Ajker Patrika

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 
আপডেট : ০৩ মার্চ ২০২৫, ২৩: ২২
সেনাসদস্যের লাশ সড়কে পড়ে ছিল। পরে উদ্ধার করে হাসপাতাল নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা
সেনাসদস্যের লাশ সড়কে পড়ে ছিল। পরে উদ্ধার করে হাসপাতাল নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক সেনাসদস্য নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেনাসদস্যের নাম মো. নুর আলম। তিনি ঢাকার আর্মি অ্যাভিয়েশনের সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মরদেহ উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা মরদেহ সিএমএইচে স্থানান্তর করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে জানা গেছে, সড়ক পার হওয়ার সময় নুর আলমকে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে যান। এরপর আরেকটি গাড়ি তাঁর মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার বলেন, মহাসড়ক পার হওয়ার সময় সেনাবাহিনীর ওই সদস্যকে প্রথমে একটি গাড়ি ধাক্কা দেয়। পরে তিনি রাস্তায় পড়ে গেলে আরেকটি গাড়ি তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা মরদেহ উদ্ধার করেন। তবে কোন গাড়ির চাপায় তিনি নিহত হয়েছেন, তাৎক্ষণিকভাবে তা শনাক্ত করা সম্ভব হয়নি। এখনো কাউকে আটক করা হয়নি।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত নুর আলম ঢাকার আর্মি অ্যাভিয়েশনে কর্মরত ছিলেন। তিনি সেনাবাহিনীর সৈনিক হিসেবে চাকরি করতেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত