ধরুন ভালোবাসা দিবসে প্রেমিক কিংবা প্রেমিকাকে উপহার দিতে চান। সে ক্ষেত্রে অদ্ভুত একটি সুযোগ করে দিচ্ছে যুক্তরাষ্ট্রের একটি চিড়িয়াখানা। আপনার পছন্দের মানুষের নামে রাখতে পারবেন একটি তেলাপোকার নাম। এমন আশ্চর্য উপহার দিতে খরচও বেশি পড়বে না, ১৫ ডলার বা প্রায় সাড়ে ষোলো শ টাকা।
ভালোবাসা দিবসে উপহারটি পাওয়ার জন্য অর্ডার করতে হবে ফেব্রুয়ারির ৮ তারিখের মধ্যে। ভ্যালেন্টাইনস ডের আগে অস্বাভাবিক উপায়ে ভালোবাসা প্রকাশ করার প্রস্তাব দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চিড়িয়াখানাটি এর নাম ব্রনোক্স। অবশ্য নিউ ইয়র্কের এই চিড়িয়াখানাটির ভালোবাসা দিবসে এমন অফার বেশ কয়েক বছর ধরেই দিয়ে আসছে। বলা চলে পুরোনো রীতি অব্যাহত রেখেই ব্রনোক্স চিড়িয়াখানা মানুষকে তাদের প্রিয় মনুষের নামে একটি তেলাপোকার নাম রাখার সুযোগ দিচ্ছে ১৫ ডলার খরচে। মজার ঘটনা এই সুযোগে অনেকে নিজের প্রাক্তন প্রেমিকার নামে তেলাপোকার নাম রেখেও মনের জ্বালা মেটাচ্ছেন। এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
উপহারটিতে আপনার প্রিয়জনকে একটি রঙিন প্রশংসাপত্র ই-মেইল করা হয়, যেখানে ঘোষণা করা হয় একটি মাদাগাস্কার হিশিং তেলাপোকার নামকরণ করা হয়েছে তাঁর সম্মানে। বাড়তি অর্থ যোগ করে তেলাপোকার সঙ্গে ভার্চ্যুয়ালি মুখোমুখি হওয়া, তেলাপোকা থিমের মোজাও মিলবে উপহারের তালিকায়।
এখানে জনিয়ে রাখা ভালো সর্বোচ্চ প্রায় চার ইঞ্চি পর্যন্ত লম্বা হওয়া মাদাগাস্কার হিশিং ককরোচ বা তেলাপোকা পৃথিবীর সবচেয়ে বড় তেলাপোকার প্রজাতি গুলির একটি।
একটি টুইটে চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের এই প্রচারণার বিষয়টি জানিয়ে লেখে, ‘আবারও এগিয়ে আসছে ভালোবাসা দিবস। শুধুমাত্র একটি উপহারের ছয়টি পা এবং রোমান্সের অপ্রতিরোধ্য একটি আবেদন রয়েছে। আপনার বিশেষ ব্যক্তির নামের ব্রনোস চিড়িয়াখানা মাদাগাস্কার হিশিং তেলাপোকার নাম দিন। একই সঙ্গে তাঁর প্রতি আপনার ভালোবাসা বড়, সাহসী অক্ষরে জানান দিন।’
ভালোবাসা দিবসটি উপহারটি পেতে চাইলে ৮ ফেব্রুয়ারির মধ্যে অর্ডার দিতে হবে। ওয়েবসাইটে চিড়িয়াখানাটি যোগ করে, ‘আপনার কাছে সব সময় মনের ভাব প্রকাশের সঠিক শব্দ থাকে না, তবে তারপরও আপনি তাকে আলোড়িত করতে পারেন। আপনার ভালোবাসার মানুষের নামে একটি তেলাপোকার নাম দিন, কারণ তেলাপোকার আবেদন চিরকালীন।’
নেইম-আ-রোচ ব্রনোক্স জাদুঘর শুরু করে ২০১১ সালে। দেখা যায় কোনো মানুষ তেলাপোকার নাম রাখছে তাঁদের প্রাক্তন এমনকি স্ত্রীর আত্মীয়-স্বজনদের নামে। সিবিসি নিউজ জাদুঘরটির সূত্রে জানিয়েছে গত বছর ভালোবাসা দিবসের এই উপহারের অংশ হিসেবে ৩ হাজার ২৪৬ জন মানুষ এভাবে তেলাপোকার নামে কারও নাম রাখে।
এই প্রোগ্রামে উপার্জিত অর্থ বিশ্বের জীববৈচিত্র্য রক্ষায় কাজ করা ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটিকে দিয়ে দেওয়া হয়। গত বছর টরন্টো জু ওয়াইল্ডলাইফ কনজারভেন্সি একই ধরনের একটি নেইম-আ-রোজ প্রচারণা চালু করে।
ধরুন ভালোবাসা দিবসে প্রেমিক কিংবা প্রেমিকাকে উপহার দিতে চান। সে ক্ষেত্রে অদ্ভুত একটি সুযোগ করে দিচ্ছে যুক্তরাষ্ট্রের একটি চিড়িয়াখানা। আপনার পছন্দের মানুষের নামে রাখতে পারবেন একটি তেলাপোকার নাম। এমন আশ্চর্য উপহার দিতে খরচও বেশি পড়বে না, ১৫ ডলার বা প্রায় সাড়ে ষোলো শ টাকা।
ভালোবাসা দিবসে উপহারটি পাওয়ার জন্য অর্ডার করতে হবে ফেব্রুয়ারির ৮ তারিখের মধ্যে। ভ্যালেন্টাইনস ডের আগে অস্বাভাবিক উপায়ে ভালোবাসা প্রকাশ করার প্রস্তাব দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চিড়িয়াখানাটি এর নাম ব্রনোক্স। অবশ্য নিউ ইয়র্কের এই চিড়িয়াখানাটির ভালোবাসা দিবসে এমন অফার বেশ কয়েক বছর ধরেই দিয়ে আসছে। বলা চলে পুরোনো রীতি অব্যাহত রেখেই ব্রনোক্স চিড়িয়াখানা মানুষকে তাদের প্রিয় মনুষের নামে একটি তেলাপোকার নাম রাখার সুযোগ দিচ্ছে ১৫ ডলার খরচে। মজার ঘটনা এই সুযোগে অনেকে নিজের প্রাক্তন প্রেমিকার নামে তেলাপোকার নাম রেখেও মনের জ্বালা মেটাচ্ছেন। এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
উপহারটিতে আপনার প্রিয়জনকে একটি রঙিন প্রশংসাপত্র ই-মেইল করা হয়, যেখানে ঘোষণা করা হয় একটি মাদাগাস্কার হিশিং তেলাপোকার নামকরণ করা হয়েছে তাঁর সম্মানে। বাড়তি অর্থ যোগ করে তেলাপোকার সঙ্গে ভার্চ্যুয়ালি মুখোমুখি হওয়া, তেলাপোকা থিমের মোজাও মিলবে উপহারের তালিকায়।
এখানে জনিয়ে রাখা ভালো সর্বোচ্চ প্রায় চার ইঞ্চি পর্যন্ত লম্বা হওয়া মাদাগাস্কার হিশিং ককরোচ বা তেলাপোকা পৃথিবীর সবচেয়ে বড় তেলাপোকার প্রজাতি গুলির একটি।
একটি টুইটে চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের এই প্রচারণার বিষয়টি জানিয়ে লেখে, ‘আবারও এগিয়ে আসছে ভালোবাসা দিবস। শুধুমাত্র একটি উপহারের ছয়টি পা এবং রোমান্সের অপ্রতিরোধ্য একটি আবেদন রয়েছে। আপনার বিশেষ ব্যক্তির নামের ব্রনোস চিড়িয়াখানা মাদাগাস্কার হিশিং তেলাপোকার নাম দিন। একই সঙ্গে তাঁর প্রতি আপনার ভালোবাসা বড়, সাহসী অক্ষরে জানান দিন।’
ভালোবাসা দিবসটি উপহারটি পেতে চাইলে ৮ ফেব্রুয়ারির মধ্যে অর্ডার দিতে হবে। ওয়েবসাইটে চিড়িয়াখানাটি যোগ করে, ‘আপনার কাছে সব সময় মনের ভাব প্রকাশের সঠিক শব্দ থাকে না, তবে তারপরও আপনি তাকে আলোড়িত করতে পারেন। আপনার ভালোবাসার মানুষের নামে একটি তেলাপোকার নাম দিন, কারণ তেলাপোকার আবেদন চিরকালীন।’
নেইম-আ-রোচ ব্রনোক্স জাদুঘর শুরু করে ২০১১ সালে। দেখা যায় কোনো মানুষ তেলাপোকার নাম রাখছে তাঁদের প্রাক্তন এমনকি স্ত্রীর আত্মীয়-স্বজনদের নামে। সিবিসি নিউজ জাদুঘরটির সূত্রে জানিয়েছে গত বছর ভালোবাসা দিবসের এই উপহারের অংশ হিসেবে ৩ হাজার ২৪৬ জন মানুষ এভাবে তেলাপোকার নামে কারও নাম রাখে।
এই প্রোগ্রামে উপার্জিত অর্থ বিশ্বের জীববৈচিত্র্য রক্ষায় কাজ করা ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটিকে দিয়ে দেওয়া হয়। গত বছর টরন্টো জু ওয়াইল্ডলাইফ কনজারভেন্সি একই ধরনের একটি নেইম-আ-রোজ প্রচারণা চালু করে।
হিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিল্লাই গ্রামের ট্রান্স-গিরি অঞ্চলে প্রাচীন রীতিনীতির অনুসরণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান—এক নারী বিয়ে করেছেন দুই ভাইকে। হাট্টি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পলিয়ান্ড্রি বিয়েতে শত শত অতিথি অংশ নেন।
২১ ঘণ্টা আগেশিক্ষার্থীদের একাডেমিক ক্রেডিট তথা পরীক্ষার খাতায় বেশি নম্বর দেওয়ার বিনিময়ে রক্ত দান করতে বাধ্য করেছেন এক ফুটবল কোচ। তাইওয়ানের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এক ফুটবল কোচ এমনই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে...
২ দিন আগেআজকের ডিজিটাল দুনিয়ায় আমাদের দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ইমোজি। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা মনের ভাব প্রকাশে ইমোজি ব্যবহার করি। ভাষার সীমা পেরিয়ে এই ছোট ছোট ডিজিটাল চিহ্নগুলো আবেগ প্রকাশের কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। আনন্দ থেকে শুরু করে দুঃখ—সব অনুভূতিই এখন বোঝ
৫ দিন আগেপরিত্যক্ত একটি নকিয়া ফোনের সূত্র ধরে পরিচয় পাওয়া গেছে ১০ বছর আগে মারা যাওয়া এক ব্যক্তির। ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে আমির খান নামের ওই ব্যক্তির কঙ্কাল উদ্ধার হয়। মরদেহের পাশে থাকা ফোনটির সূত্র ধরেই তাঁর পরিচয় উদ্ধার করা হয়। খবর এনডিটিভির।
৬ দিন আগে