Ajker Patrika

ক্রিসমাসে কেন কেক খাওয়া হয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ২৩: ৩৬
ক্রিসমাসে কেন কেক খাওয়া হয়

ক্রিসমাস শুনলেই ভেসে ওঠে বিচিত্র পদের কেকের ছবি। এসব কেকের কোনোটা ডিম ছাড়া, কোনোটা ডিম দিয়েই বানানো, কোনোটা আবার চকলেট, তো কোনোটা শুকনো ফলে বানানো। কিন্তু প্রশ্ন জাগে না মনে, ক্রিসমাসে কেন কেকই খাওয়া হয়। এর গল্পটা কী? 

ক্রিসমাসে কেন কেকই খাওয়া হয়, তার সঠিক কোনো কারণের সন্ধান পাওয়া যায় না। তবে ছোট ছোট কিছু তথ্য আর কিছু মিথ থেকে এটা বোঝা যায় যে ইংরেজ ঐতিহ্যে লুকিয়ে আছে এই ক্রিসমাস কেকের মূল। শুরুতে হয়তো ক্রিসমাসে কেক খাওয়ার প্রচলন ছিল না। কোনো কোনো তথ্য জানাচ্ছে, সম্ভবত কেকের বদলে আগে প্লাম পরিজ খাওয়ার প্রচলন ছিল। মূলত উপবাস ভাঙার জন্য খাওয়া হতো প্লাম পরিজ। দীর্ঘদিন ধরে প্লাম পরিজের রেসিপিতে বেশ খানিকটা বদল আসে। এই বদলে যাওয়া রেসিপিতে যোগ হয় মধু, শুকনো ফল ও মসলা। এসব নতুন উপাদানের জন্য প্লাম পরিজ ধীরে ধীরে পুডিংয়ের আকার ধারণ করে। ১৬ শতক পর্যন্ত সেই ঐতিহ্য চলতে থাকে। 

এরপর পর্দায় গমের আটার বদলে হাজির হয় ওটস। এর সঙ্গে যোগ হয় ডিম ও মাখন। ফলে আগেই বদলে যাওয়া প্লাম পুডিং এবার হয়ে গেল প্লাম কেক। ক্রিসমাসে এ ধরনের কেক খাওয়ারই চল ছিল আগে। এই কেকও ধীরে ধীরে অনেক বদলে গেছে রেসিপির দিক থেকে। ইংল্যান্ডে কেক বানানো হয় ঋতুভিত্তিক ফল দিয়ে বা শুকনো ফল দিয়ে। অবাক করা বিষয় হলো, বড়লোকদের বাড়ির ক্রিসমাস কেকে যোগ করা হতো ভারতীয় উপমহাদেশ থেকে নিয়ে যাওয়া বিভিন্ন স্বাদের মসলা। ক্রিসমাস কেকে সেই ঐতিহ্য এখনো চলছে। অবশ্য শুধু কেকই নয়, ইস্টারের সময় থেকে ধনী ব্রিটিশদের বাড়িতে চিনি ও বিভিন্ন ধরনের বাদামের মিশ্রণে তৈরি হতো মার্জিপান। এ ছাড়া রকমারি সুস্বাদু খাবার রান্না হয় ব্রিটিশদের হেঁশেলে। 

এখন প্রতিটি দেশে ক্রিসমাস কেকের হাজারো রেসিপি পাওয়া যায়। কোনো কোনো দেশের আছে শত শত বছরের ঐতিহ্য—

এগলেস চকলেট কেক
ক্রিসমাসকে স্বাগত জানাতে এটি হতে পারে দারুণ এক মাধ্যম। জিবে জল আনা এই কেক তৈরিও বেশ সহজ—

উপকরণ
ময়দা আধা কাপ, কোকো পাউডার ২ টেবিল চামচ, বেকিং সোডা ১ চা-চামচ, বেকিং পাউডার আধা চা-চামচ, লবণ স্বাদমতো, তরল দুধ আধা কাপ, ভিনেগার আধা টেবিল চামচ, চিনি আধা কাপ, তেল ১ টেবিল চামচ, চকলেট এসেন্স ১ চা-চামচ। 

কমলার সুবাশ মাখা কেক ক্রিসমাস উদযাপনে ভিন্ন মাত্রা এনে দিতে পারেপ্রণালি
সব শুকনো উপকরণ চেলে মিশিয়ে রেখে দিন। এবার আরেকটি পাত্রে একসঙ্গে তরল দুধ, ভিনেগার ও চিনি স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর বিট করতে হবে ৫-৭ মিনিট। হয়ে গেলে তেল, এসেন্স দিয়ে আবারও ৩০ সেকেন্ডের মতো বিট করে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারের সঙ্গে আগে থেকে রেডি করে রাখা শুকনো উপকরণ মিশিয়ে নিতে হবে। সব উপকরণ একবারে না দিয়ে একের পর এক দিয়ে মিশিয়ে নিন। 

এবার একটি ৭ ইঞ্চি কেক মোল্ডে বেকিং পেপার বিছিয়ে নিন। কেকের ব্যাটার এই মোল্ডে ঢেলে দু-তিনবার জোরে জোরে ট্যাপ করে বাতাস বের করে নিতে হবে। 

ইলেকট্রিক ওভেন ১৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১০ মিনিট প্রিহিট করে নিয়ে কেকের ব্যাটারের পাত্র ৫০-৫৫ মিনিটের মতো বেক করতে হবে। কেক বেক হয়েছে কি না, তা বোঝার জন্য একটি কাঠি কেকের মাঝ বরাবর দিয়ে চেক করে নিতে হবে। কাঠিটা পরিষ্কার বের হলে বুঝতে হবে কেক সম্পূর্ণ বেক হয়েছে। বেক হয়ে গেলে ঠান্ডা করে পছন্দমতো ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিতে হবে। 

অরেঞ্জ কেক
এই শীতে কমলার সুবাশ মাখা কেক ক্রিসমাস উদযাপনে ভিন্ন মাত্রা এনে দিতে পারে। 

উপকরণ
ডিম তিনটি, চিনি আধা কাপ, সয়াবিন তেল আধা কাপ, অরেঞ্জ এসেন্স ১ চা-চামচ, ফ্রেশ অরেঞ্জ জুস ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, অরেঞ্জ ফুড কালার ১ চা-চামচ, ময়দা আধা কাপ, গুঁড়ো দুধ ৩ চা-চামচ, লবণ ১ চিমটি, বেকিং পাউডার ১ চা-চামচ। 

প্রণালি
ময়দা, গুঁড়ো দুধ, লবণ ও বেকিং পাউডার ভালো করে মিশিয়ে ঢেকে রাখুন। এবার ডিমের কুসুমগুলো ভালোভাবে বিট করে নিন। তারপর একে একে অরেঞ্জ জুস, অরেঞ্জ এসেন্স ও ফুড কালার দিয়ে একসঙ্গে বিট করে নিন। এবার ডিমের সাদা অংশগুলো হালকা ফোম হওয়া পর্যন্ত বিট করুন। এই পর্যায়ে অল্প অল্প করে চিনি দিয়ে বিট করতে থাকুন। এ সময় অল্প অল্প সয়াবিন তেল দিয়ে বিট করতে থাকুন চিনি গলে যাওয়া পর্যন্ত। এবার শুকনো উপকরণ ও ডিমের কুসুমের যে মিশ্রণ ছিল, সেটা মিশিয়ে নিন। মিশ্রণটি তৈরি হয়ে গেলে মোল্ডে বেকিং পেপার বিছিয়ে একটু তেল ব্রাশ করে নিন। তারপর প্রিহিটেড ওভেনে ১৮০ ডিগ্রিতে ৩৫ মিনিট বেক করলেই হয়ে যাবে মজাদার অরেঞ্জ কেক। 

রেসিপি ও ছবি: পাপিয়া মল্লিক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত