শচীনের মাঠে তাঁকে ছাড়িয়ে কোহলির কুর্নিশ
বলিউডের সিনেমায়ও কি এত ‘আনরিয়েল’ দৃশ্য থাকে? বলিউডের শহর মুম্বাইয়ে বিশ্বকাপের সেমিফাইনাল। ওয়াংখেড়েতে কাল চোখের সামনে এত সব অবিশ্বাস্য দৃশ্যের অবতারণা, ইনিংস বিরতিতে প্রেসবক্সে এক বাংলাদেশি সাংবাদিক বলে উঠলেন, ‘সত্যি আমার মাথা ঝিমঝিম করছে!’