Ajker Patrika

দলবদ্ধ ধর্ষণের শিকার হয়ে লজ্জায় গৃহবধূর আত্মহত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১৯: ১২
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে দলবদ্ধ ধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রী এক নারী লজ্জায় আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় গতকাল বৃহস্পতিবার রাতে প্রধান আসামি ফারুক হোসেনকে (৩৪) গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করেছে র‍্যাব। গত বুধবার (২৩ জুলাই) সদর উপজেলার দক্ষিণ হামছাদী এলাকায় ধর্ষণের এই ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব ১১–এর নোয়াখালী ক্যাম্পের সদস্যরা ঢাকার কদমতলী থানাধীন রায়েরবাগ বাসস্ট্যান্ড মোড় থেকে ফারুক হোসেনকে গ্রেপ্তার করে। এ ছাড়া অন্য দুই আসামি তোফায়েল আহমেদ রকি ও রিয়াজ হোসেনকে রায়পুর ও হামছাদী থেকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে প্রধান অভিযুক্ত ফারুক হোসেনকে র‍্যাব-১১ এবং তোফায়েল আহমেদ রকি ও রিয়াজ হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে।

নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু আসামি ফারুক হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের প্রবাসীর স্ত্রী তাঁর আট বছর বয়সী মেয়েকে নিয়ে একা ঘরে বসবাস করেন। ওই গৃহবধূ রাস্তাঘাটে চলাচলের সময় অভিযুক্ত ফারুক, রকি ও রিয়াজ তাঁকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন।

গত বুধবার সকালে তাঁর মেয়ে বাড়ির পার্শ্ববর্তী নুরানি মাদ্রাসায় পড়তে যায়। তখন ওই গৃহবধূ ঘরে একা ছিলেন। এই সুযোগে দুপুরের দিকে ফারুকসহ তিনজন ঘরে ঢুকে লুকিয়ে থাকেন। তাঁর মেয়ে মাদ্রাসা থেকে ঘরে এলে মেয়েকে ধারালো চাকুর ভয় দেখিয়ে ঘর থেকে বের করে দেন অভিযুক্ত ব্যক্তিরা। পরে ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যান আসামিরা। ধর্ষণের ঘটনায় আত্মসম্মানের ভয়ে গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে ওই দিন সন্ধ্যায় নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এরপর গৃহবধূ তাঁর ব্যবহৃত ইমো অ্যাকাউন্টে তাঁর স্বামীর কাছে পাঠানো অডিও রেকর্ড পর্যালোচনা করে আসামিদের শনাক্ত করা হয়। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা বাদী হয়ে সদর থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত