Ajker Patrika

ছেলের কী নাম রাখলেন আনুশকা-কোহলি

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ৪৮
ছেলের কী নাম রাখলেন আনুশকা-কোহলি

বিরাট কোহলি ও আনুশকা শর্মার ঘর আলো করে দ্বিতীয় সন্তান আসবে—এটা সবাই জানতেন। তবে কবে আসবে সে অপেক্ষাতেই ছিলেন সবাই। এই অপেক্ষার অবসান ঘটিয়ে তারকা দম্পতি জানিয়ে দিলেন, তাঁদের পুত্রসন্তান হয়েছে।

তবে গতকাল কিংবা পরশু নয়, ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তান এসেছে তাঁদের ঘরে। পুত্রসন্তান জন্মদানের পাঁচ দিন পর আজ সামাজিক যোগাযোগমাধ্যমে খবর দিয়েছেন কোহলি এবং আনুশকা। পুত্রের নামও ঠিক করে ফেলেছেন তারকা দম্পতি—অকায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকা দম্পতি লিখেছেন, ‘আমাদের হৃদয়ের সমস্ত ভালোবাসা এবং আনন্দের সঙ্গে সবাইকে জানাচ্ছি, ১৫ ফেব্রুয়ারি আমাদের পুত্রসন্তান ‘অকায়’কে পৃথিবীতে স্বাগত জানিয়েছি। ভামিকা তার ছোট্ট ভাইকে স্বাগত জানিয়েছে। আমরা আমাদের জীবনের এই সুন্দর সময় আপনাদের আশীর্বাদ এবং শুভকামনা প্রার্থনা করছি।’ 

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্যই ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে খেলছেন না বিরাট কোহলি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বসুন্ধরা-মোহামেডানের শিরোপার গতিপথ নির্ধারণী ম্যাচ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বিকেলে মাঠে নামবে দুদল। ছবি: বাফুফে
বিকেলে মাঠে নামবে দুদল। ছবি: বাফুফে

বাংলাদেশ ফুটবল লিগে দারুণ ছন্দে আছে বসুন্ধরা কিংস। হারানো শ্রেষ্ঠত্ব ফিরে পেতে যেন মরিয়া তারা। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে মারিও গোমেসের দল। বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সময়টা কাটছে উত্থান-পতনের মধ্য দিয়ে। এখনো সেভাবে ছন্দে ফিরতে পারেনি তারা। ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চারে আলফাজ আহমেদের দল।

টেবিলে দুই দলের মধ্যে ব্যবধান স্পষ্ট। শিরোপা লড়াইয়ের গতিপথও অনেকটা পরিষ্কার হয়ে যাবে আজকের ম্যাচে। কিংস অ্যারেনায় সন্ধ্যা সাড়ে ৫টায় নামবে দুই দল। ঘরের মাঠ ও বর্তমান পারফর‍ম্যান্স বিবেচনায় বসুন্ধরা কিংসই এগিয়ে থাকবে।

কিংসের ঘরের মাঠ মোহামেডানের জন্য অবশ্য দুশ্চিন্তার নাম। কয়েকবার নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছে তারা। সেই মাঠে গতকাল অনুশীলন করতে চাইলেও কিংসের বিরুদ্ধে বাধার অভিযোগ এনেছে তারা। তাই বাধ্য হয়ে অনুশীলন করতে হয় পল্টনের আউটার স্টেডিয়ামে।

মোহামেডানের কোচ আলফাজ আহমেদ গতকাল সংবাদমাধ্যমকে বলেন, ‘বসুন্ধরার মতো একটা পেশাদার ক্লাব যে অপেশাদারত্ব দেখাল, সেটা আসলে চিন্তার বাইরে। আমাদের কেন অনুশীলনের সুযোগ দিল না, এটা আসলে আমি বুঝতে পারছি না। তাদের মানসিকতার অভাব আছে বলে মনে হয়।’

লিগে মোহামেডানের শুরুটা হয়েছিল হতাশায়। ফর্টিসের কাছে হারের পর পুলিশের বিপক্ষে ড্র করে সাদা-কালোরা। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডকে হারানোর পর আভাস দিচ্ছে চেনা রূপে ফেরার আভাস। এর ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ও পিডব্লিউডিকেও হারিয়ে তারা। মাঠের বাইরে খুব একটা যে ভালো অবস্থায় আছে মোহামেডান, তা অবশ্য বলার উপায় নেই। খেলোয়াড়দের পারিশ্রমিক না পাওয়ার খবর চাউর হচ্ছে অনেক দিন। সেই জটিলতা অবশ্য মিটতে যাচ্ছে। আলফাজ বলেন, ‘ক্লাব অফিশিয়ালরাও আমাদের আশ্বস্ত করেছেন। খেলোয়াড়দের সুবিধা থেকে বঞ্চিত করবেন না। তারা শিগগির তাদের দেনা-পাওনার কিছুটা হলেও লাঘব করবে এবং প্লেয়াররা সবাই ফিট আছে আমার। ইনশা আল্লাহ, কালকের (আজ) ম্যাচে সবাই শতভাগ দেবে।’

ঘরোয়া ফুটবলের মৌসুমের শুরুটা হয়েছিল দুই দলের লড়াই দিয়ে। চ্যালেঞ্জ কাপের সেই ম্যাচে মোহামেডানকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জেতে কিংস। লিগের বাস্তবতা অবশ্য ভিন্ন। গত মৌসুমে দুই ম্যাচের দুটিতেই কিংসকে হারের স্বাদ দিয়েছে মোহামেডান। অতীতের সুখস্মৃতি প্রেরণা দিচ্ছে সাদা-কালো অধিনায়ক মেহেদী হাসান মিঠুকে, ‘মাঠে প্রমাণ দেখাব যে আসলে ওদের মাঠে প্র্যাকটিস না করেও আমরা জিততে পারি। চ্যালেঞ্জ কাপে ওদের কাছে আমরা হেরেছি। বড় ম্যাচের চিন্তাভাবনা করে মাঠে নামব।’

গত মৌসুমে মোহামেডানে খেলা সানডে ইমানুয়েল ও আগবাজি টনি এবার খেলছেন কিংসে। দোরিয়েলতন গোমেসও আছেন দারুণ ফর্মে। একই সঙ্গে রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিমরা আলো ছড়িয়ে যাচ্ছেন। লিগে সর্বশেষ দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ৫ গোল করেছে কিংস। ক্লাব থেকে নিষেধাজ্ঞা থাকায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি ফুটবলাররা। তবে মোহামেডানের বিপক্ষে যে প্রতিশোধের পণ নিয়ে নামবে তারা, তা আর বুঝতে বাকি নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ডাফির বোলিং তোপে তিন দিনেই হারল ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১১: ১৩
৯ উইকেটে হেরেছে ক্যারিবীয়রা। ছবি: ক্রিকইনফো
৯ উইকেটে হেরেছে ক্যারিবীয়রা। ছবি: ক্রিকইনফো

ব্যাটিং ব্যর্থতায় ক্রাইস্টচার্চ টেস্টে হারের পথেই ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু জাস্টিন গ্রিভস, শাই হোপ, কেমার রোচরা ব্যাট হাতে ঘুরে দাঁড়ানোয় শেষ পর্যন্ত হার এড়িয়ে জয় সমতূল্য ড্র করে ক্যারিবীয়রা। কিন্তু ওয়েলিটন টেস্টে আর তেমন কিছুর পুনরাবৃত্তি করতে পারেনি তারা। জ্যাকব ডাফির বোলিং তোপে ৯ উইকেটে বড় ব্যবধানে হেরেছে সফরকারীরা। তাও আবার মাত্র তিন দিনেই।

নিউজিল্যান্ডের সামনে মাত্র ৫৬ রানের লক্ষ্য দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। টম লাথামের উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিকের। ডেভন কনওয়ে ২৮ ও কেইন উইলিয়ামসন ১৬ রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন। এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে আগামী ১৮ ডিসেম্বর সিরিজের শেষ টেস্ট শুরু হবে। সিরিজ হার এড়াতে চাইলে সে ম্যাচে জিততেই হবে ওয়েস্ট ইন্ডিজকে। অন্যদিকে ন্যূনতম হার এড়ালেই ১-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেবে টম লাথামের দল।

প্রথম ইনিংসে ২০৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ২৭৮ রান করে নিউজিল্যান্ড। ৭৩ রানে পিছিয়ে থাকা অতিথিদের দ্বিতীয় ইনিংসটা ছিল আরও বাজে। এ যাত্রায় ১২৮ রান গুটিয়ে যায় তারা। দ্বিতীয় দিন শেষে ৩২ রানে ২ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ আজ ব্যাট করতে নেমে ডাফি, মিচেল রের দাপুটে বোলিংয়ের সামনে টিকতেই পারেনি।

শেষ ৯৬ রানে ৮ উইকেট হারিয়ে অলআউট হয় তারা। সর্বোচ্চ ৩৫ রান করেন কাভেম হজ। এছাড়া গ্রিভস ২৫ ও ব্রেন্ডন কিং করেন ২২ রান। ৩৮ রানে ৫ উইকেট নেন ডাফি। জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। রের শিকার ৩ উইকেট। ৪৫ রান খরচ করেন এই পেসার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বিকেলে বসুন্ধরা-মোহামেডান লড়াই, কীভাবে দেখবেন

ক্রীড়া ডেস্ক    
দুই দলের ম্যাচের একটি অংশ। ছবি: সংগৃহীত
দুই দলের ম্যাচের একটি অংশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফুটবল লিগে আজ মাঠে গড়াবে একটি হাইভোল্টেজ ম্যাচ। বিকেলে মাঠে নামবে দেশের ফুটবলের দুই জনপ্রিয় ক্লাব বসুন্ধরা এবং মোহামেডান। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। আইএল টি-টোয়েন্টিতেও আছে একটি ম্যাচ। একনজরে আজকের টিভি সূচি।

ক্রিকেট

ওয়েলিংটন টেস্ট: তৃতীয় দিন

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ

ভোর ৪টা, সরাসরি

টি স্পোর্টস

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

ভারত-আরব আমিরাত

বেলা ১১টা, সরাসরি

টি স্পোর্টস

আইএল টি-টোয়েন্টি

ডেজার্ট ভাইপার্স-গালফ জায়ান্টস

রাত ৮টা ৩০ মিনিট, সরাসরি

টি স্পোর্টস

ফুটবল

বাংলাদেশ ফুটবল লিগ

বসুন্ধরা-মোহামেডান

বিকেল ৫টা ৩০ মিনিট, সরাসরি

টি স্পোর্টস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

‘আগে জানত না, বিশ্বকাপের পর এখন বাংলাদেশকে সবাই চেনে’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বিশ্বকাপ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। ছবি: বিএইচএফ
বিশ্বকাপ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। ছবি: বিএইচএফ

হযরত শাহজালাল বিমানবন্দরে সংবাদকর্মীদের ভিড়। শেষ কবে হকির ক্ষেত্রে এমনটা দেখা গিয়েছিল মনে করা কঠিন। দেশের হকি আলোচনায় আসে বিতর্কিত ঘটনায়। এবার নেতিবাচক কিছু নয়, ভালো খেলে সুনাম বয়ে আনল অনূর্ধ্ব-২১ হকি দল। জুনিয়র হকি বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়ে ইতিহাস গড়েছে তারা। মাথা উঁচু করেই ভারত থেকে আজ ফিরেছে দেশে।

২৪ দলের বিশ্বকাপ বাংলাদেশ শেষ করেছে ১৭ নম্বরে থেকে। এই অবস্থান দেখে অর্জনটা পরিষ্কার হবে না। বাংলাদেশ অস্ট্রিয়াকে হারিয়ে জিতেছে চ্যালেঞ্জার ট্রফি। অস্ট্রেলিয়া-ফ্রান্সের মতো শক্তিশালী দলের বিপক্ষে হারলেও লড়াই করেছে চোখে চোখ রেখে। বিশেষ করে আমিরুল ইসলাম তো তাঁর ড্রাগ অ্যান্ড ফ্লিকের ক্ষমতা দিয়ে নজর কেড়েছেন পুরো হকি বিশ্বের। ৬ ম্যাচে ৫ হ্যাটট্রিকে ১৮ গোল করে জিতেছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার।

আজ আমিরুল বলেন, ‘আমাদের যে লক্ষ্য ছিল, তা আমরা পূরণ করে এসেছি। খুব ভালো খেলেছি।’ আমিরুলের প্রশংসায় পঞ্চমুখ কোচ সিগফ্রাইড আইকম্যানও, ‘অবশ্যই সে স্পেশাল। কিন্তু আমরা তার গুণগুলো কাজে লাগানোর চেষ্টা করেছি। পুরো দল তার শক্তির জন্য খেলেছে, তাকে গোল করার অবস্থায় নিয়ে গিয়েছে। আমরা পেনাল্টি কর্নার নিয়ে কঠোরভাবে কাজ করেছি। ফরোয়ার্ডরা পিসি আদায়ের চেষ্টা করেছে।’

বাংলাদেশের সাফল্যের রহস্য জানতে উদ্গ্রীব ছিল অন্য দলগুলোও। আইকম্যান বলেন, ‘বাংলাদেশ শুধু চ্যালেঞ্জার কাপ জেতেনি, পুরো বিশ্বকে চমকে দিয়েছে। টুর্নামেন্টে থাকা সব দলই বাংলাদেশের কথা বলছিল। হঠাৎ করে সবাই বাংলাদেশকে চিনেছে। আগে খুব একটা জানত না, এখন জানে। আর আমাদের খেলোয়াড়দের তারা ভালোবেসেছে। জিজ্ঞেস করছে, তোমাদের রহস্য কী? এমনটা আগে কখনো হয়নি। বড় বড় দেশও জানতে চাইছে, বাংলাদেশের খেলোয়াড়েরা কীভাবে এমনটা করল।’

সাফল্য এখন জমা পড়েছে অতীতের খাতায়। আইকম্যান আর চুক্তি নবায়ন করছেন না। তবে ঠিকই পরামর্শ দিয়েছেন সামনে এগোতে হলে কী করতে হবে। ডাচ কোচ বলেন, ‘আমি চাই তারা আরও অনুশীলন করুক, এই যাত্রা চালিয়ে যাক। কিন্তু অর্থের প্রয়োজন। আর যদি এগুলো না আসে, তিন সপ্তাহ বা এক মাসের মধ্যে সবকিছু থেমে যাবে। এখন যে গতি তৈরি হয়েছে, সেটা হারানো যাবে না।’

সেই ছন্দ ধরে রাখতে খেলোয়াড়দের রাখতে হবে খেলার মধ্যে। অতীত পেছনে ফেলে আমিরুলরা ভাবতে চান বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে, ‘যদি খেলাটা নিয়মিত থাকে, তাহলে আমাদের পারফরম্যান্স আরও ভালো হবে। ভবিষ্যতে আরও ভালো ফল আনব। লিগে সবচেয়ে বেশি জোর দেব। লিগের কোনো বিকল্প নেই। এই প্রিমিয়ার লিগ, ফ্র্যাঞ্চাইজি লিগ—এই টুর্নামেন্টগুলো যখন হবে, তখন বিদেশি যারা বা টপ লেভেলের খেলোয়াড়েরা আসবে, তখন তাদের থেকে আমরা নতুন নতুন বিষয় শিখতে পারব।’

অনিশ্চয়তার ছায়া দূর করতে পারছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসানও। তিনি বলেন, ‘আমরা প্রায় তিন মাস আগে একটা মিটিং করছিলাম প্রথম বিভাগের ক্লাবদের ডেকে। আমরা লিগটা শুরু করতে চাই। তারা আমাদের জানাল যে এখন টাকাপয়সার অভাব আছে। তিন-চার মাস করে সময় চেয়েছিল। এই ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত সময় চাইছিল। এ মাসে আমরা একটা চিঠি দেব।’

হকির এত বড় সাফল্য আসার পরও আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো পুরস্কারের ঘোষণা আসেনি। রিয়াজুল বলেন, ‘আমি অপেক্ষায় আছি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আমাদের কী জানায়। সচিবের কাছে বলব যে এগিয়ে আসুন, আমরাও কিছু এগিয়ে আসি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত