দুর্ঘটনায় পড়ার প্রায় ১৫ মাস পর ২০২৪ আইপিএল দিয়ে পেশাদার ক্রিকেটে ফিরলেন ঋষভ পন্ত। ফিরেছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হয়েই। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরতে না ফিরতেই নাম লেখালেন বিরাট কোহলি-গৌতম গম্ভীরদের রেকর্ডে।
পাঞ্জাব কিংসের বিপক্ষে চলতি সপ্তাহের শনিবার ফেরার ম্যাচটা অবশ্য রাঙানো হয়নি পন্তের। মুল্লানপুরের সেই ম্যাচে ১৩ বলে করেন ১৮ রান। পাঞ্জাব জেতে ৪ উইকেটে। জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে আজ দিল্লি খেলছে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। ম্যাচে টস করতে নেমেই নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে। দিল্লির প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়েন পন্ত। আইপিএলে কোনো নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির প্রথম ক্রিকেটার হিসেবে ম্যাচের সেঞ্চুরির তালিকায় পন্তসহ আছেন ৭ ক্রিকেটার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) জার্সিতে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়েন কোহলি। ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত ১৬ বছর আরসিবির হয়ে খেলেছেন ২৩৯ ম্যাচ। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে প্রথম ১০০ ম্যাচ খেলেন গৌতম গম্ভীর।
২০১৬ সালে গুজরাট লায়নসের বিপক্ষে আইপিএলে অভিষেক হয় পন্তের। ভারতীয় উইকেটরক্ষক ব্যাটারের ফ্র্যাঞ্চাইজির নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস। ৮ বছরের আইপিএল ক্যারিয়ারে করেছেন ২৮৫৬ রান। গড় ৩৪.৪১ ও স্ট্রাইকরেট ১৪৭.৯০। পন্তের শততম ম্যাচ খেলার কীর্তির দিন দিল্লি টস জিতে ফিল্ডিং নিয়েছে। প্রথমে ব্যাটিং পেয়ে রাজস্থান এখনো পর্যন্ত ১৬ ওভারে ৪ উইকেটে করেছে ১২৩ রান।
পন্তের পর দিল্লির হয়ে ৯৯ ম্যাচ খেলে দুইয়ে অমিত মিশ্র। দিল্লির হয়ে ম্যাচ খেলার তালিকায় তিন, চার ও পাচে আছেন শ্রেয়াস আইয়ার, ডেভিড ওয়ার্নার ও বীরেন্দর শেবাগ। আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজির হয়ে আইয়ার, ওয়ার্নার ও শেবাগ খেলেন ৮৭,৮২ ও ৭৯ ম্যাচ। যার মধ্যে পন্তের সঙ্গে আজ খেলছেন ওয়ার্নার।
আইপিএলে নির্দিষ্ট কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে ১০০ ম্যাচ খেলা প্রথম ক্রিকেটার
সুরেশ রায়না (চেন্নাই)
হরভজন সিং (মুম্বাই)
বিরাট কোহলি (বেঙ্গালুরু)
গৌতম গম্ভীর (কলকাতা)
অজিঙ্কা রাহানে (রাজস্থান)
ভুবনেশ্বর কুমার (হায়দরাবাদ)
ঋষভ পন্ত (দিল্লি)
দুর্ঘটনায় পড়ার প্রায় ১৫ মাস পর ২০২৪ আইপিএল দিয়ে পেশাদার ক্রিকেটে ফিরলেন ঋষভ পন্ত। ফিরেছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হয়েই। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরতে না ফিরতেই নাম লেখালেন বিরাট কোহলি-গৌতম গম্ভীরদের রেকর্ডে।
পাঞ্জাব কিংসের বিপক্ষে চলতি সপ্তাহের শনিবার ফেরার ম্যাচটা অবশ্য রাঙানো হয়নি পন্তের। মুল্লানপুরের সেই ম্যাচে ১৩ বলে করেন ১৮ রান। পাঞ্জাব জেতে ৪ উইকেটে। জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে আজ দিল্লি খেলছে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। ম্যাচে টস করতে নেমেই নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে। দিল্লির প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়েন পন্ত। আইপিএলে কোনো নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির প্রথম ক্রিকেটার হিসেবে ম্যাচের সেঞ্চুরির তালিকায় পন্তসহ আছেন ৭ ক্রিকেটার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) জার্সিতে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়েন কোহলি। ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত ১৬ বছর আরসিবির হয়ে খেলেছেন ২৩৯ ম্যাচ। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে প্রথম ১০০ ম্যাচ খেলেন গৌতম গম্ভীর।
২০১৬ সালে গুজরাট লায়নসের বিপক্ষে আইপিএলে অভিষেক হয় পন্তের। ভারতীয় উইকেটরক্ষক ব্যাটারের ফ্র্যাঞ্চাইজির নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস। ৮ বছরের আইপিএল ক্যারিয়ারে করেছেন ২৮৫৬ রান। গড় ৩৪.৪১ ও স্ট্রাইকরেট ১৪৭.৯০। পন্তের শততম ম্যাচ খেলার কীর্তির দিন দিল্লি টস জিতে ফিল্ডিং নিয়েছে। প্রথমে ব্যাটিং পেয়ে রাজস্থান এখনো পর্যন্ত ১৬ ওভারে ৪ উইকেটে করেছে ১২৩ রান।
পন্তের পর দিল্লির হয়ে ৯৯ ম্যাচ খেলে দুইয়ে অমিত মিশ্র। দিল্লির হয়ে ম্যাচ খেলার তালিকায় তিন, চার ও পাচে আছেন শ্রেয়াস আইয়ার, ডেভিড ওয়ার্নার ও বীরেন্দর শেবাগ। আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজির হয়ে আইয়ার, ওয়ার্নার ও শেবাগ খেলেন ৮৭,৮২ ও ৭৯ ম্যাচ। যার মধ্যে পন্তের সঙ্গে আজ খেলছেন ওয়ার্নার।
আইপিএলে নির্দিষ্ট কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে ১০০ ম্যাচ খেলা প্রথম ক্রিকেটার
সুরেশ রায়না (চেন্নাই)
হরভজন সিং (মুম্বাই)
বিরাট কোহলি (বেঙ্গালুরু)
গৌতম গম্ভীর (কলকাতা)
অজিঙ্কা রাহানে (রাজস্থান)
ভুবনেশ্বর কুমার (হায়দরাবাদ)
ঋষভ পন্ত (দিল্লি)
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৩ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
৪১ মিনিট আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে