ক্রিসমাসে কেন কেক খাওয়া হয়
ক্রিসমাস শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিচিত্র পদের কেকের ছবি। এসব কেকের কোনোটা ডিম ছাড়া, কোনোটা ডিম দিয়েই বানানো, কোনোটা আবার চকলেটি তো কোনোটা শুকনো ফলে বানানো। কিন্তু প্রশ্ন জাগে না মনে, ক্রিসমাসে কেন কেকই খাওয়া হয়? এর গল্পটা কী?