Ajker Patrika

কোহলির বদলি তাঁরই আইপিএল সতীর্থ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১৫: ১৯
কোহলির বদলি তাঁরই আইপিএল সতীর্থ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত ডিসেম্বরে স্বপ্ন পূরণ হয়েছে রজত পাতিদারের। ভারতের জার্সিতে ওয়ানডেতে অভিষেক হওয়ার মধ্য দিয়ে। এবার ক্রিকেটের আরেক সংস্করণে অভিষেকের সুযোগ পেয়েছেন তিনি। টেস্টে অভিষেকের সুযোগ এনে দেওয়ার কাজটা করেছেন তাঁরই আইপিএল সতীর্থ বিরাট কোহলি। 

কোহলির বিকল্প হিসেবেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টের জন্য ডাক পেয়েছেন রজত। দুই দিন আগে ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিপক্ষে শুরুর দুই টেস্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন ‘রান মেশিন’ খ্যাত ব্যাটার। তাঁর জায়গা পূরণ করতে তাই আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উইকেটরক্ষক ব্যাটারকে ডেকেছে বিসিসিআই। 

রজত ডাক পাওয়ায় আবার টেস্টে ফেরার অপেক্ষাটা বাড়ল বাদ পড়া দুই অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানের। ইতিমধ্যে হায়দরাবাদে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন রজত। অনেক দিন ধরে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার পুরস্কারই পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার। প্রথম শ্রেণিতে ৯৩ ইনিংসে ৪০০০ রান তাঁর। ৪৫.৯৭ গড়ের ক্যারিয়ারে সেঞ্চুরি হাঁকিয়েছেন ১২টি। সর্বশেষ ইংল্যান্ড লায়নসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও সেঞ্চুরি করেছেন তিনি। ১৫১ রানের ইনিংসটিই তাঁকে অন্যদের থেকে কোহলির বদলি হিসেবে এগিয়ে রেখেছে। 

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত। সিরিজের প্রথমটি আগামীকাল শুরু হচ্ছে হায়দরাবাদে। তবে ডাক পেলেও রজতের প্রথম টেস্টের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কেননা, দল ঘোষণার সময়ই লোকেশ রাহুলের সঙ্গে আরও দুই উইকেটরক্ষক কে এস ভরত এবং প্রথমবার ডাক পাওয়া ধ্রুব জুরেলকে নিয়েছে ভারত। রাহুলকে শুধু ব্যাটার হিসেবে ম্যানেজমেন্ট খেলানোর চিন্তা করায় শেষ দুজনের একজনের হাতে উইকেটের গ্লাভস থাকবে বলে শোনা যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত