Ajker Patrika

প্রথমবার বড়দিন পালন করছি শ্বশুরবাড়িতে: কল্যাণ কোরাইয়া

মীর রাকিব হাসান
প্রথমবার বড়দিন পালন করছি শ্বশুরবাড়িতে: কল্যাণ কোরাইয়া

যুক্তরাষ্ট্রে প্রথমবার বড়দিন উদ্‌যাপন করছি। প্রতিবছরই এক-দুইবার যুক্তরাষ্ট্রে আসা হয়। আমার স্ত্রী তো এখানে থাকে। শ্বশুরবাড়ি এখানেই। বিয়ে করেছি চার বছর হয়ে গেল। প্রথমবার বড়দিন উদ্‌যাপন করছি শ্বশুরবাড়িতে। তবে বাংলাদেশের বড়দিনের উৎসব ভীষণভাবে মিস করছি। ঢাকায় মা-বোনেরা আছেন। এবারই প্রথম তাঁদেরকে ছাড়া বড়দিন কাটাচ্ছি। বাংলাদেশে বড়দিনে পিঠা উৎসব হয়, আমাদের দেশি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

যুক্তরাষ্ট্রে বড়দিন তো আমাদের দেশের মতো হয় না। সবই বিদেশি স্টাইল বলা যায়। বেশিরভাগ বাড়ি বড়দিন উপলক্ষে সাজানো হয়। ডিসেম্বর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই উৎসব আরও বড় আয়োজনে শুরু হয়। এখানে প্রচুর বাঙালি আছেন। তাঁদের মধ্যেও এই উৎসব নিয়ে উৎফুল্ল হতে দেখছি। বিশেষ করে শিশুরা তো আরও বেশি উৎসাহী থাকে। প্রায় প্রতিবছরই বড়দিন উপলক্ষে বিশেষ নাটকগুলোয় অভিনয় করি। গত বছর অভিনয় করেছিলাম ‘তাঁর প্রত্যাবর্তন’ নাটকে। এবার কোনো নাটকে আমাকে দেখা যাবে না। যুক্তরাষ্ট্রে অনেক বাংলাদেশি তারকার বসবাস। বেশির ভাগই নিউইয়র্কে থাকেন। আমি একটু দূরে মেরিল্যান্ডে আছি। সবার সঙ্গে কথা হয়। একসঙ্গে যে উদ্‌যাপন করব সেটা মনে হয় এবার হবে না। হয়তো জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে তাঁদের সঙ্গে দেখা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত