Ajker Patrika

আমি যেন কখনো অসৎ হয়ে না যাই: কৃষিমন্ত্রী

মধুপুর প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৮
আমি যেন কখনো অসৎ হয়ে না যাই: কৃষিমন্ত্রী

মধুপুরে বড়দিনের উৎসবে যোগ দিয়ে সৎ পথে থাকার আশীর্বাদ কামনা করলেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক। এ সময় তিনি বলেন, ‘আমার কোনো কর্মে যেন মধুপুরবাসীর মুখে কালিমা লেপন না হয়, সে দিকে সর্বদা নজর রেখে দায়িত্ব পালন করে যাচ্ছি। আপনারা দোয়া করবেন, আমি যেন কখনো অসৎ হয়ে না যাই।’ গতকাল শুক্রবার মধুপুর উপজেলার জলছত্র এলাকার কর্পোস খ্রিষ্টি প্যারিসে আগত খ্রিষ্টান ধর্মাবলম্বীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় খ্রিষ্টানদের পুরোহিত ডানিয়েল ক্রুস সিএসসি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যাষ্ঠিনা নকরেক, শিক্ষাবিদ মারিয়া চিরান, অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম, বেরীবাইদ ইউনিয়নের চেয়ারম্যান মো. জুলহাস উদ্দিন, বৃহত্তর ময়মনসিংহ আদিবাসী উন্নয়ন ফোরামের সভাপতি অজয়, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, ফুলবাগ চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বেনু, আওয়ামী লীগ নেত্রী পিউ ফিলোমিনা ম্রং, ব্রাদার, সিস্টারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী খ্রিষ্ট দেহ ধর্মপল্লিতে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে বরণ করা হয়। গারো শিশুশিল্পীরা নেচে গেয়ে স্বাগত জানায়। পুরোহিতের পক্ষ থেকে মন্ত্রীকে গারো সম্প্রদায়ের প্রধান নেতাদের (খামাল) ব্যবহৃত ঐতিহ্যবাহী কুতুব টুপি পরিয়ে দেওয়া হয়। এরপর মন্ত্রী বড়দিনের কেক কেটে উৎসব কার্যক্রমে অংশ নেন। পরে পুরো ক্যাম্পাস ঘুরে দেখেন এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত