কেনসিংটন ওভালের ফাইনাল শেষে দক্ষিণ আফ্রিকার যে কজন ক্রিকেটার ভেঙে পড়েছিলেন, তাঁদের একজন ডেভিড মিলার। কান্নারত মিলারকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছেন তাঁর স্ত্রী—এমন একটা দৃশ্য ফাইনাল শেষে অনেকেরই নজর কেড়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের শনিবারের সে ফাইনালের হারটা এখনো হজম করতে পারছেন না মিলার!
৩০ বলে ৩০ রানের সহজ সমীকরণও মেলাতে পারেননি হেনরিখ ক্লাসেন-ডেভিড মিলাররা। ক্লাসেন, ইয়ানসেনদের বিদায়ের পর শেষ ভরসা হিসেবে উইকেটে ছিলেন মিলার। শেষ ওভারে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১৬ রান। শেষ ওভারের প্রথম বলেই হার্দিক পান্ডিয়াকে সজোরে মেরেছিলেন। সেটি ছক্কাও হতে পারত। কিন্তু লং অফের ওপর দিয়ে উড়ে যাওয়া বলকে লাফিয়ে আটকান সূর্যকুমার যাদব, শরীরের ভারসাম্য রাখতে না পেরে ফিল্ডার সীমানার বাইরে চলে গেলেও পরে সীমানার ভেতরে এসে দুর্দান্ত এক ক্যাচ বানান মিলারকে। তখন কার্যত শেষ প্রোটিয়াদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন।
ফাইনালের সেই দুস্মৃতি এখনো তাড়া করে ফিরছে মিলারকে। এক ইনস্টাগ্রাম পোস্টে গতকাল ব্যাটার লিখেছেন, ‘আমি বিধ্বস্ত!! দুই দিন আগে যা হয়েছে, হজম করা কঠিন। আমার খারাপ লাগাটা ভাষায় প্রকাশ করতে পারব না।’ তবে সেই পোস্টেই হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা বলেছেন মিলার, ‘তবে দলকে নিয়ে আমি কতটা গর্বিত, এই একটা ব্যাপার জানি আমি। মাসজুড়ে উত্থান-পতনের মধ্য দিয়ে পথচলাটা অবিশ্বাস্য ছিল। শেষে যন্ত্রণা সইতে হয়েছে আমাদের। এই দলের সহ্যক্ষমতা জানি আমি। মানদণ্ডটা আমরা উঁচুতে ঠিকই তুলে নেব।’
কেনসিংটন ওভালের ফাইনাল শেষে দক্ষিণ আফ্রিকার যে কজন ক্রিকেটার ভেঙে পড়েছিলেন, তাঁদের একজন ডেভিড মিলার। কান্নারত মিলারকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছেন তাঁর স্ত্রী—এমন একটা দৃশ্য ফাইনাল শেষে অনেকেরই নজর কেড়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের শনিবারের সে ফাইনালের হারটা এখনো হজম করতে পারছেন না মিলার!
৩০ বলে ৩০ রানের সহজ সমীকরণও মেলাতে পারেননি হেনরিখ ক্লাসেন-ডেভিড মিলাররা। ক্লাসেন, ইয়ানসেনদের বিদায়ের পর শেষ ভরসা হিসেবে উইকেটে ছিলেন মিলার। শেষ ওভারে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১৬ রান। শেষ ওভারের প্রথম বলেই হার্দিক পান্ডিয়াকে সজোরে মেরেছিলেন। সেটি ছক্কাও হতে পারত। কিন্তু লং অফের ওপর দিয়ে উড়ে যাওয়া বলকে লাফিয়ে আটকান সূর্যকুমার যাদব, শরীরের ভারসাম্য রাখতে না পেরে ফিল্ডার সীমানার বাইরে চলে গেলেও পরে সীমানার ভেতরে এসে দুর্দান্ত এক ক্যাচ বানান মিলারকে। তখন কার্যত শেষ প্রোটিয়াদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন।
ফাইনালের সেই দুস্মৃতি এখনো তাড়া করে ফিরছে মিলারকে। এক ইনস্টাগ্রাম পোস্টে গতকাল ব্যাটার লিখেছেন, ‘আমি বিধ্বস্ত!! দুই দিন আগে যা হয়েছে, হজম করা কঠিন। আমার খারাপ লাগাটা ভাষায় প্রকাশ করতে পারব না।’ তবে সেই পোস্টেই হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা বলেছেন মিলার, ‘তবে দলকে নিয়ে আমি কতটা গর্বিত, এই একটা ব্যাপার জানি আমি। মাসজুড়ে উত্থান-পতনের মধ্য দিয়ে পথচলাটা অবিশ্বাস্য ছিল। শেষে যন্ত্রণা সইতে হয়েছে আমাদের। এই দলের সহ্যক্ষমতা জানি আমি। মানদণ্ডটা আমরা উঁচুতে ঠিকই তুলে নেব।’
মেয়েদের ফিফা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। আজ ২০২৫ মেয়েদের ইউরোর ফাইনালও জিতলে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা বিশ্বকাপ ও ইউরোর শিরোপা জিতবে তারা। মেয়েদের ফুটবলে বিরল এই কীর্তি আছে কেবল জার্মান মেয়েদেরই। ২০০৭ ও ২০০৯ সালে টানা এই দুটি শিরোপা জিতেছিল তারা। আজ মেয়েদের ইউরোর ফাইনালে ডিফেন্ডিং
৫ মিনিট আগেহেডিংলি ও এজবাস্টন টেস্টে রানের ফোয়ারা ছুটিয়ে কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন শুবমান গিল। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে হাসেনি তাঁর ব্যাট। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে করেন ১২ রান। ভারতের নবাগত টেস্ট অধিনায়ক হয়তো ভাবলেন, এভাবে আর কত! দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন তিনি।
১৮ মিনিট আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এখন যেন ওয়েস্ট ইন্ডিজের কাছে ‘সোনার হরিণ’। তিন ম্যাচের টেস্ট সিরিজে তো উইন্ডিজকে নাজেহাল করেছে অস্ট্রেলিয়া। এবার পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজ পেরে উঠছে না অজিদের সঙ্গে। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়রা সাত ম্যাচের সাতটিতেই হেরেছে
১ ঘণ্টা আগেবয়স ৩৮ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে সেটা যে বোঝার উপায় নেই। গোলের পর গোল করে চলেছেন। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। ছন্দে থাকা এই মেসিকে আজ পেল না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি না থাকার অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামি।
২ ঘণ্টা আগে