Ajker Patrika

ইউক্রেনে আছে ‘ভালোবাসার সুড়ঙ্গ’

ইশতিয়াক হাসান
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ৫৫
Thumbnail image

যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেনে মানুষকে আকৃষ্ট করে এমন প্রাকৃতিক সৌন্দর্যময় জায়গা কিংবা স্থাপনার অভাব নেই। তবে এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় সম্ভবত ক্লেভান শহরের কাছের টানেল অব লাভ বা ভালোবাসার সুড়ঙ্গ। একটি রেললাইনের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার জায়গায় লতা-পাতা-গুল্ম এমনভাবে বিছিয়ে আছে, একটি সবুজ সুড়ঙ্গের মতো মনে হয় জায়গাটিকে। ভালোবাসার মানুষকে নিয়ে বেড়াতে যাওয়ার প্রিয় গন্তব্য এই টানেল অব লাভ।

বছরের যেকোনো সময় হাঁটতে যেতে পারেন সেখানে। তবে গ্রীষ্ম, শরৎ আর বসন্তে জায়গাটি সবচেয়ে সুন্দর। যখন প্রকৃতি গাছের লতাপাতাকে আশ্চর্যরকম সুন্দরভাবে ফুটিয়ে তোলে।

মোটামুটি বছর পনেরো আগে এই সুড়ঙ্গের কথা জানতে পারেন ইউক্রেন তথা গোটা পৃথিবীর মানুষ। এ জন্য ধন্যবাদ পেতে পারেন ওই পর্যটকেরা, যাঁরা ক্লেভানের ঠিক বাইরে ঝোপ-জঙ্গলে ঘোরাফেরা করতে করতে আচমকা গাছগাছালিতে লুকিয়ে থাকা একটি রেললাইন আবিষ্কার করে ফেলেন। তাঁদের তোলা ছবি ফেসবুকে দেওয়ার পর অনেকেই একে ফটোশপের কারসাজি ভেবেছিলেন। তবে বিষয়টি সত্যি নাকি পরীক্ষা করতে আরও কিছু পর্যটক সেখানে গেলেই নিশ্চিত হয় আশ্চর্য সুন্দর এই জায়গা আসলেই আছে।

ইউক্রেনের ক্লেভান শহরের কাছে টানেল অব লাভের অবস্থানসুড়ঙ্গ নিয়ে আছে নানা ধরনের গল্পগাথা। এর একটি অনুযায়ী, কয়েক শ বছর ধরেই সবুজ এ করিডরের অস্তিত্ব আছে। ক্লেভান দুর্গের এক যুগল পরিবারের কর্তাদের নজর এড়িয়ে দেখা করতে যেতেন সেখানে। এ ধরনের আরেকটি গল্প হলো, পোলিশ এক প্রকৌশলী ক্লেভানের এক মেয়ের প্রেমে পড়ে যান। তাই মেয়েটি যে এলাকায় বাস করতেন, মানে ওরজহেভের দিকে জঙ্গলের মধ্য দিয়ে একটি রেললাইন তৈরি করেন পথটিকে সংক্ষিপ্ত করার জন্য। তবে সবচেয়ে যুক্তিসংগত যে কথাটি শোনা যায় তা হলো, সামরিক কাজে ব্যবহারের জন্য সোভিয়েত ইউনিয়নের যুগে রেললাইনটি তৈরি করা হয়। আর এর গোপনীয়তার স্বার্থে লাইনের চারপাশে রোপণ করা হয় গাছ। সময়ের সঙ্গে সঙ্গে সামরিক কাজে ব্যবহার বন্ধ হয়ে যায় জায়গাটি। তারপর প্রকৃতি জায়গাটিকে সাজাতে থাকে বাধাহীনভাবে। ধীরে ধীরে গোটা জায়গাটি রূপ নেয় সবুজ এক সুড়ঙ্গে। পরে ওরজহেভের এক কাঠের কারখানা থেকে যখন একটি মালগাড়ি এ রেলপথ দিয়ে আসা-যাওয়া শুরু করে, এর ধাক্কায় ডালপালা ভেঙে গোটা সুড়ঙ্গটি আরও সুন্দর, সুশৃঙ্খল রূপ নেয়।

সুড়ঙ্গ দিয়ে চলেছে এক ট্রেনধীরে ধীরে জায়গাটি প্রেমিক-প্রেমিকাদের প্রিয় গন্তব্য হয়ে ওঠে। ভালোবাসার মানুষকে নিয়ে এখানে আসতে শুরু করেন সবাই। এই সুড়ঙ্গ নিয়ে নানা গল্প ছড়াতে থাকে তাঁদের মধ্যে। তাঁরা বিশ্বাস করেন এই সুড়ঙ্গে একটি চুম্বন সারা জীবনের জন্য মজবুত করে দেবে ভালোবাসাকে। আর তাঁরা যদি লাইনে দাঁড়িয়ে পরস্পরকে আলিঙ্গন করেন, কখনো আলাদা হবেন না।

ঋতুভেদে ভালোবাসার সুড়ঙ্গের চেহারা পাল্টায়নববিবাহিতদের কাছেও দারুণ জনপ্রিয় এ সুড়ঙ্গ। এখানে বিয়ের পোশাকে ছবি তুলতে ভালোবাসেন তাঁরা, পরস্পরের প্রতি অনুভূতি প্রকাশ করে বিভিন্ন ফুলগাছ রোপণ করেন। স্থানীয় বাসিন্দারা আবার বিশ্বাস করেন সুড়ঙ্গে ভ্রমণ সবার জন্য সৌভাগ্য বয়ে আনে, তাই বছরে অন্তত দুইবার এখানে আসা উচিত।

যখন বরফে ঢেকে যায় চারপাশএবার ভালোবাসার সুড়ঙ্গ নিয়ে কয়েকটি মজার তথ্য দেওয়া যাক। ২০১২ সালে জাপানি কোম্পানি ফুজি ফিল্মের একটি বিজ্ঞাপনচিত্র তৈরি করে সুড়ঙ্গটি নিয়ে। জাপানি পরিচালক আকিয়য়োশি ইমাজাকি একটি ছবির শুটিং করেন এ সুড়ঙ্গে, আর সুড়ঙ্গটি তাকে এতটাই মন্ত্রমুগ্ধ করে ফেলে, একপর্যায়ে ছবিটির নির্ধারিত নাম বদলে রাখেন ‘ক্লেভান-টানেল অব লাভ’। এ জায়গায় অনুপ্রাণিত হয়ে ২০১৭ সালে চীনে হেফেই শহরের কাছে একটি জায়গার নাম রাখা হয় টানেল অব লাভ।

অনেকের কাছেই টানেল অব লাভ পৃথিবীর সবচেয়ে সুন্দর রেললাইনগুলোর একটি। আবার এখান থেকে অল্প কিছুটা দূরত্ব পেরোলে পর্যটকেরা দেখার সুযোগ পান ক্লেভান দুর্গের দুর্ভেদ্য দেয়াল, আশ্চর্য সুন্দর সেতু। দুর্গের কাছেই আছে সুন্দর এক গির্জা। সবকিছু মিলিয়ে প্রেমিক-প্রেমিকেরা তো বটেই, পর্যটকদের কাছে পর্যন্ত এটি খুব প্রিয় এক জায়গা। তবে আজ দিনটিতে নিশ্চয় টানেল অব লাভে শুধু ভালোবাসার মানুষটিকে নিয়েই যাবেন সবাই। 

সূত্র: ভিডভি. ইউএ, এটলাস অবসকিউরা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত