Ajker Patrika

মাদারীপুরে ঘেরে বিষ দিয়ে মাছনিধন

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৪১
মাদারীপুরে ঘেরে বিষ দিয়ে মাছনিধন

মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১৩ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

গত বৃহস্পতিবার কেন্দুয়া ইউনিয়নের পূর্বকলাগাছিয়া গ্রামে কবির মাতুব্বরের মাছের ঘেরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন অভিযুক্ত মাসুদ মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

ঘেরমালিকের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে ঘেরে মাসুদ মোল্লা ও তোরাফ আলী বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে। তবে অভিযোগ অস্বীকার করে মাসুদ মোল্লা বলেছে, ‘ধারের টাকা চাওয়ায় ঘেরমালিক নিজেই বিষ দিয়ে মাছ মেরে ফেলেছেন।’

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার কেন্দুয়া ইউনিয়নের পূর্বকলাগাছিয়া গ্রামের খালপাড়ের মোল্লা ব্রিজ এলাকার কবির মাতুব্বরের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার ভোর ৫টার দিকে কয়েক জন লোককে ঘেরের দক্ষিণপাড় থেকে দৌড়ে পালাতে দেখেন ঘেরের মালিকের ছোট ভাই হাদার মাতুব্বর। বেলা বাড়তে থাকলে ঘেরের মাছ মরে ভেসে উঠতে শুরু করে। এতে প্রায় ১৩ লাখ টাকার মাছ মারা গেছে বলে জানা যায়। ভুক্তভোগী মাদারীপুর সদর থানায় অভিযোগ করেন। পরে মাসুদ মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

ঘেরমালিক কবির মাতুব্বর বলেন, ‘কিছুদিনের মধ্যে মাছ বাজারে বিক্রি করা যেত। পূর্বশত্রুতার জেরে মাসুদ মোল্লা, তোরাফ আলি ঘেরে বিষ দিয়েছেন। এ ঘটনার বিচার চাই।’

অভিযোগ অস্বীকার করে মাসুদ মোল্লা বলেন, ‘কবির মাতুব্বরের কাছে টাকা পাই। সেই টাকা যাতে না দেওয়া লাগে, সে জন্য আমাকে ফাঁসাতে পুকুরে (ঘেরে) নিজেরাই বিষ দিয়েছেন। ঘটনা তদন্ত করা হোক।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসান মিঞা বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে একজনকে থানায় আনা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬২০ টাকায় গরুর মাংস, মাইকিং করেও মিলছে না ক্রেতা

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে পুলিশের সামনেই চড়, সমালোচনার ঝড়

জোটের ভোটেও দলীয় প্রতীক: বিএনপির আপত্তি যে কারণে, এনসিপির উদ্বেগ

ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিলে রাইফেল দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, গ্রেপ্তার ১

চীনা কর্মকাণ্ডের ঝুঁকি ‘সুস্পষ্টভাবে’ বাংলাদেশ সরকার ও সামরিক বাহিনীর কাছে তুলে ধরব: ব্রেন্ট ক্রিস্টেনসেন

এলাকার খবর
Loading...