ক্রীড়া ডেস্ক
বিরাট কোহলি, গৌতম গম্ভীর—আইপিএল ইতিহাসে ভারতীয় দুই ক্রিকেটার থাকা মানেই যেন অন্য এক আবহ। সময় পেরিয়ে যায়, দল বদলায়, ভূমিকা বদলায়—তবু দুই ক্রিকেটারের বাকযুগ্ধ ভারতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে উত্তাপ ছড়ায়। এবারের আইপিএলে আবারও তেমন সম্ভাবনা দেখছেন বরুণ অ্যারন।
২০০৮ থেকে এখনো পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে খেলছেন কোহলি। অন্যদিকে গম্ভীরের ভূমিকা ও দল বদলেছে বারবার। খেলোয়াড় থেকে হয়েছেন পরামর্শক, তবু লেগেছে কোহলির সঙ্গে। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টর থাকা অবস্থাতেই গত বছর গম্ভীরের সঙ্গে কোহলির বাকযুদ্ধের ঘটনা এখনো টাটকা। সেই গম্ভীর এবার কলকাতা নাইট রাইডার্সের পরামর্শক হিসেবে থাকছেন এবারের আইপিএলে। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে আরসিবি ও কলকাতা। আরসিবি-কলকাতা ম্যাচকে সামনে রেখে স্টার স্পোর্টসকে অ্যারন বলেন, ‘আমি তেমন কিছু বলব না। তবে ম্যাচ দেখতে মুখিয়ে থাকব। বেঙ্গালুরু ডাগআউটের ঠিক পাশেই বসবেন গৌতম গম্ভীর। কী ঘটতে যাচ্ছে, আমি জানি না। কোহলি কলকাতা ডাগ আউটের দিকে তাকালেই সে জ্বলে উঠবে।’
গত বছরের ১ মে লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লক্ষ্ণৌর ব্যাটিং ইনিংসের ১৭ তম ওভারের সময় লক্ষ্ণৌর দুই ব্যাটার অমিত মিশ্র, নাভিন-উল-হকের মধ্যে তর্কে জড়ান কোহলি। ম্যাচ শেষে করমর্দনের সময় আবারও তপ্ত বাক্যবিনিময় হয় নাভিন ও কোহলির। তখন সমস্যার সমাধান না করে কোহলির উদ্দেশে কড়া কথা বলেন গম্ভীর। যেখানে গম্ভীর ছিলেন লক্ষ্ণৌর পরামর্শক। এ ঘটনায় কোহলি, গম্ভীর, নাভিন তিনজনকেই জরিমানা করা হয়েছিল। কোহলি, গম্ভীর দুজনকেই ম্যাচ ফির শতভাগ জরিমানা করা হয়। ৫০ শতাংশ জরিমানা গুনতে হয় নাভিনকে।
এর আগে ২০১৩ সালের ১১ এপ্রিল তর্কে জড়ান কোহলি ও গম্ভীর। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে সেদিন মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরুর ইনিংসের দশম ওভারের ওভারের প্রথম বলে আউট হয়েছেন কোহলি। আউট হওয়ার পর তপ্ত বাক্য বিনিময় করেন কোহলি ও গম্ভীর। গম্ভীরকে শান্ত করতে এগিয়ে আসতে হয়েছিল তাঁর তৎকালীন কলকাতার সতীর্থ রজত ভাটিয়া।
২০১১ থেকে ২০২২ পর্যন্ত ১১ বছরের আইপিএল ক্যারিয়ারে ৫২ ম্যাচ খেলেন অ্যারন। ৮.৯৪ ইকোনমিতে ভারতীয় এই পেসার নিয়েছেন ৪৪ উইকেট। কলকাতা, আরসিবির হয়ে খেলারও অভিজ্ঞতা রয়েছে অ্যারনের।
আরও পড়ুন:
বিরাট কোহলি, গৌতম গম্ভীর—আইপিএল ইতিহাসে ভারতীয় দুই ক্রিকেটার থাকা মানেই যেন অন্য এক আবহ। সময় পেরিয়ে যায়, দল বদলায়, ভূমিকা বদলায়—তবু দুই ক্রিকেটারের বাকযুগ্ধ ভারতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে উত্তাপ ছড়ায়। এবারের আইপিএলে আবারও তেমন সম্ভাবনা দেখছেন বরুণ অ্যারন।
২০০৮ থেকে এখনো পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে খেলছেন কোহলি। অন্যদিকে গম্ভীরের ভূমিকা ও দল বদলেছে বারবার। খেলোয়াড় থেকে হয়েছেন পরামর্শক, তবু লেগেছে কোহলির সঙ্গে। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টর থাকা অবস্থাতেই গত বছর গম্ভীরের সঙ্গে কোহলির বাকযুদ্ধের ঘটনা এখনো টাটকা। সেই গম্ভীর এবার কলকাতা নাইট রাইডার্সের পরামর্শক হিসেবে থাকছেন এবারের আইপিএলে। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে আরসিবি ও কলকাতা। আরসিবি-কলকাতা ম্যাচকে সামনে রেখে স্টার স্পোর্টসকে অ্যারন বলেন, ‘আমি তেমন কিছু বলব না। তবে ম্যাচ দেখতে মুখিয়ে থাকব। বেঙ্গালুরু ডাগআউটের ঠিক পাশেই বসবেন গৌতম গম্ভীর। কী ঘটতে যাচ্ছে, আমি জানি না। কোহলি কলকাতা ডাগ আউটের দিকে তাকালেই সে জ্বলে উঠবে।’
গত বছরের ১ মে লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লক্ষ্ণৌর ব্যাটিং ইনিংসের ১৭ তম ওভারের সময় লক্ষ্ণৌর দুই ব্যাটার অমিত মিশ্র, নাভিন-উল-হকের মধ্যে তর্কে জড়ান কোহলি। ম্যাচ শেষে করমর্দনের সময় আবারও তপ্ত বাক্যবিনিময় হয় নাভিন ও কোহলির। তখন সমস্যার সমাধান না করে কোহলির উদ্দেশে কড়া কথা বলেন গম্ভীর। যেখানে গম্ভীর ছিলেন লক্ষ্ণৌর পরামর্শক। এ ঘটনায় কোহলি, গম্ভীর, নাভিন তিনজনকেই জরিমানা করা হয়েছিল। কোহলি, গম্ভীর দুজনকেই ম্যাচ ফির শতভাগ জরিমানা করা হয়। ৫০ শতাংশ জরিমানা গুনতে হয় নাভিনকে।
এর আগে ২০১৩ সালের ১১ এপ্রিল তর্কে জড়ান কোহলি ও গম্ভীর। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে সেদিন মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরুর ইনিংসের দশম ওভারের ওভারের প্রথম বলে আউট হয়েছেন কোহলি। আউট হওয়ার পর তপ্ত বাক্য বিনিময় করেন কোহলি ও গম্ভীর। গম্ভীরকে শান্ত করতে এগিয়ে আসতে হয়েছিল তাঁর তৎকালীন কলকাতার সতীর্থ রজত ভাটিয়া।
২০১১ থেকে ২০২২ পর্যন্ত ১১ বছরের আইপিএল ক্যারিয়ারে ৫২ ম্যাচ খেলেন অ্যারন। ৮.৯৪ ইকোনমিতে ভারতীয় এই পেসার নিয়েছেন ৪৪ উইকেট। কলকাতা, আরসিবির হয়ে খেলারও অভিজ্ঞতা রয়েছে অ্যারনের।
আরও পড়ুন:
বিপিএলের গ্রুপ পর্বের খেলা শেষে চূড়ান্ত হয়ে গেছে প্লে-অফের লাইনআপ। প্রথম কোয়ালিফায়ারে লিগ টেবিলের শীর্ষে থাকা ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে লিগ টেবিলের দুয়ে থাকা চিটাগং কিংস। আর লিগ টেবিলের ৩ ও ৪ নম্বরে থাকা রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স খেলবে এলিমিনেটরে। আগামীকালই দিনে এলিমিনেটর ও রাতে প্রথম কোয়াল
৫ ঘণ্টা আগেশেষ দিকে চলে এসেছে বিপিএল। শেষ চারের লড়াই শুরু হচ্ছে আগামীকাল। এবারের বিপিএলে খেলার চেয়ে ‘ধুলা’ এত বেশি উড়ছে, মাঠে ভালো পারফরম্যান্সেও হারিয়ে যাওয়ার উপক্রম। মহা বিতর্কিত বিপিএলের মাধ্যমে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটির দায় স্বীকার করে নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভা
৬ ঘণ্টা আগেবিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
১১ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
১১ ঘণ্টা আগে