Ajker Patrika

হাসপাতালে শিশুদের বড়দিনের উপহার পাঠালেন রোনালদোরা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১১: ১১
হাসপাতালে শিশুদের বড়দিনের উপহার পাঠালেন রোনালদোরা

বড়দিন উপলক্ষে ক্রিস্টিয়ানো রোনালদো ও ম্যানচেস্টার ইউনাইটেডের কর্মীরা বৃহত্তর ম্যানচেস্টারে অবস্থিত তিনটি শিশু হাসপাতালের রোগী ও কর্মীদের বিভিন্ন উপহার পাঠিয়েছেন। রয়্যাল ম্যানচেস্টার শিশু হাসপাতাল, ক্রিস্টি এবং ফ্রান্সিস হাউস চিলড্রেনস হসপাইসে থাকা শিশুদের মুখে হাসি ফোটাতেই রোনালদোদের এমন আয়োজন। 

বৈশ্বিক করোনা মহামারির কারণে এ বছর (আগের বছরও) ম্যানইউর খেলোয়াড়েরা ব্যক্তিগতভাবে কাউকে উপহার পাঠাতে পারেননি। কিন্তু এবার তাঁরা শুভাকাঙ্ক্ষী ও প্রিয় মানুষদের উপহার পাঠিয়ে অবাক করে দিয়েছেন। শুধু উপহারই নয়, সামাজিক মাধ্যমে রোনালদো-পগবারা ভক্তদের বড়দিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েও চমকে দিচ্ছেন। 

গত বছর এবং এ বছর হাসপাতালে শিশুদের দেখতে যেতে না পেরে রোনালদোর হৃদয় পুড়েছে। এ বছর তাই তাদের জন্য কিছু করতে পেরে বেশ খুশি সিআর সেভেন, ‘এটা খুবই দুঃখের বিষয়, আমরা এ বছর হাসপাতালগুলো পরিদর্শন করতে পারিনি। এটি এমন একটি জিনিস, যা আমি সত্যিই উপভোগ করেছি শেষবার ওল্ড ট্রাফোর্ডে এসে। বাচ্চাদের খুশি করা গুরুত্বপূর্ণ, এটি দারুণ ব্যাপার। এই ক্রিসমাসের অংশ হতে পারাটা আমার জন্য সম্মানের। আমি খুব খুশি।’ 

ম্যানচেস্টার ইউনাইটেডের সেন্ট্রাল মিডফিল্ডার স্কট ম্যাকটমিনির কাছে ভক্তদের মুখের এই হাসির দাম অনেক। আর সেটি যদি হয় বছরের এই বিশেষ সময়ে, তবে তো কথাই নেই। ম্যাকটমিনি বলেন, ‘বড়দিন বছরের যেমন একটি বিশেষ সময়। এই সময়টায় পরিবারের মানুষ ও শিশুরা বড়দিনের ভালোবাসা অনুভব করে। একজন ফুটবলার হওয়ার সবচেয়ে ভালো দিক হলো ভক্তদের মুখে হাসি দেখা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত