Ajker Patrika

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয় উদ্‌যাপন বিসিবির  

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৭: ০৪
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয় উদ্‌যাপন বিসিবির  

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে স্বাগতিক ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতেছে, এক সপ্তাহ পেরিয়ে গেছে। অস্ট্রেলিয়ার এই জয়ে বাংলাদেশি দর্শকদের উল্লাস নিয়ে নানা আলোচনা চলছে ভারতজুড়ে। আজ বাংলাদেশের অস্ট্রেলিয়ান হাইকমিশন জানিয়েছে, শিরোপা জয়ের উদ্‌যাপনে তাদের সঙ্গে শামিল হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অস্ট্রেলিয়ান হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে উদ্‌যাপনের তিনটি ছবি পোস্ট করা হয়েছে আজ। হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে সেখানে বিসিবির কর্মকর্তারা রয়েছেন। ফেসবুকে পোস্টে লেখা হয়েছে, ‘উদ্‌যাপনের একটি মুহূর্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বন্ধুদের ধন্যবাদ, যারা আমাদের ষষ্ঠ শিরোপা জয় উদ্‌যাপন করেছে। অস্ট্রেলিয়া পুরুষ দলের এই অর্জনে আমরা দারুণ এক সময় কাটিয়েছি।’

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ঢাকার ব্রিটিশ হাইকমিশনারকে নিয়ে উদযাপন করেছিলেন বিসিবির কর্মকর্তারা ৷ ছবি: সংগৃহীতঅস্ট্রেলিয়ান হাইকমিশনের এই উদ্‌যাপন অনুষ্ঠানে উপস্থিত থাকা বিসিবির মিডিয়া বিভাগের সিনিয়র ম্যানেজার রাবীদ ইমাম বিষয়টি নিয়ে আজকের পত্রিকাকে বললেন, ‘এটা সম্ভবত ২৪ নভেম্বরের। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ড জেতার পর আমরা ব্রিটিশ হাইকমিশনে গিয়েছিলাম তাদের অভিনন্দন জানাতে। সেটিরই ধারাবাহিকতায় এবার অস্ট্রেলিয়ান হাইকমিশনে যাওয়া। হাইকমিশনার নিজেও বড় ক্রিকেটভক্ত। তিনি (মিরপুর শেরেবাংলায়) নিয়মিত আসেন খেলা দেখতে। এর আগে যে ব্রিটিশ হাইকমিশনার ছিলেন, তিনিও বড় ক্রিকেটভক্ত ছিলেন। ক্রিকেট বোর্ডের সঙ্গে তাদের সম্পর্ক অন্যরকম। সে কারণেই যাওয়া। আর ভারত চ্যাম্পিয়ন হলে আমরা ভারতীয় হাইকমিশনেও যেতাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত