Ajker Patrika

হারিকেনে আটকে পড়া রোহিত-কোহলিরা কবে ফিরবেন ভারতে

হারিকেনে আটকে পড়া রোহিত-কোহলিরা কবে ফিরবেন ভারতে

চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের অপেক্ষায় রয়েছে পুরো দেশ। তবে বার্বাডোজের বৈরি আবহাওয়ায় ফেঁসে গেছে দলটি। একারণে রোহিত শর্মা-বিরাট কোহলিদের দেশে ফিরতে দেরি হচ্ছে। দেরিতে হলেও তাদের দেশে ফেরার ব্যাপারে এখন ‘আশার আলো’ দেখা যাচ্ছে। 

বার্বাডোজের স্থানীয় সময় পরশু সকালে ‘বেরিল’ নামক হারিকেন ক্যাটাগরি তিনে পরিণত হয়েছিল। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে তা জানা গেছে। ক্যাটাগরি তিন থেকে সেটা যখন চারে পরিণত হয়, তখন বাধ্য হয়ে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। তবে বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া মোটলি আশা করছেন, দ্রুতই সবকিছু স্বাভাবিক হবে। মোটলি প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, ‘আমি অগ্রিম কিছু বলতে চাচ্ছি না এই ব্যাপারে। তবে বিমানবন্দরের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত কথা বলেছি। শেষ মুহূর্তে তারা পরীক্ষা করে দেখছেন এবং দ্রুত সবকিছু স্বাভাবিক করতে চাচ্ছি। অনেক লোক আছেন যাদের গত রাতে অথবা আজ সকালে চলে যাওয়ার কথা ছিল। তাদের সব ধরনের সুবিধা নিশ্চিত করতে চাচ্ছি। ধারণা করছি, ১২ ঘণ্টার মধ্যে সবকিছু স্বাভাবিক হবে।’ 

ভারতীয় ক্রিকেটারদের বহর আজ ব্রিজটাউনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ছাড়ার কথা। বুধবার ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দিল্লিতে পৌঁছাবে বলে সূত্র জানিয়েছে। ক্রিকেটারদের তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরণ করবেন। ইভেন্টের সূচি অবশ্য এখনো ঠিক হয়নি। তবে ভারতীয় দল যত তাড়াতাড়ি বার্বাডোজ ছাড়বে, তাদের জন্য মঙ্গল। মোটলি জানিয়েছেন, আগামীকাল আরেক দফা হারিকেনের পূর্বাভাস রয়েছে। রিংকু সিং, যশস্বী জয়সওয়াল, শিবম দুবে, খলিল আহমেদ, সঞ্জু স্যামসন—এই পাঁচ ক্রিকেটারের জিম্বাবুয়ে যাওয়ার কথা। ৬ জুলাই হারারেতে শুরু হচ্ছে জিম্বাবুয়ে-ভারত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। জিম্বাবুয়ের উদ্দেশ্যে সিরিজে থাকা ভারতের বাকি সদস্য আজ সকালে দেশ ছেড়েছেন। 

বার্বাডোজ ও তার পার্শ্ববর্তী দ্বীপগুলোতে ভয়ংকর ঝড় গতকাল আঘাত হেনেছে। প্রায় ৩ লাখ জনসংখ্যার বার্বাডোজ গত পরশু সন্ধ্যা থেকে লকডাউনে রয়েছে। আবহাওয়া নিয়ে প্রধানমন্ত্রী মোটলি বলেন, ‘বার্বাডোজের স্থানীয় লোক, সফরকারী যারা বিশ্বকাপে এসেছেন, সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাচ্ছি। ভাগ্য খুবই ভালো যে ঝড় এখানে হয়নি। হারিকেন আমাদের থেকে ৮০ মাইল দূরে ছিল। সেকারণে উপকূলবর্তী এলাকা বাজেভাবে ক্ষতিগ্রস্ত হতে পারত। হয়তো আরও বাজে হতে পারত। তবে এখনই উপযুক্ত সময় সবকিছু ঠিকঠাক করার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত