আইপিএলে ব্যাটিংয়ের অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন বিরাট কোহলি। সর্বোচ্চ রান, সেঞ্চুরি, ফিফটি সবই তাঁর দখলে। ব্যক্তিগত পুরস্কারেও অনেকের থেকে ঢের এগিয়ে, কিন্তু দলীয় সাফল্য হিসাব করলে ক্যাবিনেট জিরো।
ক্যারিয়ারের গোধূলিলগ্নে আসায় তাই প্রশ্ন উঠেছে আইপিএল ট্রফি জিততে পারবেন তো কোহলি। জাতীয় দলের হয়ে বিশ্বকাপসহ আরও অনেক কিছু জিতলেও এই টুর্নামেন্টে একবারও পাননি সাফল্য। এখন পর্যন্ত ১৬ বার হয়েছে আইপিএল। চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচবার করে জিতলেও একবারও শিরোপা জেতেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি)।
তিনবার আইপিএলের ফাইনালে খেলে প্রতিবারই হতাশ হতে হয়েছে বেঙ্গালুরুকে। প্রতিটি ফাইনালে ছিলেন ৩৫ বছর বয়সী কোহলিও। আগামী মার্চে ১৭তম টুর্নামেন্ট বসতে যাচ্ছে। টুর্নামেন্ট সামনে রেখে ইতিমধ্যে দল গোছানোও শেষ হয়েছে প্রতিটি দলের। গত ১৯ ডিসেম্বরের মিনি নিলামে নিজেদের পছন্দের খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
নতুন টুর্নামেন্টে বেঙ্গালুরু ভাগ্যবান হবে কি না, তা সময় হলেই জানা যাবে। তবে তার আগে আরসিবির একজন কট্টর সমর্থক মহেন্দ্র সিং ধোনির কাছে ধরনা ধরেছেন। সমর্থকের চাওয়া আগামী টুর্নামেন্টে ধোনি যেন আরসিবিকে সমর্থন করে। তাহলেই কোহলি-গ্লেন ম্যাক্সওয়েলরা একটা ট্রফি জিতবেন বলে সমর্থকের বিশ্বাস। চেন্নাইকে ধোনি পাঁচবার চ্যাম্পিয়ন করেছেন বলেই হয়তো এই বিশ্বাস সমর্থকের।
আরসিবিকে ধোনি সমর্থন করবেন কি না, এক অনুষ্ঠানে তা জানতে চান সমর্থক। এতে বুদ্ধিদীপ্ত এক উত্তর দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। এই ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। আগামী টুর্নামেন্টে দলের শিরোপা ধরে রাখার মিশনে চেন্নাইকে নিজেই নেতৃত্ব দেবেন ধোনি। তাই উত্তরের ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক বলেছেন, ‘আপনার জানা আছে, তারা (বেঙ্গালুরু) খুব ভালো দল। তবে এটা ঠিক, পরিকল্পনা অনুযায়ী সবকিছু হয় না। যদি সব দলের খেলোয়াড় ফিট থাকে, তাহলে ১০ দলই শক্তিশালী হয়।’
এর পরেই নিজের চাতুর্যপূর্ণ উত্তর দিয়েছেন ধোনি। তিনি বলেছেন, ‘তবে কিছু খেলোয়াড় চোটে পড়লেই সমস্যা সৃষ্টি হয়। এর পরেও তারা খুব ভালো দল। সব দলেরই ভালো (চ্যাম্পিয়ন) সুযোগ রয়েছে। তবে এই মুহূর্তে আমি নিজেই চিন্তিত আমার দল নিয়ে। সব দলের প্রতি আমার শুভকামনা রইল। এর বেশি কিছু করতে পারছি না। অন্য দলকে যদি সহায়তা ও সমর্থন করি, তাহলে আমার দিকটা একটু ভাবেন। আমাদের সমর্থকদের কেমন লাগবে? তারা এখনই কী ভাববে?’
আইপিএলে ব্যাটিংয়ের অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন বিরাট কোহলি। সর্বোচ্চ রান, সেঞ্চুরি, ফিফটি সবই তাঁর দখলে। ব্যক্তিগত পুরস্কারেও অনেকের থেকে ঢের এগিয়ে, কিন্তু দলীয় সাফল্য হিসাব করলে ক্যাবিনেট জিরো।
ক্যারিয়ারের গোধূলিলগ্নে আসায় তাই প্রশ্ন উঠেছে আইপিএল ট্রফি জিততে পারবেন তো কোহলি। জাতীয় দলের হয়ে বিশ্বকাপসহ আরও অনেক কিছু জিতলেও এই টুর্নামেন্টে একবারও পাননি সাফল্য। এখন পর্যন্ত ১৬ বার হয়েছে আইপিএল। চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচবার করে জিতলেও একবারও শিরোপা জেতেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি)।
তিনবার আইপিএলের ফাইনালে খেলে প্রতিবারই হতাশ হতে হয়েছে বেঙ্গালুরুকে। প্রতিটি ফাইনালে ছিলেন ৩৫ বছর বয়সী কোহলিও। আগামী মার্চে ১৭তম টুর্নামেন্ট বসতে যাচ্ছে। টুর্নামেন্ট সামনে রেখে ইতিমধ্যে দল গোছানোও শেষ হয়েছে প্রতিটি দলের। গত ১৯ ডিসেম্বরের মিনি নিলামে নিজেদের পছন্দের খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
নতুন টুর্নামেন্টে বেঙ্গালুরু ভাগ্যবান হবে কি না, তা সময় হলেই জানা যাবে। তবে তার আগে আরসিবির একজন কট্টর সমর্থক মহেন্দ্র সিং ধোনির কাছে ধরনা ধরেছেন। সমর্থকের চাওয়া আগামী টুর্নামেন্টে ধোনি যেন আরসিবিকে সমর্থন করে। তাহলেই কোহলি-গ্লেন ম্যাক্সওয়েলরা একটা ট্রফি জিতবেন বলে সমর্থকের বিশ্বাস। চেন্নাইকে ধোনি পাঁচবার চ্যাম্পিয়ন করেছেন বলেই হয়তো এই বিশ্বাস সমর্থকের।
আরসিবিকে ধোনি সমর্থন করবেন কি না, এক অনুষ্ঠানে তা জানতে চান সমর্থক। এতে বুদ্ধিদীপ্ত এক উত্তর দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। এই ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। আগামী টুর্নামেন্টে দলের শিরোপা ধরে রাখার মিশনে চেন্নাইকে নিজেই নেতৃত্ব দেবেন ধোনি। তাই উত্তরের ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক বলেছেন, ‘আপনার জানা আছে, তারা (বেঙ্গালুরু) খুব ভালো দল। তবে এটা ঠিক, পরিকল্পনা অনুযায়ী সবকিছু হয় না। যদি সব দলের খেলোয়াড় ফিট থাকে, তাহলে ১০ দলই শক্তিশালী হয়।’
এর পরেই নিজের চাতুর্যপূর্ণ উত্তর দিয়েছেন ধোনি। তিনি বলেছেন, ‘তবে কিছু খেলোয়াড় চোটে পড়লেই সমস্যা সৃষ্টি হয়। এর পরেও তারা খুব ভালো দল। সব দলেরই ভালো (চ্যাম্পিয়ন) সুযোগ রয়েছে। তবে এই মুহূর্তে আমি নিজেই চিন্তিত আমার দল নিয়ে। সব দলের প্রতি আমার শুভকামনা রইল। এর বেশি কিছু করতে পারছি না। অন্য দলকে যদি সহায়তা ও সমর্থন করি, তাহলে আমার দিকটা একটু ভাবেন। আমাদের সমর্থকদের কেমন লাগবে? তারা এখনই কী ভাববে?’
টেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৪ মিনিট আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১ ঘণ্টা আগেএবারের আইপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সায়মন ডুল। পিচ নিয়ে সমালোচনার কারণে এবার তাঁরা কলকাতার ঘরের মাঠের ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
২ ঘণ্টা আগেবেশির ভাগ সময় বিদেশিরা আইপিএলে ছড়ি ঘোরালেও এবারেরটা একটু ব্যতিক্রম। ১৮তম আইপিএলে ভারতীয় ক্রিকেটাররা খেলছেন দাপট দেখিয়েছেন। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ভারতীয়দের জয়জয়কার। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে