আইসিসি ইভেন্টে ১১ বছরের শিরোপাখরা ভারত কাটিয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে। রোহিত শর্মার নেতৃত্বে এমন জয় পাওয়ার পর তাঁকে নিয়ে শুধু প্রশংসা আর প্রশংসা। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সচিব জয় শাহর মতে, রোহিতের নেতৃত্বে ভারত আরও বৈশ্বিক শিরোপা জিতবে।
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—জনপ্রিয় এই প্রবাদের বাস্তব প্রমাণ ভারত প্রায় পেয়েই গিয়েছিল ২৯ জুন বার্বাডোজের কেনসিংটন ওভালে। কারণ শিরোপা জিততে হাতে ৬ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার শেষ ৪ ওভারে দরকার ছিল ২৬ রান। সেখান থেকে রোহিতের বুদ্ধিদ্বীপ্ত অধিনায়কত্বে ৭ রানের রুদ্ধশ্বাস জয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ অর্জন করে ভারত। শিরোপাজয়ী ভারতকে ৪ জুলাই রাজকীয়ভাবে বরণ করা হয়। ছাদখোলা বাসে শিরোপা নিয়ে মুম্বাই শহরে প্যারেড করেছেন রোহিত-বিরাট কোহলিরা। শুধু তাই নয়, ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁরা সমবেত সুরে ‘বন্দে মাতরম’ গান গেয়েছেন। সামাজিক মাধ্যমে ওয়াংখেড়েতে ভারতীয় দলের এই গান গাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আগামী বছর রয়েছে আরও দুটি আইসিসি ইভেন্ট। পাকিস্তানে হতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে লর্ডসে। ওয়ানডে ও টেস্টে রোহিত এখনো ভারতের অধিনায়ক। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর অনেকের মতো জয় শাহরও আসা-ভরসা বেড়েছে রোহিতকে নিয়ে। বিসিসিআইয়ের গতকাল প্রকাশিত এক ভিডিওতে জয় শাহ বলেছেন, ‘২০২৩-এর নভেম্বরে ১০ ম্যাচ জিতে হৃদয় জিতেছিলাম, তবে বিশ্বকাপ জিততে পারিনি। রাজকোটে বলেছিলাম যে ২৯ জুন আমরা হৃদয়, শিরোপা সবই জিতব এবং বার্বাডোজে পতাকা উঁচিয়ে ধরব। আমাদের অধিনায়ক সেটা করে দেখিয়েছে। এই জয়ের পর চ্যাম্পিয়নস ট্রফি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল—রোহিতের নেতৃত্বে পরবর্তী এই দুই শিরোপাও আমরা জিতবে বলে মনে করছি।’
৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলে বার্বাডোজে ফাইনাল-সেরা হয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন কোহলি। কয়েক ঘণ্টা পর রোহিত ভারতের জার্সিতে আর টি-টোয়েন্টি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। পরদিন রবীন্দ্র জাদেজাও অবসর নেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতের প্রধান কোচের পদ থেকে স্মরণীয় বিদায় হয়েছে রাহুল দ্রাবিড়ের। জয় শাহ বলেন, ‘আমি এই জয় উৎসর্গ করতে চাই কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাকে।’
আইসিসি ইভেন্টে ১১ বছরের শিরোপাখরা ভারত কাটিয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে। রোহিত শর্মার নেতৃত্বে এমন জয় পাওয়ার পর তাঁকে নিয়ে শুধু প্রশংসা আর প্রশংসা। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সচিব জয় শাহর মতে, রোহিতের নেতৃত্বে ভারত আরও বৈশ্বিক শিরোপা জিতবে।
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—জনপ্রিয় এই প্রবাদের বাস্তব প্রমাণ ভারত প্রায় পেয়েই গিয়েছিল ২৯ জুন বার্বাডোজের কেনসিংটন ওভালে। কারণ শিরোপা জিততে হাতে ৬ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার শেষ ৪ ওভারে দরকার ছিল ২৬ রান। সেখান থেকে রোহিতের বুদ্ধিদ্বীপ্ত অধিনায়কত্বে ৭ রানের রুদ্ধশ্বাস জয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ অর্জন করে ভারত। শিরোপাজয়ী ভারতকে ৪ জুলাই রাজকীয়ভাবে বরণ করা হয়। ছাদখোলা বাসে শিরোপা নিয়ে মুম্বাই শহরে প্যারেড করেছেন রোহিত-বিরাট কোহলিরা। শুধু তাই নয়, ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁরা সমবেত সুরে ‘বন্দে মাতরম’ গান গেয়েছেন। সামাজিক মাধ্যমে ওয়াংখেড়েতে ভারতীয় দলের এই গান গাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আগামী বছর রয়েছে আরও দুটি আইসিসি ইভেন্ট। পাকিস্তানে হতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে লর্ডসে। ওয়ানডে ও টেস্টে রোহিত এখনো ভারতের অধিনায়ক। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর অনেকের মতো জয় শাহরও আসা-ভরসা বেড়েছে রোহিতকে নিয়ে। বিসিসিআইয়ের গতকাল প্রকাশিত এক ভিডিওতে জয় শাহ বলেছেন, ‘২০২৩-এর নভেম্বরে ১০ ম্যাচ জিতে হৃদয় জিতেছিলাম, তবে বিশ্বকাপ জিততে পারিনি। রাজকোটে বলেছিলাম যে ২৯ জুন আমরা হৃদয়, শিরোপা সবই জিতব এবং বার্বাডোজে পতাকা উঁচিয়ে ধরব। আমাদের অধিনায়ক সেটা করে দেখিয়েছে। এই জয়ের পর চ্যাম্পিয়নস ট্রফি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল—রোহিতের নেতৃত্বে পরবর্তী এই দুই শিরোপাও আমরা জিতবে বলে মনে করছি।’
৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলে বার্বাডোজে ফাইনাল-সেরা হয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন কোহলি। কয়েক ঘণ্টা পর রোহিত ভারতের জার্সিতে আর টি-টোয়েন্টি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। পরদিন রবীন্দ্র জাদেজাও অবসর নেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতের প্রধান কোচের পদ থেকে স্মরণীয় বিদায় হয়েছে রাহুল দ্রাবিড়ের। জয় শাহ বলেন, ‘আমি এই জয় উৎসর্গ করতে চাই কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাকে।’
পাঁচ মাস পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। শারজায় আরব আমিরাতের বিপক্ষে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবেন লিটন দাসরা। জাতীয় দলের লম্বা বিরতি গেলেও ক্রিকেটাররা অবশ্য মাঝে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মোটামুটি সবাই ছিলেন। পাকিস্তান সুপার লিগে...
২৮ মিনিট আগেচ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল থেকে ছিটকে গেছে বার্সেলোনা। তবু মৌসুমটা তাদের দুর্দান্তই কাটছে। দুটি শিরোপা জেতা হয়ে গিয়েছিল আগেই। বার্সেলোনা অপেক্ষায় ছিল লা লিগার। এস্পানিওলের মাঠে জিতে লিগ শিরোপাও নিশ্চিত হয়ে যায় কাতালানদের। তারপরই বড় আকারে উদ্যাপনের প্রস্তুতি। ঘরোয়া ট্রেবল জিতে ছাদখোলা বাসেই...
২ ঘণ্টা আগেগত মার্চের শেষে ক্রেইগ ব্র্যাথওয়েট ছেড়ে দেন টেস্ট ক্রিকেটের নেতৃত্ব। এবার নতুন অধিনায়ক ঠিক করতে হলো ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে। তবে নতুন নেতৃত্ব রয়েছে চমক। দুই বছরের বেশি সময় ধরে টেস্ট না খেলা রোস্টন চেজকে সাদা বলের অধিনায়কত্ব দিয়েছে তারা। ২০২৩ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে খেলার..
৩ ঘণ্টা আগেশারজায় আজ শুরু হচ্ছে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। আমিরাতের বিপক্ষে এর আগে কুড়ি ওভারের ৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, সবগুলোয় জিতেছেন শান্ত-লিটনরাই।
৩ ঘণ্টা আগে