Ajker Patrika

দক্ষিণ আফ্রিকা থেকে হঠাৎ দেশে ফিরলেন কোহলি

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১৬: ৫৭
দক্ষিণ আফ্রিকা থেকে হঠাৎ দেশে ফিরলেন কোহলি

সঞ্জু স্যামসনের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সৌজন্যে গতকাল ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। সীমিত ওভারের সিরিজ জয়ের আনন্দ নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবার টেস্ট সিরিজ খেলতে নামবে সর্বশেষ বিশ্বকাপের রানার্সআপরা। 

প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা বিরাট কোহলির। বিশ্বকাপ শেষে ভারতের হয়ে এখনো কোনো ম্যাচে খেলতে নামেননি তিনি। সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকাতেও গিয়েছিলেন ‘রান মেশিন’ খ্যাত ব্যাটার। কিন্তু হঠাৎ করে আজ দেশে ফিরেছেন ঘরের মাঠের বিশ্বকাপের সেরা খেলোয়াড়। 

কোহলি দেশে ফিরে আসায় কৌতূহল জেগেছে সমর্থকদের মনে। হঠাৎ কেন দেশে ফিরেছেন ভারতীয় ব্যাটার। নির্দিষ্ট কারণ জানা না গেলেও শোনা গেছে জরুরি পারিবারিক কাজে দেশে ফিরেছেন তিনি। পরিবারের পাশে তাঁর থাকাটা নাকি জরুরি। তাঁর ফিরে আসায় অনেকের মনে প্রশ্ন জেগেছে দ্বিতীয় সন্তানের পিতা হতেই দেশে এসেছেন কিনা কোহলি। কেননা অনেক দিন ধরেই শোনা যাচ্ছে স্ত্রী আনুশকা শর্মা সন্তানসম্ভবা। 

যাই হোক না কেন কোহলিকে দেশে ফিরতে অনুমতি দিয়েছে বিসিসিআই। এর আগে তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। দেশে ফিরলেও দুই টেস্টের সিরিজ শুরুর আগে দক্ষিণ আফ্রিকায় যাবেন কোহলি। এমনটা বিসিসিআইয়ে সূত্র জানিয়েছে ক্রিকেটের জনপ্রিয় এক ওয়েবসাইটকে। 

আগামী ২৬ ডিসেম্বর প্রথম টেস্ট শুরু হবে সেঞ্চুরিয়নে। কোহলির খেলার সম্ভাবনা থাকলেও টেস্ট সিরিজে ঋতুরাজ গায়কোয়াড়কে পাচ্ছে না ভারত। আঙুলের চোটে ছিটকে গেছেন এই ওপেনার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে চোট পান ২৬ বছর বয়সী ব্যাটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত