Ajker Patrika

পাকিস্তান ম্যাচের পর কী কারণে ক্ষমা চাইছেন হরভজন

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১১: ৪২
Thumbnail image

ভারত-পাকিস্তান ম্যাচ হবে, অথচ তা নিয়ে কোনো আলোচনা-সমালোচনা থাকবে না, সেটা রীতিমতো অবাস্তব এক ব্যাপার। জাতীয় দলের খেলা হোক বা বয়সভিত্তিক ম্যাচ, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের পরও থেকে যায় রেশ। সদ্য সমাপ্ত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ডসের পাকিস্তান ম্যাচের পর ক্ষমা চাইলেন হরভজন সিং। 

পাকিস্তানকে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ডসের শিরোপা জেতার পর ভারতীয় ক্রিকেট দল মজার একটি ভিডিও পোস্ট করে ইনস্টাগ্রামে। ভিডিওতে দেখা যায়, হরভজনের সঙ্গে যুবরাজ সিং ও সুরেশ রায়না—ভারতের এই তিন ক্রিকেটার পায়ে হাত দিয়ে খুঁড়ি খুঁড়িয়ে হাঁটছেন এবং ক্যাপশন দিয়েছেন ‘শরীর তো তওবা তওবা’ হয়ে গেল। পাকিস্তানকে নিয়ে মজা করার জন্যই যে এমনটা করা, সেটা আর না বললেও চলছে। মজা করার এই ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হলে তুমুল সমালোচনা শুরু হয়। শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করার অভিযোগ আনা হয় হরভজনদের বিরুদ্ধে। 

সমালোচনা যখন থামার নামই নিচ্ছে না, তখন ঘটনাটা নিয়ে ব্যাখ্যা দিলেন হরভজন। ভারতের সাবেক স্পিনার অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ইংল্যান্ডে চ্যাম্পিয়নশিপ জয়ের পর তওবা তওবা নামে একটি ভিডিও আমরা প্রকাশ করেছি। অনেকেই সেটা নিয়ে অভিযোগ করেছেন। এ ব্যাপারটিই আমি এখন স্পষ্ট করে বলতে চাচ্ছি। কারও অনুভূতিকে আঘাত করতে চাইনি। এই ভিডিওটা ১৫ দিন ক্রিকেট খেলে যে আমরা ক্লান্ত, সেটা বোঝাতে চেয়েছি। যারা শারীরিকভাবে অক্ষম, তাদের অপমান করার চেষ্টা করিনি। যদিও অনেকে মনে করেন, আমরা ভুল করেছি। আমার পক্ষ থেকে ক্ষমা চাইছি সবার কাছে।’ 

তুমুল সমালোচনার মুখে হরভজন-যুবরাজদের ‘তওবা তওবা’ ভিডিও মুছে দেওয়া হয়। হরভজনের মতে, এ ব্যাপারে বাড়তি আলোচনা না হওয়াই ভালো। ভারতীয় সাবেক ক্রিকেটার বলেন, ‘সকল সম্প্রদায় এবং প্রত্যেককে আমরা সম্মান করি। ঘটনাটা এখানেই শেষ হয়ে যাক। আমরা সামনে এগোই। সুস্থ এবং হাসিখুশি থাকুন। সবার প্রতি ভালোবাসা।’ 

বার্মিংহামে ১৩ জুলাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ডসের ফাইনালে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ১৫৬ রান করে পাকিস্তান চ্যাম্পিয়নস। রান তাড়া করতে নেমে ভারত ৫ বল হাতে রেখে ৫ উইকেটের জয়ে শিরোপা নিশ্চিত করে ভারত চ্যাম্পিয়নস। সেই ম্যাচের পর যখন হরভজন-যুবরাজরা ভিডিও বানিয়েছিলেন, তখন তুমুল সমালোচনা করে ভারতের শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য কাজ করা প্রতিষ্ঠান এনপিআরডি। এনপিআরডি ভিডিওটিকে লজ্জাজনক আখ্যা দিয়ে বলেছিল, ‘যখন আমাদের জাতীয় বীরেরা এমন কাজ করে, তখন সেটার নিন্দা জানানোর জন্য কোনো ভাষাই যথেষ্ট নয়। এমন জঘন্য কাজ তাদের হীনমন্যতারই প্রতিফলন।’ 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত