Ajker Patrika

ভারতকে আরও আইসিসি ইভেন্টের শিরোপা জেতাবেন রোহিত, বলছেন জয় শাহ 

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১২: ১২
ভারতকে আরও আইসিসি ইভেন্টের শিরোপা জেতাবেন রোহিত, বলছেন জয় শাহ 

আইসিসি ইভেন্টে ১১ বছরের শিরোপাখরা ভারত কাটিয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে। রোহিত শর্মার নেতৃত্বে এমন জয় পাওয়ার পর তাঁকে নিয়ে শুধু প্রশংসা আর প্রশংসা। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সচিব জয় শাহর মতে, রোহিতের নেতৃত্বে ভারত আরও বৈশ্বিক শিরোপা জিতবে। 

ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—জনপ্রিয় এই প্রবাদের বাস্তব প্রমাণ ভারত প্রায় পেয়েই গিয়েছিল ২৯ জুন বার্বাডোজের কেনসিংটন ওভালে। কারণ শিরোপা জিততে হাতে ৬ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার শেষ ৪ ওভারে দরকার ছিল ২৬ রান। সেখান থেকে রোহিতের বুদ্ধিদ্বীপ্ত অধিনায়কত্বে ৭ রানের রুদ্ধশ্বাস জয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ অর্জন করে ভারত। শিরোপাজয়ী ভারতকে ৪ জুলাই রাজকীয়ভাবে বরণ করা হয়। ছাদখোলা বাসে শিরোপা নিয়ে মুম্বাই শহরে প্যারেড করেছেন রোহিত-বিরাট কোহলিরা। শুধু তাই নয়, ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁরা সমবেত সুরে ‘বন্দে মাতরম’ গান গেয়েছেন। সামাজিক মাধ্যমে ওয়াংখেড়েতে ভারতীয় দলের এই গান গাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আগামী বছর রয়েছে আরও দুটি আইসিসি ইভেন্ট। পাকিস্তানে হতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে লর্ডসে। ওয়ানডে ও টেস্টে রোহিত এখনো ভারতের অধিনায়ক। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর অনেকের মতো জয় শাহরও আসা-ভরসা বেড়েছে রোহিতকে নিয়ে। বিসিসিআইয়ের গতকাল প্রকাশিত এক ভিডিওতে জয় শাহ বলেছেন, ‘২০২৩-এর নভেম্বরে ১০ ম্যাচ জিতে হৃদয় জিতেছিলাম, তবে বিশ্বকাপ জিততে পারিনি। রাজকোটে বলেছিলাম যে ২৯ জুন আমরা হৃদয়, শিরোপা সবই জিতব এবং বার্বাডোজে পতাকা উঁচিয়ে ধরব। আমাদের অধিনায়ক সেটা করে দেখিয়েছে। এই জয়ের পর চ্যাম্পিয়নস ট্রফি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল—রোহিতের নেতৃত্বে পরবর্তী এই দুই শিরোপাও আমরা জিতবে বলে মনে করছি।’ 

৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলে বার্বাডোজে ফাইনাল-সেরা হয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন কোহলি। কয়েক ঘণ্টা পর রোহিত ভারতের জার্সিতে আর টি-টোয়েন্টি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। পরদিন রবীন্দ্র জাদেজাও অবসর নেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতের প্রধান কোচের পদ থেকে স্মরণীয় বিদায় হয়েছে রাহুল দ্রাবিড়ের। জয় শাহ বলেন, ‘আমি এই জয় উৎসর্গ করতে চাই কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাকে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

নিয়োগে অনিয়ম প্রমাণিত, তবু শিক্ষককে যোগদানের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত