Ajker Patrika

কোহলির রেকর্ডের ৯ বছর পর মাসুদের রেকর্ড

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১১: ২০
কোহলির রেকর্ডের ৯ বছর পর মাসুদের রেকর্ড

দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে কত রেকর্ডই নিজের নামে করে নিয়েছেন বিরাট কোহলি। কয়েক দিন আগে শেষ হওয়া ২০২৩ বিশ্বকাপেই তো করেছেন একগাদা রেকর্ড। তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বছরে ২০০০ বা তার বেশি রান ভারতীয় এই ব্যাটার করেছেন সাতবার। ‘রানমেশিন’-এর তকমা পাওয়া কোহলির ৯ বছরের পুরোনো এক রেকর্ডে ভাগ বসিয়েছেন শান মাসুদ। 

২০১৪-এর ২৬ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বক্সিং ডে টেস্টে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। সেই ম্যাচ ছিল তৎকালীন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ক্যারিয়ারের শেষ টেস্ট। ধোনির শেষ টেস্টে আলো ছড়ান কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই টেস্টের প্রথম ইনিংসে কোহলি খেলেন ১৬৯ রানের দুর্দান্ত এক ইনিংস। এরপর দ্বিতীয় ইনিংসে করেন ৫৪ রান। কোহলির পর এমসিজিতে কোনো সফরকারী ক্রিকেটারের দুই ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংসের এমন ঘটনা ঘটেছে এবার। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ মেলবোর্নে দুই ইনিংসে করেন ৫৪ ও ৬০ রান। 

২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বিরাট কোহলিশুধু কোহলির রেকর্ডই নয়, মাসুদ ভেঙেছেন পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটারদেরও রেকর্ড। মাসুদের আগে অস্ট্রেলিয়ার মাঠে পাকিস্তানি অধিনায়ক হিসেবে দুই ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রান করেছেন হানিফ মোহাম্মদ, ইমরান খানের মতো তারকারা। ১৯৬৪ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ইনিংসে ১০৪ ও ৯৩ রান করেন হানিফ। হানিফের কীর্তির ১৯ বছর পর মেলবোর্নেই দুই ইনিংসে ফিফটির কীর্তি গড়েন ইমরান। ১৯৮৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে করেন ৮৩ রান। এরপর দ্বিতীয় ইনিংসে ৭২ রান করে অপরাজিত ছিলেন ইমরান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত