নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কয়েক মাস আগে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তামিম ইকবাল। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাতের পর অবসর ভেঙে আবারও ক্রিকেটে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। হঠাৎই গতকাল আবারও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তামিম। তামিমের সঙ্গে গতকাল সন্ধ্যায় গণভবনে একান্তে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে জানা গেছে, এটি জরুরি কোনো প্রয়োজনে সাক্ষাৎ নয়, সৌজন্য সাক্ষাৎ বলেই জানা গেছে।
তামিমের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী আয়েশা ইকবালও। প্রধানমন্ত্রীর সঙ্গে আধা ঘণ্টার মতো কথা বলেন তাঁরা। পরে সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে তামিম লেখেন, ’প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা সব সময় আনন্দের।’
গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে অবসরের ঘোষণা দেন তামিম। তখন প্রধানমন্ত্রী তাঁকে (তামিম) ডেকেছিলেন। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার উপস্থিতিতে তামিম সেখানে গিয়েছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর থেকে ফিরেছিলেন তামিম। পরে আরও নানা ঘটনাপ্রবাহে তিনি (তামিম) বিশ্বকাপ দলেই ছিলেন না। এশিয়া কাপ ও অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নেন। সে সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছিল ফিটনেস, ক্যারিয়ার—এসব নিয়ে। সবকিছু মিলেই তিনি হয়তো আরেকবার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়েছেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলছেন না তামিম। এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনাও ক্ষীণ। ধারণা করা হচ্ছে, আগামী জানুয়ারিতে বিপিএল দিয়ে ক্রিকেট মাঠে ফিরবেন।
কয়েক মাস আগে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তামিম ইকবাল। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাতের পর অবসর ভেঙে আবারও ক্রিকেটে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। হঠাৎই গতকাল আবারও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তামিম। তামিমের সঙ্গে গতকাল সন্ধ্যায় গণভবনে একান্তে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে জানা গেছে, এটি জরুরি কোনো প্রয়োজনে সাক্ষাৎ নয়, সৌজন্য সাক্ষাৎ বলেই জানা গেছে।
তামিমের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী আয়েশা ইকবালও। প্রধানমন্ত্রীর সঙ্গে আধা ঘণ্টার মতো কথা বলেন তাঁরা। পরে সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে তামিম লেখেন, ’প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা সব সময় আনন্দের।’
গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে অবসরের ঘোষণা দেন তামিম। তখন প্রধানমন্ত্রী তাঁকে (তামিম) ডেকেছিলেন। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার উপস্থিতিতে তামিম সেখানে গিয়েছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর থেকে ফিরেছিলেন তামিম। পরে আরও নানা ঘটনাপ্রবাহে তিনি (তামিম) বিশ্বকাপ দলেই ছিলেন না। এশিয়া কাপ ও অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নেন। সে সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছিল ফিটনেস, ক্যারিয়ার—এসব নিয়ে। সবকিছু মিলেই তিনি হয়তো আরেকবার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়েছেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলছেন না তামিম। এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনাও ক্ষীণ। ধারণা করা হচ্ছে, আগামী জানুয়ারিতে বিপিএল দিয়ে ক্রিকেট মাঠে ফিরবেন।
দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে আজ দেখা হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার। গুরুত্বপূর্ণ ম্যাচে দুই দলের একাদশ কেমন হবে, সেই সম্ভাব্য হিসেবটাই করা যাক। দুবাইয়ের স্পিন সহায়ক কন্ডিশনে গ্রুপপর্বে নিজেদের তিনটি ম্যাচই খেলেছে ভারত। অস্ট্রেলিয়া গ্রুপপর্বে ম্যাচগুলো খেলেছে পাকিস্তানের লাহোর ও রাওয়ালপিন্ডিতে।
১ ঘণ্টা আগেট্রাভিস হেড মানেই ভারতের হেডেক (মাথাব্যথা)। গত কয়েক বছর ধরে হেডের কাছেই ভারত গুরুত্বপূর্ণ ম্যাচ খুইয়েছে বেশ কয়েকবার। আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে দেখা হচ্ছে অস্ট্রেলিয়া-ভারতের।
২ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে আজ দেখা হচ্ছে অস্ট্রেলিয়া-ভারতের। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি শুরু হবে। সবশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতকে তাদেরই মাঠে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে পারেনি বাংলাদেশ। এর আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হয়েছে ধবলধোলাই। তবে এসব ব্যর্থতা পেছনে ফেলে আসছে এপ্রিলে সিরিজ খেলার সুযোগ ক্রিকেট দলের সামনে। দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে।
৩ ঘণ্টা আগে