খেলোয়াড় হিসেবে আগেও বিপিএল শিরোপা জিতেছেন তামিম ইকবাল। তাই শিরোপার আনন্দটা তার কাছে নতুন কিছু নয়। আক্ষেপটা যাঁদের, তাঁদেরকেই শিরোপা উৎসর্গ করলেন এবারের বিপিএল জয়ী ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ভাগ করে দিলেন কৃতিত্বটাও।
কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৬ উইকেটে হারিয়ে বিপিএলের প্রথম শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। ব্যাটিংয়ে সর্বোচ্চ রান আর নেতৃত্বগুণে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। যদিও তামিমের দাবি, এই শিরোপা জিততে খুব বেশি খাটতে হয়নি তাঁকে।
তামিম কৃতিত্বটা ভাগ করে দিয়েছেন তাঁর অভিজ্ঞ সতীর্থ মুশফিকুর রহিমকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বরিশাল অধিনায়ক মঞ্চে ডেকে নেন মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদকে। মুশফিককে উদ্দেশ্য করে তামিম বলেছেন, ‘মুশি মাঠে বিরাট কাজ করেছে। সে সব সময় ফিল্ডার পাল্টেছে। এটা তারই ট্রফি। আমি অধিনায়ক হওয়ার কারণে কৃতিত্বটা দেওয়া হচ্ছে। এই ধরনের টুর্নামেন্টে অনেক চাপ থাকে। মুশি আমার থেকে চাপ দূর করেছে। এটা মুশি, রিয়াদসহ (মাহমুদউল্লাহ) বাকিদের ছাড়া সম্ভব হতো না।’
ক্যারিয়ারের সায়াহ্নে এসে প্রথমবারের মতো বিপিএলের স্বাদ পেলেন মুশফিক ও মাহমুদউল্লাহ। এর আগে দুইবার ফাইনাল খেলেও শিরোপা জেতা হয়নি অভিজ্ঞ দুই ক্রিকেটারের। শিরোপাটা তাই তাঁদেরকেই উৎসর্গ করেছেন তামিম, ‘এই শিরোপা আমি তাদের (মুশফিক-মাহমুদউল্লাহ) উৎসর্গ করছি। এটা মুশি, রিয়াদসহ (মাহমুদউল্লাহ) বাকিদের ছাড়া সম্ভব হতো না।’
তামিমকে প্রশংসায় ভাসিয়েছেন মুশফিক-মাহমুদউল্লাহও। মুশফিক বলেন, ‘এটা আমার তৃতীয় ফাইনাল এবং প্রথমবার জিতলাম। খুব ভালো নেতৃত্ব দেওয়ার জন্য তামিমকে ধন্যবাদ।’ মাহমুদউল্লাহর কথা, ‘সত্যি খুব ভালো অনুভূতি হচ্ছে। সবার প্রথমে আমি তামিমকে ধন্যবাদ দিতে চাই।’
খেলোয়াড় হিসেবে আগেও বিপিএল শিরোপা জিতেছেন তামিম ইকবাল। তাই শিরোপার আনন্দটা তার কাছে নতুন কিছু নয়। আক্ষেপটা যাঁদের, তাঁদেরকেই শিরোপা উৎসর্গ করলেন এবারের বিপিএল জয়ী ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ভাগ করে দিলেন কৃতিত্বটাও।
কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৬ উইকেটে হারিয়ে বিপিএলের প্রথম শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। ব্যাটিংয়ে সর্বোচ্চ রান আর নেতৃত্বগুণে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। যদিও তামিমের দাবি, এই শিরোপা জিততে খুব বেশি খাটতে হয়নি তাঁকে।
তামিম কৃতিত্বটা ভাগ করে দিয়েছেন তাঁর অভিজ্ঞ সতীর্থ মুশফিকুর রহিমকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বরিশাল অধিনায়ক মঞ্চে ডেকে নেন মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদকে। মুশফিককে উদ্দেশ্য করে তামিম বলেছেন, ‘মুশি মাঠে বিরাট কাজ করেছে। সে সব সময় ফিল্ডার পাল্টেছে। এটা তারই ট্রফি। আমি অধিনায়ক হওয়ার কারণে কৃতিত্বটা দেওয়া হচ্ছে। এই ধরনের টুর্নামেন্টে অনেক চাপ থাকে। মুশি আমার থেকে চাপ দূর করেছে। এটা মুশি, রিয়াদসহ (মাহমুদউল্লাহ) বাকিদের ছাড়া সম্ভব হতো না।’
ক্যারিয়ারের সায়াহ্নে এসে প্রথমবারের মতো বিপিএলের স্বাদ পেলেন মুশফিক ও মাহমুদউল্লাহ। এর আগে দুইবার ফাইনাল খেলেও শিরোপা জেতা হয়নি অভিজ্ঞ দুই ক্রিকেটারের। শিরোপাটা তাই তাঁদেরকেই উৎসর্গ করেছেন তামিম, ‘এই শিরোপা আমি তাদের (মুশফিক-মাহমুদউল্লাহ) উৎসর্গ করছি। এটা মুশি, রিয়াদসহ (মাহমুদউল্লাহ) বাকিদের ছাড়া সম্ভব হতো না।’
তামিমকে প্রশংসায় ভাসিয়েছেন মুশফিক-মাহমুদউল্লাহও। মুশফিক বলেন, ‘এটা আমার তৃতীয় ফাইনাল এবং প্রথমবার জিতলাম। খুব ভালো নেতৃত্ব দেওয়ার জন্য তামিমকে ধন্যবাদ।’ মাহমুদউল্লাহর কথা, ‘সত্যি খুব ভালো অনুভূতি হচ্ছে। সবার প্রথমে আমি তামিমকে ধন্যবাদ দিতে চাই।’
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৩ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে