Ajker Patrika

প্রিয়ন্তী উর্বীর কাছে ভালোবাসা মানে অনুভূতি

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০: ০৯
প্রিয়ন্তী উর্বীর কাছে ভালোবাসা মানে অনুভূতি

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। আজ ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত ‘ক্লোজআপ কাছে আসার গল্প’-এর একটি পর্বে অভিনয় করেছেন তিনি। ‘টেক অফ’ শিরোনামের শর্টফিল্মটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। এতে আরও অভিনয় করেছেন তামিম মৃধা। উর্বী জানান, তাঁর কাছে ভালোবাসা মানে অনুভূতি।

প্রিয়ন্তী উর্বী ‘মিস ফেইস অব বিউটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০১৯’-এর বিজয়ী। গত বছর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় তাঁর অভিনীত অ্যান্থলজি সিনেমা ‘এই মুহূর্তে’, যার একটি পর্বের নাম ছিল ‘কোথায় পালাবে বলো রূপবান’। মেজবাউর রহমান সুমনের পরিচালনায় এই সময়ের এক নারীর লড়াইয়ের ওপর ভিত্তি করেই নির্মিত হয়েছিল পর্বটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেন উর্বী। এটি দিয়েই ওটিটিতে অভিষেক হয় তাঁর। এরপর বিভিন্ন সিরিজ ও টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা লাভ করেন তিনি। 

অভিনেত্রী প্রিয়ন্তী উর্বীউর্বী বলেন, ‘আমার কাছে ভালোবাসা জিনিসটা একটা অনুভূতি। এটা যে শুধু বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গেই হতে হয়, ব্যাপারটি আমার কাছে তা মনে হয় না।’

অভিনেত্রী প্রিয়ন্তী উর্বীভালোবাসা দিবসে পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গেই আছেন প্রিয়ন্তী উর্বী। তাই আপাতত এই ভালোবাসা দিবসে তাঁর মিস করার মানুষ নেই বলে জানান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত