Ajker Patrika

মাহমুদউল্লাহ কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও দলে রাখার ব্যাখ্যা দিলেন নান্নু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

কদিন আগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদউল্লাহ ‘অটোমেটিক চয়েস’ বলেছিলেন। গতকাল ঘোষিত বিসিবির কেন্দ্রীয় চুক্তির টি-টোয়েন্টি সংস্করণে মাহমুদউল্লাহ না থাকলেও শ্রীলঙ্কা সিরিজের টি-টোয়েন্টি দলে মাহমুদউল্লাহ আছেন। 

মাহমুদউল্লাহ টি-টোয়েন্টি দলে নেই ২০২২ সালের সেপ্টেম্বর থেকে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাননি। গত বছর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিই খেলেননি। কেন্দ্রীয় চুক্তিতে রাখতে হলে সব সময় আগের বছরের পারফরম্যান্সের হিসাব করা হয়। সদ্য বিদায়ী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর ব্যাখ্যায় এ বিষয়টি এল। আজকের পত্রিকাকে তিনি বললেন, ‘গত দুই বছর ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সে ছিল না। শুধু ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স দিয়ে তো কেন্দ্রীয় চুক্তি হয় না। কেন্দ্রীয় চুক্তির হিসাবটা হয় আগের বছর পারফরম্যান্স দিয়ে। আর এই বিপিএলে ভালো খেলছে, রান পাচ্ছে, এ কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে মাহমুদউল্লাহকে রাখা হয়েছে।’ 

এবারের বিপিএলের পারফরম্যান্স দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাঈম শেখ। তাঁর ফেরার ব্যাখ্যায় নান্নু বলছেন, ‘নাঈম শেখ এই বিপিএলে সর্বোচ্চ রানসংগ্রাহক (এখনো পর্যন্ত)। তাঁকে রাখতেই হবে।’ আর বিসিবির কেন্দ্রীয় চুক্তির তিন সংস্করণেই থাকা মেহেদী হাসান মিরাজের টি-টোয়েন্টি দলে না থাকার বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন আরেক নির্বাচক আবদুর রাজ্জাক, ‘একজন অফ স্পিনার আছে, এ কারণে আরেকজন অফ স্পিনার রাখা হয়নি। শেখ মেহেদী ভালো করছে। এ কারণে মিরাজ নেই। আর আলিসের (আলিস আল ইসলাম) মতো একজন রহস্য স্পিনার রেখেছি, বিপিএলে ভালো করছে।’ 

সাকিব আল হাসানের শ্রীলঙ্কা সিরিজে থাকছেন না, সেটি নিয়ে গত কদিন ধরে গুঞ্জন ছিল। তাঁর জায়গায় নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক নির্বাচন করার ব্যাখ্যায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সামনে এনেছিলেন সাকিবের চোখের সমস্যার বিষয়টি। বাঁহাতি অলরাউন্ডার এ কারণে শ্রীলঙ্কা সিরিজে নেই। শ্রীলঙ্কা সিরিজ থেকে বিশ্রাম নিলেও সাকিব অবশ্য চোখের সমস্যা কাটিয়ে বিপিএলে ব্যাটিংয়ে ছন্দ ফিরে পাচ্ছেন। আজও খেলেছেন ৩১ বলে ৬৯ রানের দারুণ এক ইনিংস। সাকিব না থাকায় অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে রাখা হয়েছে টি-টোয়েন্টি দলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত