Ajker Patrika

নিউজিল্যান্ড সফরে অনিশ্চিত তাসকিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজিল্যান্ড সফরে অনিশ্চিত তাসকিন

নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে আগেই ছিটকে গেছেন তাসকিন আহমেদ। আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ডে ফিরতি সিরিজের সফরেও এই পেসারকে পাওয়া নিয়ে আছে অনিশ্চয়তা। তাসকিনের কাঁধের চোট সারতে লম্বা সময় লাগবে জানিয়েছে বিসিবির মেডিকেল বিভাগ।

বছর দু-এক আগে দক্ষিণ আফ্রিকা সফরে কাঁধে চোট পান তাসকিন। সেটি এখনো ভোগাচ্ছে তাঁকে। বিশ্বকাপের মাঝপথে ফিরেছিল কাঁধের ব্যথাও। খেলেননি দুটি ম্যাচও। ক্যারিয়ারের কথা ভেবেই তাঁকে বেশ কিছুদিন বোলিং করা থেকে দূরে রাখা হবে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

আজ মিরপুরে সংবাদমাধ্যমকে দেবাশীষ বলেছেন, ‘তাসকিনের কাঁধে বারবার ব্যথা উঠছে। আমরা চাইছি ওকে লম্বা সময় বোলিং থেকে দূরে রাখতে। এই বিষয়ে ওর সঙ্গে আলাপও হয়েছে। সে বোলিং করতে পারছে, তবে ওর ক্যারিয়ারের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত।’

অন্তত আগামী বিপিএল পর্যন্ত মাঠের বাইরে থাকতে পারেন তাসকিন। সেই ইঙ্গিত পাওয়া গেল দেবাশীষের কথায়, ‘মাঝে মাঝে ওকে ব্যথানাশক ওষুধ খেতে হচ্ছে। বলের গতির দিকেও একটু সমস্যা দেখা দিচ্ছে। আমরা চাইছি ও পুরোপুরি সুস্থ হয়ে ফিরুক, ৪ সপ্তাহের জন্য ওর বোলিং আপাতত বন্ধ আছে। আমাদের লক্ষ্য বিপিএলের আগে ওকে ফিট করে তোলা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত