কঠিন সিদ্ধান্ত নেব, তামিমের সঙ্গে বৈঠক শেষে পাপন
তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ কী, গত কয়েক মাস ধরে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নিয়মিত। ফিটনেস ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট, ঘরোয়া ক্রিকেট কোথাও কোনো ম্যাচ খেলেননি তিনি। কবে ফিরবেন, তা এখনো জানা যায়নি। বাংলাদেশের বাঁহাতি ওপেনারের ভবিষ্যৎ নিয়ে আজ কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।