মাদারীপুর প্রতিনিধি
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘেরের মাছ নিয়ে গেল প্রতিপক্ষের লোকজন। এতে বাধা দিলে হাতবোমা বিস্ফোরণ করে মারধরের অভিযোগ উঠেছে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কলাগাছিয়া গ্রামের কৃষ্ণকান্ত ভক্তের বিরুদ্ধে।
এ বিষয়ে মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন একই ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের সুশীল কির্ত্তনীয়া। গতকাল বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।
মামলার এজাহার ও ভুক্তভোগীর অভিযোগ থেকে জানা যায়, উত্তর কলাগাছিয়া গ্রামে মাছের ঘের করে আসছিলেন সুশীল কির্ত্তনীয়া। কিন্তু ওই জমি নিয়ে মামলা থাকায় কেউই মাছ ভোগ দখল করতে পারছিলেন না। পরে প্রতিপক্ষ কৃষ্ণকান্ত ভক্ত এক লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু সেই টাকা না দেওয়ায় গত ২১ ফেব্রুয়ারি সকালে ১২-১৩ জন লোক নিয়ে এসে ঘেরে জাল দিয়ে সব মাছ নিয়ে যান। এ সময় সুশীল বাধা দিলে কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটান তিনি। এতে সুশীলসহ কয়েকজন আহত হন। এ ঘটনায় ২২ ফেব্রুয়ারি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটি আমলে নিয়ে বিচারক ফয়সাল আল মামুন জেলা গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দেন। এ ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন।
এ ব্যাপারে সুশীল কির্ত্তনীয়া বলেন, ‘আমার কাছে চাঁদা না পেয়ে আদালতের নির্দেশ অমান্য করে ঘেরের সব মাছ ধরে নিয়ে গেছে। আমি মামলা করায় প্রাণনাশের হুমকি দিচ্ছেন তাঁরা।’
অভিযোগের ব্যাপারে কথা বলার জন্য কৃষ্ণকান্ত ভক্তকে বাড়িতে পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, মামলার পর থেকে তাঁরা গা-ঢাকা দিয়েছেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা বলেন, ‘আদালত যে নির্দেশ দেয়, সেটাই বাস্তবায়ন করা হবে। কেউ আইন অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে।’
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘেরের মাছ নিয়ে গেল প্রতিপক্ষের লোকজন। এতে বাধা দিলে হাতবোমা বিস্ফোরণ করে মারধরের অভিযোগ উঠেছে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কলাগাছিয়া গ্রামের কৃষ্ণকান্ত ভক্তের বিরুদ্ধে।
এ বিষয়ে মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন একই ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের সুশীল কির্ত্তনীয়া। গতকাল বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।
মামলার এজাহার ও ভুক্তভোগীর অভিযোগ থেকে জানা যায়, উত্তর কলাগাছিয়া গ্রামে মাছের ঘের করে আসছিলেন সুশীল কির্ত্তনীয়া। কিন্তু ওই জমি নিয়ে মামলা থাকায় কেউই মাছ ভোগ দখল করতে পারছিলেন না। পরে প্রতিপক্ষ কৃষ্ণকান্ত ভক্ত এক লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু সেই টাকা না দেওয়ায় গত ২১ ফেব্রুয়ারি সকালে ১২-১৩ জন লোক নিয়ে এসে ঘেরে জাল দিয়ে সব মাছ নিয়ে যান। এ সময় সুশীল বাধা দিলে কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটান তিনি। এতে সুশীলসহ কয়েকজন আহত হন। এ ঘটনায় ২২ ফেব্রুয়ারি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটি আমলে নিয়ে বিচারক ফয়সাল আল মামুন জেলা গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দেন। এ ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন।
এ ব্যাপারে সুশীল কির্ত্তনীয়া বলেন, ‘আমার কাছে চাঁদা না পেয়ে আদালতের নির্দেশ অমান্য করে ঘেরের সব মাছ ধরে নিয়ে গেছে। আমি মামলা করায় প্রাণনাশের হুমকি দিচ্ছেন তাঁরা।’
অভিযোগের ব্যাপারে কথা বলার জন্য কৃষ্ণকান্ত ভক্তকে বাড়িতে পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, মামলার পর থেকে তাঁরা গা-ঢাকা দিয়েছেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা বলেন, ‘আদালত যে নির্দেশ দেয়, সেটাই বাস্তবায়ন করা হবে। কেউ আইন অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫