পাকিস্তান ম্যাচের পর কী কারণে ক্ষমা চাইছেন হরভজন
ভারত-পাকিস্তান ম্যাচ হবে, অথচ তা নিয়ে কোনো আলোচনা-সমালোচনা থাকবে না—সেটা রীতিমতো অবাস্তব এক ব্যাপার। জাতীয় দলের খেলা হোক বা বয়সভিত্তিক ম্যাচ, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের পরও থেকে যায় রেশ। সদ্য সমাপ্ত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ডসের পাকিস্তান ম্যাচের পর ক্ষমা চাইলেন হরভজন সিং।