বিভাবরী রায়
সময়টা বর্ষাকাল হলেও গরম পড়ে বেশ ভালোই। এই গরমে অনেকের মাথার ত্বক ঘামে। যাঁদের চুল লম্বা, তাঁদের চুলে ঘাম জমে যায়। এ কারণে দুর্গন্ধের সমস্যা হয়। এর সহজ সমাধান হিসেবে প্রতিদিন চুল শ্যাম্পু করে অনেকে। কিন্তু প্রশ্ন হলো, রোজ কি চুলে শ্যাম্পু করা উচিত? তা ছাড়া যে নিয়মে শ্যাম্পু করা হচ্ছে, সেটা কি সঠিক? কীভাবে এবং সপ্তাহে কত দিন চুল শ্যাম্পু করলে মাথার ত্বকে ঘাম থেকে হওয়া চুলকানি এবং চুলের দুর্গন্ধের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে?
সপ্তাহে কতবার চুল শ্যাম্পু করা নিরাপদ
সপ্তাহে কতবার শ্যাম্পু করবেন, তা নির্ভর করে চুলের ধরনের ওপর। যাঁরা সিল্কি চুলের অধিকারী, তাঁদের উচিত এক দিন পরপর চুল শ্যাম্পু করা। সোজা চুল দ্রুত তৈলাক্ত হয় বা সহজে সিবামে ভরে যায়। অন্যদিকে কোঁকড়া চুল সাধারণত সিল্কি চুলের চেয়ে বেশি শুষ্ক হয়। কারণ, কোঁকড়া চুলে সিবাম সহজে বিস্তৃত হতে পারে না। তাই কোঁকড়া চুলে সপ্তাহে দুদিন শ্যাম্পু করা যথেষ্ট। আবার যাঁদের চুল পুরোপুরি সোজা বা আবার কোঁকড়া নয়, তাঁরা সপ্তাহে দুই থেকে তিনবার শ্যাম্পু করতে পারেন।
তবে এটাও ঠিক, চুল কত দিন পরপর শ্যাম্পু করতে হবে, তা অনেকটাই নির্ভর করে আপনি কোথায় থাকছেন, সপ্তাহের কত দিন বাইরে বের হচ্ছেন, কী কাজ করছেন, চুলের ঘনত্ব ইত্যাদির ওপর। যদি দিনের বেশির ভাগ সময় কাজের জন্য বাইরে থাকতে হয়, তাহলে ধুলোবালি ও দূষণে চুল ক্ষতিগ্রস্ত হবে। সে ক্ষেত্রে এই ভ্যাপসা গরমে ঘেমে মাথার ত্বক ও চুল আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। এমন হলে প্রতিদিন চুল ধোয়াই ভালো সমাধান। আবার যাঁরা স্বাভাবিকভাবে প্রচুর ঘামেন, তাঁরা প্রতিদিন মাথার ত্বক পরিষ্কার রাখার জন্য চুল ধুতে পারেন। সে ক্ষেত্রে চুলের জন্য কোমল এবং মাথার ত্বক পরিষ্কার করতে পারে, এমন শ্যাম্পু ব্যবহার করুন।
তবে সপ্তাহে যে কদিনই চুল ধুয়ে ফেলুন না কেন, সঠিক নিয়মে শ্যাম্পু করতে না পারলে ভালো ফল আশা করা অনুচিত।
যেভাবে শ্যাম্পু করবেন
চুল শুকানো ও সেরাম ব্যবহারের নিয়ম
নরম তোয়ালে দিয়ে চেপে চুল থেকে জল ঝরিয়ে নেওয়ার পর ব্লো ড্রায়ার দিয়ে ৮০ ভাগ শুকিয়ে নিন। ড্রায়ার না থাকলেও ক্ষতি নেই। ফ্যানের বাতাসে বা প্রাকৃতিক হাওয়াতেই চুল শুকিয়ে যাবে। অতিরিক্ত পানি ঝরানোর জন্য চুল ঝাড়বেন না কিংবা মাথার ত্বক ঘষে ঘষে মুছবেন না। চুল হালকা ভেজা থাকা অবস্থায় হেয়ার সেরাম লাগিয়ে নিন। ঘামজনিত চুলের দুর্গন্ধ থেকে রক্ষা পেতে এবং চুলের ঝলমলে ভাব ফিরিয়ে দিতে সেরাম খুব ভালো কাজ করে।
বর্ষাকালে চুলের যত্নে যদি বাড়তি আর কিছু করতে না-ও পারেন; তবে এই উপায়ে চুল শ্যাম্পু করলে অনেকটাই উপকার মিলবে।
সূত্র: হেলথ লাইন, উইকিহাউ ও অন্যান্য
সময়টা বর্ষাকাল হলেও গরম পড়ে বেশ ভালোই। এই গরমে অনেকের মাথার ত্বক ঘামে। যাঁদের চুল লম্বা, তাঁদের চুলে ঘাম জমে যায়। এ কারণে দুর্গন্ধের সমস্যা হয়। এর সহজ সমাধান হিসেবে প্রতিদিন চুল শ্যাম্পু করে অনেকে। কিন্তু প্রশ্ন হলো, রোজ কি চুলে শ্যাম্পু করা উচিত? তা ছাড়া যে নিয়মে শ্যাম্পু করা হচ্ছে, সেটা কি সঠিক? কীভাবে এবং সপ্তাহে কত দিন চুল শ্যাম্পু করলে মাথার ত্বকে ঘাম থেকে হওয়া চুলকানি এবং চুলের দুর্গন্ধের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে?
সপ্তাহে কতবার চুল শ্যাম্পু করা নিরাপদ
সপ্তাহে কতবার শ্যাম্পু করবেন, তা নির্ভর করে চুলের ধরনের ওপর। যাঁরা সিল্কি চুলের অধিকারী, তাঁদের উচিত এক দিন পরপর চুল শ্যাম্পু করা। সোজা চুল দ্রুত তৈলাক্ত হয় বা সহজে সিবামে ভরে যায়। অন্যদিকে কোঁকড়া চুল সাধারণত সিল্কি চুলের চেয়ে বেশি শুষ্ক হয়। কারণ, কোঁকড়া চুলে সিবাম সহজে বিস্তৃত হতে পারে না। তাই কোঁকড়া চুলে সপ্তাহে দুদিন শ্যাম্পু করা যথেষ্ট। আবার যাঁদের চুল পুরোপুরি সোজা বা আবার কোঁকড়া নয়, তাঁরা সপ্তাহে দুই থেকে তিনবার শ্যাম্পু করতে পারেন।
তবে এটাও ঠিক, চুল কত দিন পরপর শ্যাম্পু করতে হবে, তা অনেকটাই নির্ভর করে আপনি কোথায় থাকছেন, সপ্তাহের কত দিন বাইরে বের হচ্ছেন, কী কাজ করছেন, চুলের ঘনত্ব ইত্যাদির ওপর। যদি দিনের বেশির ভাগ সময় কাজের জন্য বাইরে থাকতে হয়, তাহলে ধুলোবালি ও দূষণে চুল ক্ষতিগ্রস্ত হবে। সে ক্ষেত্রে এই ভ্যাপসা গরমে ঘেমে মাথার ত্বক ও চুল আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। এমন হলে প্রতিদিন চুল ধোয়াই ভালো সমাধান। আবার যাঁরা স্বাভাবিকভাবে প্রচুর ঘামেন, তাঁরা প্রতিদিন মাথার ত্বক পরিষ্কার রাখার জন্য চুল ধুতে পারেন। সে ক্ষেত্রে চুলের জন্য কোমল এবং মাথার ত্বক পরিষ্কার করতে পারে, এমন শ্যাম্পু ব্যবহার করুন।
তবে সপ্তাহে যে কদিনই চুল ধুয়ে ফেলুন না কেন, সঠিক নিয়মে শ্যাম্পু করতে না পারলে ভালো ফল আশা করা অনুচিত।
যেভাবে শ্যাম্পু করবেন
চুল শুকানো ও সেরাম ব্যবহারের নিয়ম
নরম তোয়ালে দিয়ে চেপে চুল থেকে জল ঝরিয়ে নেওয়ার পর ব্লো ড্রায়ার দিয়ে ৮০ ভাগ শুকিয়ে নিন। ড্রায়ার না থাকলেও ক্ষতি নেই। ফ্যানের বাতাসে বা প্রাকৃতিক হাওয়াতেই চুল শুকিয়ে যাবে। অতিরিক্ত পানি ঝরানোর জন্য চুল ঝাড়বেন না কিংবা মাথার ত্বক ঘষে ঘষে মুছবেন না। চুল হালকা ভেজা থাকা অবস্থায় হেয়ার সেরাম লাগিয়ে নিন। ঘামজনিত চুলের দুর্গন্ধ থেকে রক্ষা পেতে এবং চুলের ঝলমলে ভাব ফিরিয়ে দিতে সেরাম খুব ভালো কাজ করে।
বর্ষাকালে চুলের যত্নে যদি বাড়তি আর কিছু করতে না-ও পারেন; তবে এই উপায়ে চুল শ্যাম্পু করলে অনেকটাই উপকার মিলবে।
সূত্র: হেলথ লাইন, উইকিহাউ ও অন্যান্য
গাজরের রস গুরুত্বপূর্ণ ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এটি স্বাস্থ্যের জন্য নানা উপকার বয়ে আনে। যেমন চোখের স্বাস্থ্যের উন্নতি, ক্যানসার প্রতিরোধে সহায়তা এবং লিভারের সুরক্ষা।
৭ ঘণ্টা আগেঅতিরিক্ত চিনি খাওয়া ওজন বৃদ্ধি, ডায়াবেটিস, হৃদ্রোগ ও দাঁতের সমস্যার মতো নানান রোগ তৈরি করতে পারে। তাই চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। মনে রাখা দরকার, সব ধরনের চিনি শরীরের জন্য সমান ক্ষতিকর নয়।
১৯ ঘণ্টা আগেবিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও এক ধাপ পিছিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, এশীয় দেশগুলোর দাপট বজায় রেখে তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। লন্ডনভিত্তিক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত এ বছরের ‘হেনলি পাসপোর্ট ইন্ডেক্স’-এ এই চিত্র উঠে এসেছে।
২০ ঘণ্টা আগেবিশ্বজুড়ে মাচা নামের উজ্জ্বল সবুজ জাপানি চায়ের চাহিদা এখন আকাশছোঁয়া। যুক্তরাজ্যে স্টারবাকসের লাটে থেকে শুরু করে সিঙ্গাপুরের ক্রিসপি ক্রিম ডোনাট পর্যন্ত—প্রায় সবখানে জুড়ে বসেছে মাচা। এই ‘মাচা ম্যানিয়া’র পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে সামাজিক যোগাযোগমাধ্যম।
১ দিন আগে