Ajker Patrika

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত

আপডেট : ১১ জুলাই ২০২৪, ১৭: ১৫
চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চ্যাম্পিয়নস ট্রফির দিকে নজর দলগুলোর। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে হবে টুর্নামেন্টের নবম সংস্করণ। কিন্তু যেখানে পাকিস্তান থাকবে, সেখানে ভারতের আপত্তি থাকাও স্বাভাবিক! দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের রাজনৈতিক বৈরিতা ক্রিকেট মাঠে সব সময়ই বেশ চর্চা হয়। 

অনেক দিন ধরেই আলোচনা হচ্ছিল, পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যেতে চায় না ভারত। টুর্নামেন্ট শুরু হতে বাকি আর ৭ মাস। এর মধ্যে নতুন করে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলবে না ভারত। এই টুর্নামেন্ট দুবাই কিংবা শ্রীলঙ্কায় আয়োজন করতে আইসিসির কাছে অনুরোধ করবে তারা। অন্তত নিজেদের ম্যাচগুলো হলেও পাকিস্তান থেকে সরিয়ে শ্রীলঙ্কা বা দুবাইতে নিতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। 

ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চ্যাম্পিয়নস ট্রফির সম্ভাব্য সূচি আইসিসির কাছে পাঠিয়ে দিয়েছে বলেও সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসেছে। তবে ভারত পাকিস্তানে খেলতে যাবে কি না, এই সংশয় ছিল শুরু থেকেই। পিসিবি ভারতকে তাদের সব ম্যাচ লাহোরে খেলার প্রস্তাব দিয়েছিল। 

সর্বশেষ এশিয়া কাপেও পাকিস্তানে খেলতে যায়নি ভারত। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলো আয়োজন করা হয়েছিল শ্রীলঙ্কার মাঠে। এই বছরের মে মাসে বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা বলেছিলেন, কেন্দ্রীয় সরকার অনুমতি দিলেই ভারতীয় দল টুর্নামেন্টের জন্য পাকিস্তান সফর করবে। 

এরই মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির সম্ভাব্য গ্রুপিং ছড়িয়ে গেছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান পড়েছে একই গ্রুপে। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গে আছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। সর্বশেষ ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত