ঢাবি প্রতিনিধি
পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস একই দিনে পালিত হচ্ছে সারা দেশে। ‘আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। মধুর অমৃতবাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে’—রাজধানীর পথে-প্রান্তরে কানে বেজে আসছে গানের কথাগুলো।
‘এসো মিলি প্রাণের উৎসব’-এ প্রতিপাদ্য সমানে রেখে আজ ১৪ ফেব্রুয়ারি বসন্তকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় সকাল ৭টা থেকে নাচে-গানে মেতে উঠেছেন বসন্তপ্রেমীরা।
আবৃত্তিশিল্পী আহসান উল্লাহ তমাল ও নুসরাত ইয়াসমিন রুম্পার সঞ্চালনায় নীপেন সরকারের বাদ্যযন্ত্র ও চতুরঙ্গীতে রাগাশ্রয়ী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এই উৎসবের শুভসূচনা হয়। বেঙ্গল মিউজিকের শিল্পী লুম্বিনী তালুকদার, অব্যয়, ঋদ্ধি ও স্মরণিকা সাহার দ্রুপত রাগ-বাহারের পরিবেশনায় শুরু হয় উৎসব।
পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে ঘিরে হলুদ পাঞ্জাবি, বাসন্তী শাড়ি পরে, খোঁপায় ফুল দিয়ে পুরো ক্যাম্পাস মুখরিত করে তুলেছেন তরুণ-তরুণীরা। টিএসসি, শহীদ মিনার, হাকিম চত্বর, বটতলা, কার্জন হল, মল চত্বর, সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ এলাকায় হাতে হাত ধরে হাঁটছেন তাঁরা। আড্ডায় মশগুল বন্ধু-বান্ধবীরা।
জেরিন মাহফুজা ও আহসান এনাম উত্তরা থেকে এসেছেন চারুকলায়। বসন্তকে বরণের পাশাপাশি ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটাতে তাঁদের এত দূর আসা। তাঁরা বলেন, ‘আমরা একে অপরকে ভীষণ ভালোবাসি। সারা দিন ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, শহীদ মিনার, সোহরাওয়ার্দী উদ্যানে ঘুরে বেড়াব। কত দিনের প্ল্যান! আজ সেই প্রতীক্ষিত দিন।’
ষাটের দশকে ফাল্গুনের প্রথম ছুটির দিনে বসন্ত উৎসবের আয়োজন করেছিল ছায়ানট। স্বাধীন বাংলায় প্রথম বসন্ত পালিত হয় ১৯৯৪ সালে। ১৪০১ বঙ্গাব্দের পয়লা ফাল্গুন থেকে জাতীয় বসন্ত উদ্যাপন পরিষদের হাত ধরে প্রতিবছর বকুলতলায় পালিত হয়ে আসছে বসন্তবরণের উৎসব।
বকুলতলার এই অনুষ্ঠানে বসন্তকথন পর্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। জাতীয় বসন্ত উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি স্থপতি সফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহসভাপতি কাজল দেবনাথ ও সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট।
আয়োজকেরা জানান, অনুষ্ঠানে একক আবৃত্তি পাঠ করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, নায়লা তারাননুম চৌধুরী কাকলি ও আহকাম উল্লাহ। একক সংগীত পরিবেশন করবেন ফাহিম হোসেন চৌধুরী, বিমান চন্দ্র বিশ্বাস সুচি দেবনাথ, সালমা আকবর, লাইসা আহমেদ লিসা ও প্রিয়াংকা গোপ। একক নৃত্য পরিবেশন করবেন শামা রহমান, সঞ্জয় কবিরাজ, এস এম মেজবা, মহাদেব ঘোষ, অনিমা মুক্তি গমেজ, বিমান চন্দ্র বিশ্বাস, বিজন চন্দ্ৰ মিস্ত্রি, মাহমুদুল হাসান, ফেরদৌসি কাকলি, নুসরাত বিনতে নূর ও নবনীতা চৌধুরী।
দলীয় নৃত্য পরিবেশন করেন সুরঙ্গমা, সাধনা সংস্কৃতি মণ্ডল, স্পন্দন, ধৃতি, স্বপ্ন বিকাশ কলা কেন্দ্র, নৃত্যম, ভাবনা, গৌড়ীয় নৃত্য সারথি ও নৃত্যনন্দন। দলীয় সংগীত পরিবেশন করবেন গীতাঞ্জলি, বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (ওয়াইজঘাট), সত্যেন সেন শিল্পীগোষ্ঠী ও বহ্নিশিখা।
পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস একই দিনে পালিত হচ্ছে সারা দেশে। ‘আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। মধুর অমৃতবাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে’—রাজধানীর পথে-প্রান্তরে কানে বেজে আসছে গানের কথাগুলো।
‘এসো মিলি প্রাণের উৎসব’-এ প্রতিপাদ্য সমানে রেখে আজ ১৪ ফেব্রুয়ারি বসন্তকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় সকাল ৭টা থেকে নাচে-গানে মেতে উঠেছেন বসন্তপ্রেমীরা।
আবৃত্তিশিল্পী আহসান উল্লাহ তমাল ও নুসরাত ইয়াসমিন রুম্পার সঞ্চালনায় নীপেন সরকারের বাদ্যযন্ত্র ও চতুরঙ্গীতে রাগাশ্রয়ী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এই উৎসবের শুভসূচনা হয়। বেঙ্গল মিউজিকের শিল্পী লুম্বিনী তালুকদার, অব্যয়, ঋদ্ধি ও স্মরণিকা সাহার দ্রুপত রাগ-বাহারের পরিবেশনায় শুরু হয় উৎসব।
পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে ঘিরে হলুদ পাঞ্জাবি, বাসন্তী শাড়ি পরে, খোঁপায় ফুল দিয়ে পুরো ক্যাম্পাস মুখরিত করে তুলেছেন তরুণ-তরুণীরা। টিএসসি, শহীদ মিনার, হাকিম চত্বর, বটতলা, কার্জন হল, মল চত্বর, সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ এলাকায় হাতে হাত ধরে হাঁটছেন তাঁরা। আড্ডায় মশগুল বন্ধু-বান্ধবীরা।
জেরিন মাহফুজা ও আহসান এনাম উত্তরা থেকে এসেছেন চারুকলায়। বসন্তকে বরণের পাশাপাশি ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটাতে তাঁদের এত দূর আসা। তাঁরা বলেন, ‘আমরা একে অপরকে ভীষণ ভালোবাসি। সারা দিন ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, শহীদ মিনার, সোহরাওয়ার্দী উদ্যানে ঘুরে বেড়াব। কত দিনের প্ল্যান! আজ সেই প্রতীক্ষিত দিন।’
ষাটের দশকে ফাল্গুনের প্রথম ছুটির দিনে বসন্ত উৎসবের আয়োজন করেছিল ছায়ানট। স্বাধীন বাংলায় প্রথম বসন্ত পালিত হয় ১৯৯৪ সালে। ১৪০১ বঙ্গাব্দের পয়লা ফাল্গুন থেকে জাতীয় বসন্ত উদ্যাপন পরিষদের হাত ধরে প্রতিবছর বকুলতলায় পালিত হয়ে আসছে বসন্তবরণের উৎসব।
বকুলতলার এই অনুষ্ঠানে বসন্তকথন পর্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। জাতীয় বসন্ত উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি স্থপতি সফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহসভাপতি কাজল দেবনাথ ও সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট।
আয়োজকেরা জানান, অনুষ্ঠানে একক আবৃত্তি পাঠ করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, নায়লা তারাননুম চৌধুরী কাকলি ও আহকাম উল্লাহ। একক সংগীত পরিবেশন করবেন ফাহিম হোসেন চৌধুরী, বিমান চন্দ্র বিশ্বাস সুচি দেবনাথ, সালমা আকবর, লাইসা আহমেদ লিসা ও প্রিয়াংকা গোপ। একক নৃত্য পরিবেশন করবেন শামা রহমান, সঞ্জয় কবিরাজ, এস এম মেজবা, মহাদেব ঘোষ, অনিমা মুক্তি গমেজ, বিমান চন্দ্র বিশ্বাস, বিজন চন্দ্ৰ মিস্ত্রি, মাহমুদুল হাসান, ফেরদৌসি কাকলি, নুসরাত বিনতে নূর ও নবনীতা চৌধুরী।
দলীয় নৃত্য পরিবেশন করেন সুরঙ্গমা, সাধনা সংস্কৃতি মণ্ডল, স্পন্দন, ধৃতি, স্বপ্ন বিকাশ কলা কেন্দ্র, নৃত্যম, ভাবনা, গৌড়ীয় নৃত্য সারথি ও নৃত্যনন্দন। দলীয় সংগীত পরিবেশন করবেন গীতাঞ্জলি, বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (ওয়াইজঘাট), সত্যেন সেন শিল্পীগোষ্ঠী ও বহ্নিশিখা।
আবাসন সংকট, অবৈধ অস্থায়ী আদালত অপসারণ ও মাঠ দখল থেকে মুক্ত করাসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসা-ই-আলিয়ার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
১৩ মিনিট আগেবঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে বাতাসের তীব্রতায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এতে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
১৭ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুরে মনিরুল ইসলাম (৫০) নামের এক দিনমজুরকে গতকাল শনিবার দুপুরে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় মামলার ৫ ঘণ্টার মধ্যে পাশ্ববর্তী আলমডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁর স্ত্রী পাপিয়া খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বামীকে
২১ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় সড়ক ও নালা সংস্কারসহ বিভিন্ন দাবিতে পৌরসভা ভবনের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ রোববার সকালে পৌর কার্যালয়ের সমানে তিন নম্বর ওয়ার্ডের শতাধিক মানুষ এই বিক্ষোভ করেন। এ সময় বেহাল সড়কের সংস্কার, সুপেয় পানির সংকট নিরসন, নালা ব্যবস্থা ভেঙে সংস্কারের দাবি জানানো হয়।
২৫ মিনিট আগে