ডার পাল্টেছে। এটা তারই ট্রফি। আমি অধিনায়ক হওয়ার কারণে কৃতিত্বটা দেওয়া হচ্ছে। এই ধরনের টুর্নামেন্টে অনেক চাপ থাকে। মুশি আমার থেকে চাপ দূর করেছে। এটা মুশি, রিয়াদসহ (মাহমুদউল্লাহ) বাকিদের ছাড়া সম্ভব হতো না।’
ক্যারিয়ারের সায়াহ্নে এসে প্রথমবারের মতো বিপিএলের স্বাদ পেলেন মুশফিক ও মাহমুদউল্লাহ। এর আগে দুইবার ফাইনাল খেলেও শিরোপা জেতা হয়নি অভিজ্ঞ দুই ক্রিকেটারের। শিরোপাটা তাই তাঁদেরকেই উৎসর্গ করেছেন তামিম, ‘এই শিরোপা আমি তাদের (মুশফিক-মাহমুদউল্লাহ) উৎসর্গ করছি। এটা মুশি, রিয়াদসহ (মাহমুদউল্লাহ) বাকিদের ছাড়া সম্ভব হতো না।’
তামিমকে প্রশংসায় ভাসিয়েছেন মুশফিক-মাহমুদউল্লাহও। মুশফিক বলেন, ‘এটা আমার তৃতীয় ফাইনাল এবং প্রথমবার জিতলাম। খুব ভালো নেতৃত্ব দেওয়ার জন্য তামিমকে ধন্যবাদ।’ মাহমুদউল্লাহর কথা, ‘সত্যি খুব ভালো অনুভূতি হচ্ছে। সবার প্রথমে আমি তামিমকে ধন্যবাদ দিতে চাই।’
ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
১৬ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
১ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগেএম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
৩ ঘণ্টা আগে