টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চ্যাম্পিয়নস ট্রফির দিকে নজর দলগুলোর। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে হবে টুর্নামেন্টের নবম সংস্করণ। কিন্তু যেখানে পাকিস্তান থাকবে, সেখানে ভারতের আপত্তি থাকাও স্বাভাবিক! দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের রাজনৈতিক বৈরিতা ক্রিকেট মাঠে সব সময়ই বেশ চর্চা হয়।
অনেক দিন ধরেই আলোচনা হচ্ছিল, পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যেতে চায় না ভারত। টুর্নামেন্ট শুরু হতে বাকি আর ৭ মাস। এর মধ্যে নতুন করে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলবে না ভারত। এই টুর্নামেন্ট দুবাই কিংবা শ্রীলঙ্কায় আয়োজন করতে আইসিসির কাছে অনুরোধ করবে তারা। অন্তত নিজেদের ম্যাচগুলো হলেও পাকিস্তান থেকে সরিয়ে শ্রীলঙ্কা বা দুবাইতে নিতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড।
ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চ্যাম্পিয়নস ট্রফির সম্ভাব্য সূচি আইসিসির কাছে পাঠিয়ে দিয়েছে বলেও সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসেছে। তবে ভারত পাকিস্তানে খেলতে যাবে কি না, এই সংশয় ছিল শুরু থেকেই। পিসিবি ভারতকে তাদের সব ম্যাচ লাহোরে খেলার প্রস্তাব দিয়েছিল।
সর্বশেষ এশিয়া কাপেও পাকিস্তানে খেলতে যায়নি ভারত। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলো আয়োজন করা হয়েছিল শ্রীলঙ্কার মাঠে। এই বছরের মে মাসে বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা বলেছিলেন, কেন্দ্রীয় সরকার অনুমতি দিলেই ভারতীয় দল টুর্নামেন্টের জন্য পাকিস্তান সফর করবে।
এরই মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির সম্ভাব্য গ্রুপিং ছড়িয়ে গেছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান পড়েছে একই গ্রুপে। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গে আছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। সর্বশেষ ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চ্যাম্পিয়নস ট্রফির দিকে নজর দলগুলোর। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে হবে টুর্নামেন্টের নবম সংস্করণ। কিন্তু যেখানে পাকিস্তান থাকবে, সেখানে ভারতের আপত্তি থাকাও স্বাভাবিক! দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের রাজনৈতিক বৈরিতা ক্রিকেট মাঠে সব সময়ই বেশ চর্চা হয়।
অনেক দিন ধরেই আলোচনা হচ্ছিল, পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যেতে চায় না ভারত। টুর্নামেন্ট শুরু হতে বাকি আর ৭ মাস। এর মধ্যে নতুন করে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলবে না ভারত। এই টুর্নামেন্ট দুবাই কিংবা শ্রীলঙ্কায় আয়োজন করতে আইসিসির কাছে অনুরোধ করবে তারা। অন্তত নিজেদের ম্যাচগুলো হলেও পাকিস্তান থেকে সরিয়ে শ্রীলঙ্কা বা দুবাইতে নিতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড।
ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চ্যাম্পিয়নস ট্রফির সম্ভাব্য সূচি আইসিসির কাছে পাঠিয়ে দিয়েছে বলেও সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসেছে। তবে ভারত পাকিস্তানে খেলতে যাবে কি না, এই সংশয় ছিল শুরু থেকেই। পিসিবি ভারতকে তাদের সব ম্যাচ লাহোরে খেলার প্রস্তাব দিয়েছিল।
সর্বশেষ এশিয়া কাপেও পাকিস্তানে খেলতে যায়নি ভারত। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলো আয়োজন করা হয়েছিল শ্রীলঙ্কার মাঠে। এই বছরের মে মাসে বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা বলেছিলেন, কেন্দ্রীয় সরকার অনুমতি দিলেই ভারতীয় দল টুর্নামেন্টের জন্য পাকিস্তান সফর করবে।
এরই মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির সম্ভাব্য গ্রুপিং ছড়িয়ে গেছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান পড়েছে একই গ্রুপে। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গে আছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। সর্বশেষ ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।
অ্যাটাক-সেট-হিট, বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টের এই তিন শব্দের দর্শন যেন দুবাইয়ের গরমেও অনুপ্রেরণা ইমন-শরীফুলদের। মুম্বাই ইন্ডিয়ানসে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্যামেন্টের অধীনে গত দুই দিন আইসিসি একাডেমি মাঠে নিবিড় অনুশীলন করেছে বাংলাদেশ দল। আগ্রাসী মানসিকতা, আত্মবিশ্বাসী শরীরী ভাষা...
৯ মিনিট আগেআইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। ৬ ধাপ পিছিয়ে ১৫ নম্বরে অবস্থান সংযুক্ত আরব আমিরাতের। এই দলের বিপক্ষে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজে দুই লক্ষ্য বাংলাদেশের।
১২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রভাব ক্রিকেটে কতটা পড়েছে, সেটা তো কারও অজানা নয়। আইপিএল, পিএসএল দুটি টুর্নামেন্টই বাধ্য হয়ে স্থগিত করা হয়েছিল। ভারত-পাকিস্তানের এই দুই ফ্র্যাঞ্চাইজি লিগ যখন মাঠে গড়াচ্ছে আবার, তখন ঘটছে নানা ঘটনা।
১৩ ঘণ্টা আগেসাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেয়েছে বাংলাদেশ। আজ সেমিফাইনালে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে ভারত।
১৩ ঘণ্টা আগে