‘সুন্দর ঘর পাইছি, অহন কইতে পারি আমরা ভূমিহীন না’
‘সুন্দর ঘর পাইছি, জমি পাইছি। অহন কইতে পারি আমরা ভূমিহীন না। যা কোনো দিন স্বপ্নেও দেহি নাই। এর থাইক্যা আনন্দের আর কি আছে? এত দিন আমরা মাইনষের বাড়িতে, অন্যের জমিতে খুপরি বানাইয়্যা থাকতাম। আইজ এহানে তো কাল অন্যহানে। কতজনে কত কথা কইছে।’ এভাবে অনুভূতি প্রকাশ করেন মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে নি