ভালোবাসা আর ফাল্গুন মিলেমিশে একাকার
পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস একই দিনে পালিত হচ্ছে সারা দেশে। ‘আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। মধুর অমৃতবাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে’—রাজধানীর পথে-প্রান্তরে কানে বেজে আসছে গানের কথাগুলো।