Ajker Patrika

রোহিতের ফোনকলেই কি সিদ্ধান্ত পাল্টেছিলেন দ্রাবিড় 

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

১৯ নভেম্বর, ২০২৩—গ্লেন ম্যাক্সওয়েল ২ রান নেওয়ার পর উচ্ছ্বাস শুরু অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। অস্ট্রেলিয়া উচ্ছ্বাস করলেও আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তখন পিনপতন নীরবতা। বিরাট কোহলি-রোহিত শর্মা থেকে শুরু করে রাহুল দ্রাবিড় পর্যন্ত সবার চোখ ছিল অশ্রুসিক্ত। এ কান্না যে টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে এসে হোঁচট খাওয়ার। 

ওয়ানডে বিশ্বকাপ চলার সময়ই দ্রাবিড়ের কোচ হিসেবে চুক্তির দুই বছর পূর্ণ হয়। ‘আহমেদাবাদ ট্রাজেডির’ পর এতটাই ভেঙে পড়েছিলেন যে চুক্তি নবায়ন করতে চাননি। সেই ঘটনার দুঃখ ভারত ভুলতে পেরেছে সাত মাস পর বার্বাডোজের কেনসিংটন ওভালে। রোহিত-দ্রাবিড় জুটির ভারত ৭ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৯ জুন। এশিয়ার দলটির ফুড়িয়েছে ১১ বছরের আইসিসি শিরোপা জয়ের অপেক্ষা। ভারতের কোচ হিসেবে দ্রাবিড়ের মেয়াদ শেষ হলো স্মরণীয় এক মুহূর্তের সাক্ষী হয়ে। 

দীর্ঘ অপেক্ষা ফুরোনোর রেশ যে এখনো কাটেনি ভারতের। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আজ সকালে এক পোস্ট করেছে। সদ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া রোহিতসহ ভারতের কোচিং স্টাফের সামনে দ্রাবিড়কে কথা বলতে দেখা গেছে ভিডিওতে। দ্রাবিড়ের মুখে নিজের নাম শুনে হাসলেন রোহিতও। সদ্য দায়িত্ব ছাড়া ভারতের কোচ বলেন, ‘রোহিতকে অসংখ্য ধন্যবাদ যে নভেম্বরে ফোন দিয়েছিল এবং আমাকে চাকরিটা চালিয়ে যেত বলল। এটা আমার জন্য অনেক বড় কিছু। তোমাদের প্রত্যেকের সঙ্গে কাজ করাটা সত্যিই আনন্দের।’ 

রোহিতকে নিয়েই দ্রাবিড়কে বেশি কথা বলতে শোনা গেছে। একই সঙ্গে ভারতের সকল ক্রিকেটারকেও প্রশংসা ভাসিয়েছেন দ্রাবিড়, ‘অধিনায়ক ও কোচ হিসেবে আমি জানি যে অনেকবারই আমাদের মধ্যে কথা হয়েছে। অনেক ব্যাপারে একমত হয়েছি। আবার দ্বিমত পোষণও করেছি। তোমাদের সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত