কোহলি ছুড়েছিলেন থুতু, ব্যাট দিয়ে মারতে চেয়েছিলেন এলগার!
ঘটনাটি আট বছর আগের। সে সময়ের এক টেস্টে ঘটে যাওয়া ঘটনাকে আবারও পুনর্জীবিত করে রীতিমতো বোমা ফাটিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার ডিন এলগার। সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার যে গল্প বলেছেন, সেই গল্পে খলনায়ক ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি!