প্রদীপ্ত মোবারক
ভালোবাসা একটি হৃদয়কেন্দ্রিক অভিজ্ঞতা এবং গোপন তীব্র এক সুখকর অনুভূতি, যা দুটি হৃদয়কে এক সুতোয় বেঁধে ফেলে। বিশেষ কোনো মানুষের জন্য স্নেহ ও মায়ার শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। এক কথায়, তীব্র মায়ায় মোড়ানো ভাষায় প্রকাশ না করতে পারা ভীষণ ভালো লাগার এক স্পর্শকাতর অনুভূতির নাম ভালোবাসা।
এর অন্য নাম নির্ভরতা। ভালোবাসার মধ্য দিয়েই একটা মনকে আবিষ্কার করা সম্ভব হয়। এর পরেই মন দিয়ে মনকে ছুঁয়ে দেওয়ার মতো অবস্থান তৈরি হয়। জীবনে কাউকে ভালোবাসার নামই আত্মসমর্পণ।
ভালোবাসার সংজ্ঞা বিতর্ক, অনুমান ও অন্তর্দর্শনের ওপর প্রতিষ্ঠিত। ভালোবাসার মতো একটি ধারণাকে আবেগপ্রবণ, কল্পনাপ্রবণ কিংবা প্রতিশ্রুতিপূর্ণ ভালোবাসা—এসব ভাগে ভাগ করা যায় না। ভালোবাসাকে একটি ব্যক্তিগত অনুভূতি হিসেবে বিবেচনা করা হয়। যেটা একজন মানুষ অন্য মানুষের প্রতি অনুভব করে। কারও প্রতি অতিরিক্ত যত্নশীল কিংবা প্রতিক্ষেত্রে হৃদয়ে কারও উপস্থিতি অনুভব করা ভালোবাসার সঙ্গেই সম্পর্কযুক্ত।
অনিশ্চয়তার এই পৃথিবীতে আমরা জানি না, বৈশাখে পরিচয় হওয়া মানুষটা মাঘের শীতের সন্ধ্যায় আমাদের হাত আঁকড়ে ধরে থাকবে কি না। তবু আমরা মানুষেরা এই অনিশ্চয়তাকে ভালোবাসি। যাকে ভালোবাসি, তাকে আঁকড়ে ধরে থাকতে পছন্দ করি।
ভালোবাসার সাধারণ ও বিপরীত ধারণার তুলনা করে ভিন্ন দৃষ্টিকোণ থেকে একে জটিলভাবে বিচার করা যায়। ধনাত্মক অনুভূতির কথা বিবেচনা করে ভালোবাসাকে ঘৃণার বিপরীতে জায়গা দেওয়া যায়। ভালোবাসায় যৌনকামনা কিংবা শারীরিক লিপ্সা অপেক্ষাকৃত গৌণ বিষয়। এখানে মানবিক আবেদনটাই বেশি গুরুত্ব বহন করে।
ভালোবাসা একটি হৃদয়কেন্দ্রিক অভিজ্ঞতা এবং গোপন তীব্র এক সুখকর অনুভূতি, যা দুটি হৃদয়কে এক সুতোয় বেঁধে ফেলে। বিশেষ কোনো মানুষের জন্য স্নেহ ও মায়ার শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। এক কথায়, তীব্র মায়ায় মোড়ানো ভাষায় প্রকাশ না করতে পারা ভীষণ ভালো লাগার এক স্পর্শকাতর অনুভূতির নাম ভালোবাসা।
এর অন্য নাম নির্ভরতা। ভালোবাসার মধ্য দিয়েই একটা মনকে আবিষ্কার করা সম্ভব হয়। এর পরেই মন দিয়ে মনকে ছুঁয়ে দেওয়ার মতো অবস্থান তৈরি হয়। জীবনে কাউকে ভালোবাসার নামই আত্মসমর্পণ।
ভালোবাসার সংজ্ঞা বিতর্ক, অনুমান ও অন্তর্দর্শনের ওপর প্রতিষ্ঠিত। ভালোবাসার মতো একটি ধারণাকে আবেগপ্রবণ, কল্পনাপ্রবণ কিংবা প্রতিশ্রুতিপূর্ণ ভালোবাসা—এসব ভাগে ভাগ করা যায় না। ভালোবাসাকে একটি ব্যক্তিগত অনুভূতি হিসেবে বিবেচনা করা হয়। যেটা একজন মানুষ অন্য মানুষের প্রতি অনুভব করে। কারও প্রতি অতিরিক্ত যত্নশীল কিংবা প্রতিক্ষেত্রে হৃদয়ে কারও উপস্থিতি অনুভব করা ভালোবাসার সঙ্গেই সম্পর্কযুক্ত।
অনিশ্চয়তার এই পৃথিবীতে আমরা জানি না, বৈশাখে পরিচয় হওয়া মানুষটা মাঘের শীতের সন্ধ্যায় আমাদের হাত আঁকড়ে ধরে থাকবে কি না। তবু আমরা মানুষেরা এই অনিশ্চয়তাকে ভালোবাসি। যাকে ভালোবাসি, তাকে আঁকড়ে ধরে থাকতে পছন্দ করি।
ভালোবাসার সাধারণ ও বিপরীত ধারণার তুলনা করে ভিন্ন দৃষ্টিকোণ থেকে একে জটিলভাবে বিচার করা যায়। ধনাত্মক অনুভূতির কথা বিবেচনা করে ভালোবাসাকে ঘৃণার বিপরীতে জায়গা দেওয়া যায়। ভালোবাসায় যৌনকামনা কিংবা শারীরিক লিপ্সা অপেক্ষাকৃত গৌণ বিষয়। এখানে মানবিক আবেদনটাই বেশি গুরুত্ব বহন করে।
কত নামে ডাকবেন তাকে। গুগলে সন্ধান করলে চমকে উঠতে হবে। এর নাম দেখাবে হেয়ার আইল্যান্ড। মনে হবে, আটলান্টিক মহাসাগর কিংবা ক্যারিবীয় কোনো নির্জন দ্বীপের নাম দেখছেন। কিন্তু আপনার ভুল ভাঙবে স্থানীয়দের ডাকা নামটি শুনলে। বুঝবেন, আপনি আছেন কলাগাছিয়ার চরে।
২ দিন আগেযতই উন্মুক্ত হচ্ছে, ততই যেন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে সৌদি আরব। দেশটাই একটা চমকজাগানিয়া। মরুভূমি, প্রাচীন বৃক্ষের বন, প্রাচীন জনপদ ও সংস্কৃতি—সবই আছে সৌদি আরবে। আছে নিওম নামের অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল মেগাসিটি।
২ দিন আগেচীনে চলছে বসন্ত উৎসব কিংবা চান্দ্র নববর্ষের আনন্দমুখর আয়োজন। সারা দেশে এই উৎসব ঐতিহ্যবাহী প্রথা, বাহারি খাবার, সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান রীতি-রেওয়াজের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে।
২ দিন আগেচীনা নববর্ষের ইতিহাস ৩ হাজার বছরেরও বেশি পুরোনো বলে ধারণা করা হয়। এটি শুরু হয়েছিল চীনের প্রাচীন কৃষি ভিত্তিক সমাজে। দেবতা এবং পূর্বপুরুষদের সম্মান, ভালো ফসলের প্রার্থনা এবং মন্দ আত্মা তাড়ানোর সামাজিক প্রথা থেকে এ উৎসবের সূচনা হয়েছিল। প্রায় ১৫ দিন ধরে চলা এ উৎসবের মূলে থাকে পরিবার।
২ দিন আগে