Ajker Patrika

শ্যাম্পু করার সঠিক নিয়ম মানলে চুলে দুর্গন্ধ হবে না

বিভাবরী রায়
নিয়ম মেনে শ্যাম্পু করলে চুল ও মাথার ত্বকে দুর্গন্ধ হবে না। ছবি: পেক্সেলস
নিয়ম মেনে শ্যাম্পু করলে চুল ও মাথার ত্বকে দুর্গন্ধ হবে না। ছবি: পেক্সেলস

সময়টা বর্ষাকাল হলেও গরম পড়ে বেশ ভালোই। এই গরমে অনেকের মাথার ত্বক ঘামে। যাঁদের চুল লম্বা, তাঁদের চুলে ঘাম জমে যায়। এ কারণে দুর্গন্ধের সমস্যা হয়। এর সহজ সমাধান হিসেবে প্রতিদিন চুল শ্যাম্পু করে অনেকে। কিন্তু প্রশ্ন হলো, রোজ কি চুলে শ্যাম্পু করা উচিত? তা ছাড়া যে নিয়মে শ্যাম্পু করা হচ্ছে, সেটা কি সঠিক? কীভাবে এবং সপ্তাহে কত দিন চুল শ্যাম্পু করলে মাথার ত্বকে ঘাম থেকে হওয়া চুলকানি এবং চুলের দুর্গন্ধের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে?

সপ্তাহে কতবার চুল শ্যাম্পু করা নিরাপদ

সপ্তাহে কতবার শ্যাম্পু করবেন, তা নির্ভর করে চুলের ধরনের ওপর। যাঁরা সিল্কি চুলের অধিকারী, তাঁদের উচিত এক দিন পরপর চুল শ্যাম্পু করা। সোজা চুল দ্রুত তৈলাক্ত হয় বা সহজে সিবামে ভরে যায়। অন্যদিকে কোঁকড়া চুল সাধারণত সিল্কি চুলের চেয়ে বেশি শুষ্ক হয়। কারণ, কোঁকড়া চুলে সিবাম সহজে বিস্তৃত হতে পারে না। তাই কোঁকড়া চুলে সপ্তাহে দুদিন শ্যাম্পু করা যথেষ্ট। আবার যাঁদের চুল পুরোপুরি সোজা বা আবার কোঁকড়া নয়, তাঁরা সপ্তাহে দুই থেকে তিনবার শ্যাম্পু করতে পারেন।

তবে এটাও ঠিক, চুল কত দিন পরপর শ্যাম্পু করতে হবে, তা অনেকটাই নির্ভর করে আপনি কোথায় থাকছেন, সপ্তাহের কত দিন বাইরে বের হচ্ছেন, কী কাজ করছেন, চুলের ঘনত্ব ইত্যাদির ওপর। যদি দিনের বেশির ভাগ সময় কাজের জন্য বাইরে থাকতে হয়, তাহলে ধুলোবালি ও দূষণে চুল ক্ষতিগ্রস্ত হবে। সে ক্ষেত্রে এই ভ্যাপসা গরমে ঘেমে মাথার ত্বক ও চুল আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। এমন হলে প্রতিদিন চুল ধোয়াই ভালো সমাধান। আবার যাঁরা স্বাভাবিকভাবে প্রচুর ঘামেন, তাঁরা প্রতিদিন মাথার ত্বক পরিষ্কার রাখার জন্য চুল ধুতে পারেন। সে ক্ষেত্রে চুলের জন্য কোমল এবং মাথার ত্বক পরিষ্কার করতে পারে, এমন শ্যাম্পু ব্যবহার করুন।

তবে সপ্তাহে যে কদিনই চুল ধুয়ে ফেলুন না কেন, সঠিক নিয়মে শ্যাম্পু করতে না পারলে ভালো ফল আশা করা অনুচিত।

শ্যাম্পু করার আগে শুকনো চুলে ভালো করে চিরুনি দিয়ে নিন। ছবি: পেক্সেলস
শ্যাম্পু করার আগে শুকনো চুলে ভালো করে চিরুনি দিয়ে নিন। ছবি: পেক্সেলস

যেভাবে শ্যাম্পু করবেন

  • শ্যাম্পু করার আগে চুলের জট ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। নয়তো মাথার ত্বকে ম্যাসাজের সময় চুলে গিঁট লেগে যেতে পারে। তাই শ্যাম্পু করার আগেই শুকনো চুল মোটা দাঁতের চিরুনি দিয়ে একবার আঁচড়ে নেওয়া উচিত। এতে আলগা ময়লা ও খুশকি থাকলে ঝরে পড়বে।
  • কয়েক মগ কুসুম গরম পানি মাথায় ঢেলে নিন।
  • হাতের তালুতে সালফেটমুক্ত শ্যাম্পু ঢেলে নিন। এবার আঙুলের সাহায্যে মাথার ত্বকে শ্যাম্পু লাগিয়ে ম্যাসাজ করুন। আঙুলের আলতো চাপে মাথার ত্বক ম্যাসাজ করতে হবে। জোরে জোরে ঘষে বা নখ দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবেন না।
  • এবার পানি ঢেলে মাথার ত্বক ধুয়ে নিন। তারপর আরেকবার শ্যাম্পু হাতে নিয়ে চুলে লাগিয়ে চুল ধুয়ে নিন। এবার কুসুম গরম পানিতে মাথা ও চুল ধুয়ে ফেলুন। শ্যাম্পুর অবশিষ্টাংশ যেন মাথার ত্বকে বা চুলের ভেতরে না থেকে যায়, তা নিশ্চিত করতে হবে।
  • চুল ধোয়া হলে কানের নিচ থেকে আগার অংশ পর্যন্ত চুলে কন্ডিশনার মেখে রাখুন কয়েক মিনিট। এরপর ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।

চুল শুকানো ও সেরাম ব্যবহারের নিয়ম

নরম তোয়ালে দিয়ে চেপে চুল থেকে জল ঝরিয়ে নেওয়ার পর ব্লো ড্রায়ার দিয়ে ৮০ ভাগ শুকিয়ে নিন। ড্রায়ার না থাকলেও ক্ষতি নেই। ফ্যানের বাতাসে বা প্রাকৃতিক হাওয়াতেই চুল শুকিয়ে যাবে। অতিরিক্ত পানি ঝরানোর জন্য চুল ঝাড়বেন না কিংবা মাথার ত্বক ঘষে ঘষে মুছবেন না। চুল হালকা ভেজা থাকা অবস্থায় হেয়ার সেরাম লাগিয়ে নিন। ঘামজনিত চুলের দুর্গন্ধ থেকে রক্ষা পেতে এবং চুলের ঝলমলে ভাব ফিরিয়ে দিতে সেরাম খুব ভালো কাজ করে।

বর্ষাকালে চুলের যত্নে যদি বাড়তি আর কিছু করতে না-ও পারেন; তবে এই উপায়ে চুল শ্যাম্পু করলে অনেকটাই উপকার মিলবে।

সূত্র: হেলথ লাইন, উইকিহাউ ও অন্যান্য

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত