Ajker Patrika

প্রাইম ব্যাংকের তালহা-শুক্কুর-দেব চৌধুরীকে দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা            
আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১০: ৪৬
প্রাইম ব্যাংকের তালহা-শুক্কুর-দেব চৌধুরীকে জরিমানা। সৌজন্য ছবি
প্রাইম ব্যাংকের তালহা-শুক্কুর-দেব চৌধুরীকে জরিমানা। সৌজন্য ছবি

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে বিতর্ক নতুন নয়। আজ ডিপিএলের প্রথম দিনেই দেখা গেল আম্পায়ারিং বিতর্ক। বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্সের ম্যাচে বিতর্কিত এক আউটের সিদ্ধান্তকে কেন্দ্র করে খেলা প্রায় ২০ মিনিট বন্ধ ছিল।

প্রাইম ব্যাংকের উইকেটরক্ষক-ব্যাটার ইরফান শুক্কুরকে রানআউট দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ হন দলটির কোচ তালহা জুবায়ের, ম্যানেজার দেব চৌধুরী ও অধিনায়ক শুক্কুর। তাঁরা ম্যাচ রেফারি আখতার আহমেদ শিপারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

পরে ম্যাচ সম্প্রচারকারীদের ফুটেজের সহায়তায় দেখা যায়, ইরফান শুক্কুর রান সম্পূর্ণ করেছিলেন। তবে মাঠের আম্পায়ার ফিল্ডিং দলের আবেদনের পর তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত চান। সরাসরি সম্প্রচার থাকলেও কারিগরি সীমাবদ্ধতার কারণে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। তার ওপর ম্যাচটিতে তৃতীয় আম্পায়ার ছিলেন না। ফিল্ড আম্পায়ার এ আই এম মনিরুজ্জামান সন্দেহের ওপর রানআউটের সিদ্ধান্ত দেন। এটা নিয়ে প্রাইম ব্যাংকের কোচ, ম্যানেজার ও অধিনায়ক ক্ষুব্ধ হন।

কোচ তালহা জুবায়ের ম্যাচ রেফারির উদ্দেশে বলেন, ‘এটা কী হলো? আপনি কোথায় নামাচ্ছেন ম্যাচটা? এটা আউট দিলে আরও গলির ক্রিকেট বানিয়ে ফেলবেন! আম্পায়ারের ভুল আমি কেন মেনে নেব?’

সৌজন্য ছবি
সৌজন্য ছবি

ম্যাচ শেষে ম্যাচ রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে কোচ, ম্যানেজার ও অধিনায়ক প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অধিনায়ক শুক্কুরকে শৃঙ্খলাভঙ্গের জন্য ৩ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে প্রাইম ব্যাংক দলীয় সূত্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত